![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
21. Abjure - (আবজুয়ার) - (V)- (পরিত্যাগ করা)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দ Abjureকে Injure এর সাথে মিলিয়ে পড়া যায়। খেলার মাঠে যদি খেলোয়াড় Injure হয়, তবে তাকে খেলা ছেড়ে চলে যেতে হয়।
Injure + Abjure= খেলোয়াড় মাঠের বাইরে।
তাই, Abjure হচ্ছে পরিত্যাগ করা।
22. Agrarian - (আগরেআরিআন) -(N) - (কৃষি সমন্ধীয় বিষয়)।
মনে রাখার উপায়ঃ
শব্দের প্রথমে –Agraআছে, আর Agraদিয়ে আমরা Agriculture লিখে। Agriculture হচ্ছে ভূমি সমন্ধীয় জমি-জামা।
তাই, Agrarianহচ্ছে কৃষি সমন্ধীয় বিষয়।
23. Abstinence - (অ্যাবসটিননাস) - (Adj) - (খাদ্য সংযমী)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে –nence(ন্যান্সি) আছে, আর ন্যান্সি ডায়েট করে। স্লিম রাখে।
তাই, Absti- nenceঅর্থ খাদ্য সংযমী।
24. Abysmal - (আবিজমাল) - (Adj ) - (অতল, অন্তহীন)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে – bysmal (বেসামাল) রয়েছে। আর, যারা বেসামাল থাকে, তারা অতল গহ্বরে হারিয়ে যায়, অন্তহীন পথে খেই হারিয়ে ফেলে।
তাই, A-bysmal অর্থ অতল, অন্তহীন।
25. Aberration - (অ্যাবারেইশন)-(N) - (বিপথগমন)।
মনে রাখার উপায়ঃ
শব্দের মাঝে – berra (বার এ) আছে, আর আমরা জানি, ‘বার এ’ যারা যায়, তারা বিপথে যায়, খারাপ পথে চলে যায়।
তাই, A-berra-tion অর্থ বিপদগমন।
#পড়ুনজানুনশিখুনশেখান।
কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: জানতে জানতে মাথা ভার হয়ে যাচ্ছে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
রোকনুজ্জামান খান বলেছেন: বাহ্