![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
26. Abnegation - (অ্যাবনিগেইশন) - (N)- (প্রত্যাখান)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দ বিশ্লেষণ করলে Ab-negation, যেখানে negation অর্থ অস্বীকৃতি। আর, negation কে neglect এর সাথে মিলিয়ে পড়তে পারি, যার অর্থ প্রত্যাখান।
তাই, Ab-negation অর্থ প্রত্যাখান, অস্বীকৃতি।
27. Abortive- (অ্যাবোর্টিভ) - (Adj) - (ব্যর্থ)।
মনে রাখার উপায়ঃ
শব্দের মাঝে –bor (bore) আছে, আর কোনো কাজ যদি আমরা bore হয়ে করি তবে সেই কাজে আমরা ব্যর্থ হবো।
তাই, A-bor-tive অর্থ ব্যর্থ।
28. Accelerate - (আকসেলারেইট) - (V) - (দ্রুততর করা)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দে Accelerate আছে, আর Accelerate গাড়িতে ব্যবহার করা হয় গাড়ি দ্রুত চালানোর জন্য। Accelerate এ চাপ দিলে গাড়ি দ্রুত চলে।
তাই, Accelerate অর্থ হলো দ্রুততর করা।
29. Accolade - (অ্যাকালেইড) - (Adj) - (প্রশংসা, তারিফ)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দে আছে Accolade বা চকোলেইড। আর, কারো প্রশংসা করলে তখন চকলেট দেওয়া হয়।
তাই, Accolade অর্থ হলো প্রশংসা, তারিফ।
30. Accessory - (আকসেসরি)-(Adj) - (সহায়ক কিন্তু বাধ্যমূলক নয়)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে – ssory (স্যরি) আছে। কিন্তু, কাউকে স্যরি বলা ভালো কিন্তু তা বলতে ই হবে, এমন কিন্তু না।
তাই, Accessory অর্থ হলো সহায়ক কিন্তু বাধ্যতামূলক নয়।
#পড়ুনজানুনশিখুনশেখান।
কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
পড়ুন জানুন শিখুন শেখান
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
সুমন কর বলেছেন: চলুক......
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সহজ।