![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
31. Acidulous - (আসিডিউলাস) - (Adj)- (হালকা টক)।
মনে রাখার উপায়ঃ
শব্দের প্রথমে Acid আছে, আর এসিড সাধারণত টক হয়।
তাই, Acidulous এর অর্থ হলো হালকা টক।
32. Acclivity - (আকলিভিটি) - (N ) - (খাড়া ঢাল, ক্রমোন্নতি)।
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দে Acclivity আছে, আর Acclivity কে আমরা Activity দিয়ে পড়তে পারি। যার চাকরিতে/পড়াশোনায় Activity ভালো, সে দ্রুত প্রমোশন পায়/উপরে উঠে যায়।
এজন্য, Acclivity শব্দের অর্থ হচ্ছে খাড়া ঢাল, ক্রমোনতি।
33. Acquittal - (আকোইটল) - (N) - (বেকসুর খালাস)
মনে রাখার উপায়ঃ
শব্দের মাঝে -quitt আছে, আর -quitt মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আদালতে কাউকে -quitt করলে, সে খালাস হয়ে যায়।
তাই, Ac-quitt-al অর্থ হচ্ছে বেকসুর খালাস।
34. Acuity - (আকিউটি) - (Adj) - (বুদ্ধির প্রখরতা)
মনে রাখার উপায়ঃ
শব্দে শেষের ভাগে -cuity (কিউট) আছে, আর বাচ্চারা তখন কিউট হয়, যখন তাদের বুদ্ধির বেশি হয়।
তাই, A-cuity অর্থ হচ্ছে বুদ্ধির প্রখরতা।
35. Acumen - (আকিউমেন) - (N) - (সূক্ষ্ণ বিচারশক্তি, মানসিক দক্ষতা)
মনে রাখার উপায়ঃ
শব্দের প্রথমে আছে - Acu (অর্থাৎ, IQ), আর যাদের - Acu (IQ) বেশি থাকে, তাদের বিচারশক্তি সূক্ষ্ণ হয়, মানসিক দক্ষতা বেড়ে যায়।
তাই, Acu-men অর্থ হচ্ছে সূক্ষ্ণ বিচারশক্তি, মানসিক দক্ষতা।
#পড়ুনজানুনশিখুনশেখান।
কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: বলেন তো শেরাটন মানে কি?
দয়া করে বলবেন না হোটেল শেরাটন।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২
মাহমুদুর রহমান বলেছেন: ভালোভাবনা।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: ভালো কাজ করে যাচ্ছেন।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
ম্যাড ফর সামু বলেছেন: ভালো লাগল ভাই আপনার সুন্দর শিক্ষনীয় পোষ্টটি।