নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ৫২

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬



#লাস্টবাটনটদ্যলিস্ট

বইমেলা ২০১৯ থেকে, মেলা উপলক্ষের সর্বশেষ বইয়ের নাম"

এর দ্বারা শেষ হচ্ছে বইমেলা থেকে নবীন ও পুরোনো লেখকের বই কিনা। (বইমেলায় গিয়ে যদি দেখি কিছু টাকা বেঁচে গিয়েছে, তবে আরো ২/৩ বই যুক্ত হতে পারে)

তবে, এর মানে এই নয় যে, আমি শুধু বইমেলা থেকে অথবা বইমেলাকে উপলক্ষ করে বই কিনি, কিনছি।

আমি প্রতি মাসে আমার চাহিদা অনুযায়ী বই কিনে থাকি, এইবার ৫১ টি বই আমি শুধু বইমেলা তথা #বইয়েরঈদ উপলক্ষ্য করে কিনেছি, নবীন লেখকদের উৎসাহ-উদ্দীপনা ও মতামত দেবার জন্য।

সামনের মাসেও আমি অন্যকিছু বই কিনবো, তাই, যাদের বই আমি মেলা থেকে নিতে পারি নি, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি।

যেহেতু তখনো চাকরি করছি না, তাই এখানে 'টাকা/অর্থ' বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, যদিও ঠিক করেছিলাম..... বেশি নতুন আর কম পুরোনো মিলিয়ে চল্লিশ (৪০) জন করবো, কিন্তু দৌঁড়োতে দৌঁড়োতে সেটি ৫১ (বাড়লে ২/৩ টা বাড়বে) এ গিয়েছে।

বাকিদের জন্য শুভকামনা। আপনাদের বই, ভালো বই, আনন্দের বইগুলো, আমি অন্য মাসে কিনবো, ইন্ শা আল্লাহ।

কারণ, ঐ যে "আর্থিক সংকট!"

আর হ্যাঁ, এই সর্বমোট ৫১ জনের (বাড়লে ২/৩ টা বাড়বে) বই আমি অবশ্যই আগামী বইমেলায় কিনছি না।

কারণ, আমি 'লেখক' এর চেয়ে 'মানুষ-লেখক'কে বেশি গুরুত্ব দেই। বইয়ের কথা বলতে গিয়ে, বইয়ের কথা প্রসার-প্রচার করতে গিয়ে যাদের সাথে আমার আন্তরিকতা হয়েছে, যারা মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন, নিজেকে লেখক হিসেবে 'দাম্ভিক' না দেখিয়ে মানুষ হিসেবে মিশেছেন, তাদের বই আমি ইন শা আল্লাহ আমার বাকি জীবন কিনে নিয়ে যাবো।

বই পড়ুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে মানুষ করুন।

#বইমেলা২০১৯
#বই৫১

৫১.

আজকের এই লেখক মূলত একজন লেখক নন। তিনি একগুচ্ছ সদ্য ফোঁটা গোলাপের ভালোবাসা!

এই লেখককে বর্তমান আধুনিক যুগের কেউ চিনেন না এমন অনেকে থাকলেও উনার লেখার গান শুনেন নি, এমন কেউ নেই এখনো।

অন্যতম শ্রেষ্ঠ শিল্পী আইয়ুব বাচ্চু, যিনি সদ্য প্রয়াত হয়েছে, উনি উনার গানের জগতে বেশিরভাগ গেয়েছেন আজকের এই লেখকের গান।

"হাসতে দেখো, গাইতে দেখো....." এই গানটি এখনো কেউ শুনেন নি, এমন মানুষ খুঁজে পাওয়া দায়! (যারা শুনেন না, তারা ব্যতিক্রম)

এই এমন শত গানের গীতিকার, গান লেখা যদি যার হৃদস্পন্দন, আজকের তিনি সেই ভালোবাসার Latiful Islam Shibli ভাই।

ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় নি, ফেসবুকে মাত্র একবার কথা হয়েছে।

ভাইয়ের ব্যস্ততার কারণে আজ অব্দি কথা হয়নি উনার সাথে।

শিবলী ভাইকে নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, লিখতে ইচ্ছে করছে। কিন্তু, আপনারা এতো বড় লেখা পড়বেন না, তাই লিখছিও না।

শিবলী ভাইয়কে একবার জিজ্ঞেস করা হয়েছিলো, "আপনি কেনো এখন আর গান লিখছেন না?"

