নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮



#বইমেলা২০১৯
#বই৪৩৪৪৪৫৪৬৪৭

৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭.

৪৩.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে কথা, প্রথম লেখক হিসেবে আত্নপ্রকাশ এই বইতে।

নামটাও কিন্তু বেশ!!


"অপরের সাথে নয়, মানুষ বরং নিজের সাথেই বেশী কথা বলে। তথাপি বাস্তবতার কড়াঘাতে শিখতে শিখতে মানুষ যখন অস্থির হয়ে ওঠে, তখন সে কিছু বলতে চায়। কিন্তু সেগুলো শোনার জন্য অামরা কতখানি প্রস্তুত থাকি!"

অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯।।
উপন্যাস- 'দীপালি'
লেখক- Aritro Das।
প্রকাশনী- চমন প্রকাশ।
স্টল - ৫০১।

৪৪.

Chinnomul Sumon ভাই এর এক অনন্য সৃষ্টি, দৃষ্টিনন্দন এক ভালোবাসার কাজ করেছেন তিনি।

বুকের ভেতর বহুদিন জমে থাকা কথাগুলো মেঘ পিয়নের ডানায় চড়ে পৌঁছে যাক কাঙ্ক্ষিত ঠিকানায়।

চিঠির সংকলন "মেঘ পিয়নের চিঠি"
আসবে অমর একুশে বইমেলা '১৯ এ বইপোকা প্রকাশনী থেকে ইনশাআল্লাহ।

প্রেমময় হোক প্রতিদিন।

৪৫.

বন্ধু মানুষ Showkot Shawon পেশায় এক চিত্রশিল্পী, সাথে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র!

এর সাথে সাথে, উনি দুই দুই বইয়ের লেখক।

এটি তার দ্বিতীয় কাব্য গ্রন্থ।

আহ!!

বইয়ের নাম আর প্রচ্ছদ দেখে মোহে পড়ে যাচ্ছি।

"খুনসুটি কিংবা চোখ ভেজা স্মৃতি জমা সময়ের ঝুলি ফেলে বহু বছর পর যদি দেখা হয়?
দীর্ঘশ্বাস এর সাথে যে বাক্যটি মুখ ফসকে বেরিয়ে আসে;
সেটা, "তারপর, কেমন আছো?"

এই দীর্ঘশ্বাস টুকুই লেখকের দ্বিতীয় কাব্য গ্রন্থ।

পাওয়া যাবে অমর একুশে বইমেলায়।

চোখ রাখুন,
ভালোবেসে কান পাতুন
শব্দের গন্ধ পাবেন বই এর ভাঁজে।
স্টলঃ ৬০৫ এ।

৪৬.

লেখিকা ক্যামেলিয়া রওনক একজন চমৎকার মানুষ, বেশ কথা হয়েছে উনার সাথে, উনার বইয়ের নিয়েও বেশ কথা হয়েছে।

উনি নিজেও অনেক বই পড়েন এবং বইমেলায় নবীন লেখকদের উৎসাহ দেওয়ার জন্য বই কিনেন এবং পড়েন।

কিছু শব্দ থাকে যার অর্থটা হয় নেতিবাচক/নেগেটিভ। এপিট ওপিট কিংবা এদিক ওদিক, যেভাবে দেখা হোক না কেনো শব্দটা আমাদের কাছে নেগেটিভই থাকে। "মুক্তিপণ" এমনই একটা শব্দ।

কিন্তু কিছু দস্যি কিশোর কিশোরীর কাছে "মুৃ্ক্তিপণ" শব্দটার অর্থ একদম অন্যভাবে সামনে এলো। "মুক্তিপণ" হয়ে গেলো তখন একটি গড়ার গল্প।

বইয়ের নাম - মুক্তিপণ
ধরন- উপন্যাস
জনরা- কিশোর
প্রকাশনী- বর্ষাদুুপুর
প্রকাশকাল - খুব শীঘ্রই
স্টল নাম্বার- ২৯৬-২৯৭

৪৭.

লেখক Rashat Rahman Zico ভাই, আর এই বইটি ভাই এর সম্ভবত দ্বিতীয় বই।

নামটা যা দিয়েছে তা তো অস্থির ই, কিন্তু সেই প্লট নিয়ে লিখেছে তা একদম পুরোপুরি ছক্কা!!

আহ!

আমার বেশ ইচ্ছে ছিলো ক্রিকেট নিয়ে বই লেখার, যদিও এখন থ্রিলার এ ঢুকে গিয়েছে!!

কিন্তু, জিকো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এমন চমৎকার আর ভালোবাসাময় প্লট নিয়ে লেখার জন্য।

ক্রিকেটার হতে চেয়েছিলেন সাংবাদিক ফয়েজ, পায়ের ইনজুরীতে খোঁড়া হয়ে যাওয়ায় চিরতরে স্বপ্ন বিসর্জন দিতে হয় কিশোর বয়সেই৷

সেই সময়টাতেই পাড়ায় তার সমবয়সী যারা ক্রিকেট খেকে তাদের সাথে খেলার সুযোগের আশায় ঘুরতে থাকা ছোট্ট রাহাতের মাঝে সম্ভাবনা আর স্বপ্ন দেখেছিলো ফয়েজ।

ব্যাট কেনার সামর্থ্য না থাকা ছেলেটাকে গাছের ডাল দিয়ে শ্যাডো করতে দেখে অসাধারণ ভঙ্গিতে, লেগ স্পিনের চেষ্টা করতে দেখে। পাড়ার ক্রিকেটে তবু দুই দলের হয়েই ফিল্ডিং করে ছোট্ট রাহাত।

নিজের স্বপ্ন রাহাতকে দিয়ে দেখতে শুরু করে ফয়েজ। কিন্তু স্বপ্নযাত্রা এত সহজ নয়। জীবনের সংকটে প্রায়ই সে মুখ থুবড়ে পড়ে। তারপরেও ফয়েজের মতো, রাহাতের মতো স্বপ্নবাজরা বেঁচে থাকতে চায়।

একদিন রাহাতদের উপর ভর করে ক্রিকেট বিশ্বে মাথা তুলে দাড়ানোর সংগ্রাম শুরু হয় বাংলাদেশের।

পারবে কি ফয়েজ রাহাতকে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে?

আদী প্রকাশনী, স্টল ১০৯।।

জলদি আসুন, দৌঁড়িয়ে আসুন।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: স্বাগতম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মাহের ইসলাম বলেছেন: আপনার বর্ণনা শুনে এখুনি পড়তে ইচ্ছে করছে বইগুলো।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: এত এত বই- ভালো লাগে। খুব ভালো লাগে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: সবার সময়টা ভাল কাটুক।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ আপনাদের।

বইয়ের দুনিয়ায় স্বাগতম, বই হোক আপনার কাছের বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.