![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
13. Abscond - (অ্যাবসকনড) - (V) - (পালিয়ে থাকা)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে -cond (কন) আছে, আর যারা 'con-কন বয়/প্লে বয়' হয়, তারা প্রেমিকাদের থেকে পালিয়ে থাকে।
তাই, Abs-con-d মানে পালিয়ে থাকা।
14. Aghast - (আগাষ্ট) - (Adj) - (আতঙ্কে হতবুদ্ধি)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে -ghast (ghost) আছে, আর ghost-ভূত দেখলে আমরা আতঙ্কে হতবুদ্ধি যাই!
তাই, A-ghast মানে আতঙ্কে হতবুদ্ধি।
15. Abaddon - (অ্যাবাডন) - (N)- (নরক, শয়তান)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দ বিশ্লেষণ করলে A-bad-don আসে, আর bad-খারাপ, don-লোক 'শয়তান' হয়, 'নরকে' যায়।
তাই, A-bad-don মানে নরক, শয়তান।
16. Abase - (আবেইস) - (V) - (হীন করা, অপমান করা)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে -base আছে, আর যখন কাউকে 'base' নিয়ে আসা হয়, তখন তাকে অপমান করা হয়! নিজের অবস্থান থেকে নামিয়ে 'base/মাটিতে' আনা মানে 'অপমান করা।'
এজন্য, A-base অর্থ অপমান করা, হীন করা।
17. Abbreviate - (আব্রীভিএইট) - (V) - (সংক্ষেপ করা)।
মনে রাখার উপায়ঃ
শব্দের মাঝে -bbrev (brief) আছে, আর আমরা জানি brief মানে হচ্ছে সংক্ষেপ করা।
তাই, A-bbrev-iate অর্থ হচ্ছে সংক্ষেপ করা।
18. Apocryphal – (অ্যাপক্রিফল) – (Adj) – (জাল, কৃত্রিম)
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে –cry(কান্না) আছে, আর –cryp(ক্রিপ-হিপোক্রিপ) আছে। হিপোক্রিপ লোকেরা কান্না করে না, কান্নার ভান ধরে, মানে, কৃত্রিম কান্না কাঁদে।
তাই, Apo-cry-p-hal অর্থ হচ্ছে জাল, কৃত্রিম।
19. Adage - (অ্যাডিজ)-(N) - (প্রবাদ)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে –age, মানে বয়স।আর, age (বয়স) বাড়ার সাথে সাথে মানুষ যা করে তা অভিজ্ঞতা বাড়ে। ফলে, অভিজ্ঞতার কথাগুলো হয় ‘প্রবাদ।’
তাই, Adageঅর্থ হচ্ছে প্রবাদ।
20. Abet - (আবেট)-(V) - (মন্দ কাজে সাহায্য করা)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে – betআছে, আর –betবলতে ‘বাজি’ বুঝায়। বাজি খেলা মন্দ কাজ, খারাপ কাজ।
তাই, A-betঅর্থ হচ্ছে মন্দ কাজে সাহায্য করা।
#পড়ুনজানুনশিখুনশেখান।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২
সুমন কর বলেছেন: চলুক...........+।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪
রাজীব নুর বলেছেন: সহজ উপায়।