নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বই পর্যালোচনা (রিভিউ) ০৭, "বিশ্ব রাজনীতির ১০০ বছর"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭



বই পর্যালোচনা (রিভিউ) – ০৭
বইয়ের নাম - বিশ্ব রাজনীতির ১০০ বছর
লেখক – ড. তারেক শামসুর রেহমান
ভাষা – বাংলা
ঘরনা – বিশ্ব ও রাজনীতি
বইয়ের পৃষ্ঠা – ২৬৪
বিনিময় মূল্য – ২২৫ টাকা
প্রকাশনী – শোভা প্রকাশ
ব্যক্তিগত অনুযোগ (রেটিং) – ৪.৮/৫

‘রাজনীতি’ শব্দে আগ্রহ এবং বিশ্ব সম্পর্কে জানার তৃষ্ণাকে পরিপূর্ণভাবে মেটানোর জন্য ড. তারেক স্যারের ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’ যথেষ্ট, অন্তত নবীনদের জন্য।

নন-ফিকশনে পড়া আমার অন্যতম পছন্দের বই এটি, খুব আফসোস হচ্ছে এই চিন্তা করে, ‘কেন আমি স্যারের ক্লাস করলাম না!’

তারেক শামসুর রেহমান স্যারকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, তিনি বাংলাদেশের একজন সম্পদ।

আমাদের মতো নবীনদের জন্য, রাজনীতি নিয়ে জিজ্ঞাসু চোখগুলোকে ঠাণ্ডা দিতে তিনি যথেষ্ট। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও, তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য।
স্যার গত দু’দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে উল্লেখযোগ্য গবেষণা করেছেন।

বিশ্ব রাজনীতির ১০০ বছর গ্রন্থটি মূলত বিংশ শতাব্দীর ইতিহাসে ঘটে যাওয়া বেশ গুরুত্বপূর্ণ আর উল্লেখযোগ্য ঘটনাবলীর একটি সংকলন, যা তিনি উনিশ টি(১৯) অধ্যায়ে বিস্তর বর্ণনা দিয়েছেন।

উল্লেখযোগ্য অধ্যায়গুলোর মধ্যে,

(ক) রুশ বিপ্লব,
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও এর ফলাফল,
(গ) নাৎসিবাদ,
(ঘ) পূর্ব ইউরোপ, পেরেস্ত্রাইকা, গ্লাসনস্ত,
(ঙ) স্নায়ুযুদ্ধ,
(চ) চীনের সমাজতান্ত্রি আন্দোলন,
(ছ) ভিয়েতনাম যুদ্ধ,
(জ) আফগানিস্তান,
(ঝ) সোভিয়েন ইউনিয়নে সমাজতন্ত্রের পতন, লেলিন, স্ট্যালিন, ক্রুচ্ছেভ, সোভিয়েত সমাজে সংকট,
(ঞ) গ্যাট, এক কিয়োটা প্রকোটল.... সহ আরো গুরুত্বপূর্ণ ঘটনা সম্মেলনের কারণ, ফলাফল ইত্যাদি বিষয়গুলো সূক্ষ্ণাতিসূক্ষ্ণ রূপে আলোচনা করেছেন।

বিংশ শতাব্দীর যে বিষয়গুলো বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছিল, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে। বিশেষ করে দু’দুটো বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিওনের পতন পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। চীনের সংস্কার কর্মসূচিও আলোচনা থেকে বাদ যায় নি।

গ্রন্থটির উল্লেখযোগ্য দু’টি অধ্যায় হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্তনৈতিক ব্যাবস্থা ও বিশ্ব পরিবেশগত সমস্যা। বিংশ শতাব্দীতে এ দু’টো বিষয় বিশ্ব রাজনীতিতে যথেষ্ঠ প্রভাব ফেলেছিল। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যাবস্থায় বিশ্ব বাণিজ্য সংসাথার ভূমিকা,বাণিজ্য জোট হিসেবে এদেশের ভূমিকা সঙ্গত কারণেই তা আলোচনা করা হয়েছে। চীনের সংস্কার কর্মসূচিও আলোচনা থেকে বাদ যায়নি।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বেশ গোলপাঁক লেগে যাবে! বইটি যথেষ্ট তথ্যবহুল ও সুপরিচর আকারে লেখা হয়েছে।
বাংলাদেশের চুক্তি ও নীতিসমূহ গুরুত্বপূর্ণ বিধায় উভয় অধ্যায়ে বাংলাদেশের প্রসঙ্গটি আলোচনা করা হয়েছে। নিঃসঙ্গতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্র যেমন তার অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল, তেমনি চীনও অর্ধশতাব্দী ধরে তার অর্থনৈতিক পুনর্গঠনে ব্যস্ত তা দেখানো হয়েছে বইটিতে।

গ্রন্থটির দুটো উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা ও বিশ্ব পরিবেশগত সমস্যা। বিংশ শতাব্দিতে এই দুটো বিষয় বিশ্ব রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা, বাণিজ্যজোট হিসেবে এদেশের ভূমিকা সঙ্গতকারণেই আলোচনা করা হয়েছে।

অন্যদিকে বিশ্ব পরিবেশগত সমস্যা শীর্ষক অধ্যায়ে স্থান পেয়েছে বিশ্বের উষ্ণতারোধ সংক্রান্ত কিয়োটো চুক্তি থেকে শুরু করে বিশ্ব ধরিত্রী সম্মেলনের বিষয়টি পর্যন্ত।

রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য চমৎকার ও জ্ঞানগর্ভ বই। সাধারণ পাঠকরাও বইটি পড়ে বিশ্ব রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

বইপ্রেমিদের, সাধারণ পাঠকদের বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি....

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

প্রবালরক বলেছেন: সুন্দর রিভিউ। ধন্যবাদ। বইটা আমার খুব ভাল লেগেছিল। তারপর আরো কয়েক কপি কিনে প্রিয় কয়েকজন মানুষকে পড়তে দিয়েছিলাম। তাদের বেশীর ভাগই বইটার প্রশংসা করেছে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: সংগ্রহে রাখার মতো একটি বই।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ বইটি পড়ার জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.