নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ১২,১৩,১৪

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯



#বইমেলা২০১৯
#বই১২

১২.

আজকের লেখককে নিয়ে বলার মতো, লেখার মতো যোগ্যতা অন্তত এখনো আমার হয়ে উঠে নি।

পাঠক হিসেবে আমি নগণ্য, মানুষ হিসেবে নালায়েক-মূর্খ!

যিনি লিখেন, তিনি লেখক।

কিন্তু,

যদি নিজেকে ভেঙে-গড়ে লিখেন, তিনি সাহিত্যিক।

আর, আজকের বই এই নান্দনিক সাহিত্যিককে নিয়ে।

যদিও,

দেশের আপামর সাধারণের কাছে ''সাহিত্যিক-লেখক'' প্রতিশব্দ, তাই লেখক লিখছি।

উনার এইবারের মেলায় আসছে #অধ্যায়।

আশ্চর্য এই লেখক, যিনি কি না নিজের কাল্পনিক চরিত্রগুলোকে ভেঙে গুঁড়িয়ে লিখছেন অনন্য এক বই, না, 'এপিলেপটিক হায়দার।'

ছিনিয়ে নিয়েছেন নব প্রজন্মের একগাদা বিশুদ্ধ ভালোবাসা!

বই #অধ্যায় এর পেছনে অনেক অজানা এক 'অধ্যায়', যা লেখক আমাকে বলবে একদিন!

বেশ সময় নিয়ে, ধৈর্য্য নিয়ে লিখে শেষ করেছেন এবারের এই বই। তাই, ''ধৈর্য্যের ফল মিষ্টি!"

বলছিলাম, এই সময়ের বেশ মিষ্টি আর পাঠকের পছন্দীয় লেখক তকিব তৌফিক ভাইকে নিয়ে।

বরাবরের মতো এবারেও লেখকের বই ইন শা আল্লাহ আকাশ ছুঁবে, নিজের ব্যক্তিগত জীবনের মতো সাহিত্যের আকাশটাও লেখকের একান্ত নিজের হবে।

ভালোবাসা ও দো'আ লেখকের জন্য, শুভকামনা অধ্যায়ের জন্য।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম






#বইমেলা২০১৯
#বই১৩

১৩.

লেখকের নামের মাঝে এক মোহ কাজ করে, যদিও লেখককে জিজ্ঞেস করা হয়নি নামের রহস্যটা কি!

আপনি লেখক বা পাঠক হলে কি রকম গল্প বা উপন্যাস পছন্দ করবেন?

জীবনের গল্প?

জীবন থেকে নেওয়া গল্প?

নাকি,

জীবনে ঘটে যাওয়া গল্প?

লেখক বইটি এই তিন তিনটি অধিশ্বর নিয়ে গড়ে উঠেছে।

আমি বেশ অবাক হয়ে লেখককে দেখে, অবাক হয়েছি উনার কথা পড়ে।

নিজের লেখা লিখতে গিয়েছে কেঁদেছেন, আবার কখনো হেসেছেন।

আশ্চর্য না?!

তবে, এখানে আরো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে গল্পকথককে নিয়ে।

অর্থাৎ,যিনি আমাদের এই লেখককে গল্পটা শুনিয়েছিলেন।

যার এই গল্প নিজের শ্বশুর বাড়ির লোকজন ছাড়া অন্য কেউ ঘুণাক্ষরে যানে না, আর এই গল্প লেখক নিজের মহাত্ত নিয়ে তুলেছেন!

কি জাদুকরি লেখক, তাই না?

আপনাদের কাছে না লাগলেও আমার কাছে বেশ আনন্দ লাগছে।

রহস্যময়, প্রেমময় জীবনের তিন তিনটি অধিশ্বরকে আমি পেতে চলছি এখানে।

লেখকের বই লেখককে নিয়ে যায় উচ্চে, ভালোবাসা রইলো লেখকের জন্য।

বলছিলাম, অদ্ভুত আর রহস্যময়ী নামের লেখক হাফিজ পাশা ভাই এর কথা!

#বইয়েরদুনিয়ায়স্বাগতম





#বইমেলা২০১৯
#বই১৪

১৪.

নিজের লেখা যদি কখনো ভালো না লাগে, তবে কি করেন?

ছিঁড়ে ফেলে দেয়, কুঁচি কুঁচি করে ফেলে দেয়?

আবেগ জড়িয়ে থাকা, আবেগ মেশানো মাখা সেগুলো রেখে দেন?

নাকি,

সেগুলোকে ছিঁড়ে ফেলার পর কোনো এক রাতে গভীর ভালোবাসা জাগলে, সেগুলো জোড়া লাগিয়ে অস্তিত্বে রূপ দেয়?

কোনটা করেন?

আজকের লেখক যা যা করেন, তা শুনেন আমি হতবাক, বিস্মিত!

এমন সত্যি হয়? হতে পারে?

লেখক গল্পকার, চরিত্রকার।

হাজারের ভিড়ে মিশে রাখতে পছন্দ করেন, নিজের মতো করে গল্প লিখতে পছন্দ করেন, ভালোবাসেন।

"মানুষ যা নিজে পারে না, তা যদি অন্য কেউ পারে....তবে তাকে নিজে নিন্দার ঝড় শুরু হয়।"

- লেখক বলেছেন, আর খুব খুব একটা দামি কথা বলেছেন।

সত্যি ই তো তাই, চারদিকে শুধু নিজের আর নিজের কথা।

এই কি সমাজ?

একজন মানুষের পুরো জীবনে শ্ত কোটি গল্প থাকে, বেঁচে থাকতে হলে তাকে সময়ের ফোঁড়ে পড়ে সবকিছুকে জালঞ্জলি দিতে হয়।

হারিয়ে ফেলতে হয় নিজেকে, বদলে ফেলতে হয় আমিত্বকে!

একটা মানুষকে নিয়ে গল্প লেখা একজন লেখকের কাজ৷ তার প্রেম, ভালোবাসা, কল্পনা.... দাঁড় করানো হয় উদ্ভট কিছু অাচরণে, কখনো তাকে ব্যর্থ প্রেমিক রূপে!

একজন লেখক কতশত রূপে তাকে পাঠকের সামনে আনে, আর একজন লেখক তখন গড়ে উঠেন একেক মিশ্রিত ব্যক্তি সত্তা হয়ে!

বলছিলাম, Muntaser Billah ভাইয়ের বইয়ের কথা।

নবীন লেখক, হরিৎ গল্পকথক।

বইয়ের প্রতি পাতায় পাতায় গল্প শোনাবো উনার।

আপনার প্রথম বই আপনাকে উচ্চে নিয়ে যাক, ভালোবাসা আর শ্রদ্ধা থাকলো।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: এত এত বই সবই পড়তে মন চায়।
আবার ভাবি এত টাকা পাবো কোথায়?

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: চেষ্টা করুন, হয়ে যাবে।

"ইচ্ছে থাকলে উপায় হয়।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.