"আগে ছোট গান লিখতাম, এখন বড় গান (উপন্যাস/বই) লিখছি।" মুচকি হেসে জবাব দিলেন শিবলী ভাই।

আমি ভেবেছিলাম উনি বেশ অহংকারী আর দাম্ভিক হবেন, হয়তো বা।

কিন্তু, আমার এমন একবারও মনে হয়নি সেই কথা।

যাই হোক, অনেক বেশি বলে ফেললাম এখন!

আগামী নালন্দা, প্যাভিলিয়ন ১০ থেকে বের হচ্ছে শিবলী ভাইয়ের তৃতীয় মৌলিক থ্রিলার #আসমান।

আসমান, যে গল্প জীবনের চেয়েও বড়!!

উফফ!!!

অনিন্দ্য, চমৎকার, নান্দনিক।

এই বইটা বের হবে তা আপনারা না বুঝতে পারলেও আমি জানি এটা কেমন হবে।

কারন, ভাইয়ের দ্বিতীয় বই #দখল পড়েছিলাম। বাকিটা আমার মস্তিষ্কে এখনো ঘুরঘুর করছে।

ঢাকার আন্ডারওয়ার্ড কি, কিভাবে চলে, কারা চালায়, আর সেখানের সার্কেলের লিডারের আচমকা প্রেমে পড়া, খুনিকে ক্ষমা করা, আর.... এভাবে ঘটতে থাকা নিত্য নতুন ঘটনায় আমি পুরো দু'দিনের জন্য মোহের মধ্যে গেঁথে ছিলাম।

দখল এর ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫।

আপনারা যারা পড়েন নি, পড়ে নিবেন।

আসমান এর কাহিনী যদি ছোট করে বলা যায়, তবেঃ

আমেরিকার কুখ্যাত জেল গুয়ানতানামো বে থেকে বিনা বিচারে ১২ বছর জেল খেটে মুক্তি পেয়েছে এক বাংলাদেশি।

ওয়াশিংটন পোষ্ট এর এই খবরে চমকে গেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রনালয় সাফ জানিয়ে দিয়েছে এমন সন্ত্রাসীর দায়িত্ব বাংলাদেশ নেবে না।

আমেরিকান আর্মির কার্গো প্লেন তাকে ফেলে গেছে আলবেনিয়ার তিরানা বিমান বন্দরে। ট্রাভেল ডকুমেন্টহীন দেশহীন মানুষটাকে পৃথিবীর কোন দেশ রাজনৈতিক আশ্রয় দেয় না। রিফিউজির স্ট্যাটাস নিয়ে তাকে থাকতে হবে রেড ক্রসের শেল্টারে।

মানুষটা এখন কোথায় যাবে?

চেনা সব দরজা বন্ধ হলে গেলে, একটা অচেনা দরজা খুলে যায়,
জীবন বন্দী হয়ে গেলে সেটা জীবনকেও ছাপিয়ে যায়,
সেই জীবনের গল্প জীবনের চেয়েও বড় হয়ে যায়............

The Fiction Based on Fact
‘আসমান’ উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো.

Upcoming novel by Latiful Islam Shibli
Publication by Nalonda,
বইমেলা-২০১৯, মেলায় স্টল নম্বর- ১০

এছাড়াও, ছোট ছোট কিছু কথা যা কাঁদাবে, অবাক করবে....

১.

তার সারা গায়ে ক্ষত বিক্ষত দাগ।
রোদের মধ্যে সে সব দাগ স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

বিয়ের পর আসমা সেই সব দাগগুলোর উপর গুনে গুনে চুমু খেত আর বলতো-

‘আপনার চেয়ে আপনার ক্ষতগুলোকে আমি বেশি ভালোবাসি।’

The Fiction Based on Fact
‘আসমান’ উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো.

২.

মানুষ স্রষ্টার জন্য প্রাণ দিতে চায়, এই প্রাণটাও তো স্রষ্টারই দেয়া।

তাহলে মানুষ কি দেয় ! মানুষের আসলে নিজের কিছুই নেই যা সে স্রষ্টাকে দিতে পারে।
মানুষ যা করতে পারে সেটা হল, তার অক্ষমতা প্রকাশ করতে পারে, আর সেটা প্রকাশ করতে পারার জন্যেও সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।
এই জন্য সবচেয়ে বড় পাপ হল অকৃতজ্ঞতা।

মগ ভর্তি গরম সবুজ চা আর জানালার ওপাশে তুষার শুভ্র পৃথিবীর দিকে তাকিয়ে তার উপলব্ধি হয়, আকাঙ্খা থেকে বেঁচে থাকার নামই স্বাধীনতা।

The Fiction Based on Fact
‘আসমান’ উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো.

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.