![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
36. Actuate - (অ্যাকচুইট) - (V) - (প্রভাবিত করা, উৎসাহ করা)।
মনে রাখার উপায়ঃ
শব্দের প্রথমে - Act আছে, কারো -Act (অভিনয়) যদি মনে ধরে, ভালো লাগে, তবে আমাদের জীবনের সেই অভিনেতা-অভিনেত্রী প্রভাব ফেলে, আমাদের যেকোনো কাজে উৎসাহিত করে।
তাই, Act-uate অর্থ হচ্ছে প্রভাবিত করা, উৎসাহ করা।
37. Acrid - (অ্যাকরিড) - (Adj) - (অত্যন্ত তিক্ত)
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দ Acrid এ -r বাদ দিলে হয়, Acid। আর, এসিড তিক্ত, তিতা।
তাই, Acrid অর্থ হচ্ছে অত্যন্ত তিক্ত।
38. Accretion - (আক্রীশন) - (N)- (বৃদ্ধি, সংযোজন)।
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে - cretion (creation) আছে, আর কোনো কিছু নতুন creation করলে সেটা বেড়ে যায়।
তাই, Ac-cretion অর্থ হচ্ছে বৃদ্ধি, সংযোজন।
39. Accost - (আকসট) - (V) - (এগিয়ে গিয়ে কথা বলা, সম্ভাষণ করা)
মনে রাখার উপায়ঃ
পুরো শব্দ Accost অথবা A-ccost (At Any Cost), আর At Any Cost এর মানে হচ্ছে যেকোনো মূল্যে।
ছেলেটি মেয়েটির সাথে At Any Cost এ 'এগিয়ে গিয়ে কথা বলে।'
তাই, A-ccost এর অর্থ হচ্ছে এগিয়ে গিয়ে কথা বলা।
40. Acclaim - (আকলেইম) - (N)- (প্রশংসা)
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে -claim আছে, আর কোনো কিছু -claim করার পর সেটি আদায় করতে পারলে, প্রশংসিত হবে।
তাই, Ac-claim অর্থ হচ্ছে প্রশংসা।
#পড়ুনজানুনশিখুনশেখান।
কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: ভাল।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
প্রতিদিন নতুন শব্দ পড়ার আগে পুরোনোগুলোকে ঝালিয়ে দিন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর উপস্থাপনা