নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ভোকাব ১০

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৪৮




46. Aboriginal - (অ্যাবরিজনল) - (N)- (প্রাচীন)

মনে রাখার উপায়ঃ

শব্দের শেষে আছে -original, আর আমরা জানি, original জিনিসগুলো সবসময় পুরোনো হয়।

আর, পুরোনো কালের হলে প্রাচীনকালের হয়।

তাই, Ab-original অর্থ হচ্ছে প্রাচীন।



47. Accede - (আকসীড) - (V) - (একমত হওয়া)

মনে রাখার উপায়ঃ

পুরো Acce-de শব্দের শেষে -de বাদ দিয়ে যদি -pt লাগিয়ে দেই, তবে হবে Accept।

আর, যখন সবাই কোনো কিছুতে Accept হয় তখন সবাই একমত হয়, ঐক্যমত হয়।

তাই, Acce-de অর্থ হচ্ছে একমত হওয়া।



48. Accentuate - (আকসেনচুইট) - (V) - (জোর দিয়ে উচ্চারণ করা)।

মনে রাখার উপায়ঃ

শব্দের প্রথমে আছে -Accent, আর Accent মানে আমরা উচ্চারণ ভঙ্গিওকে বুঝি।

তাই, Accent-uate অর্থ হচ্ছে জোর দিয়ে উচ্চারণ করা।



49. Adroit - (অড্রইট) - (Adj) - (দক্ষ)।

মনে রাখার উপায়ঃ

পুরো শব্দ Adroit কে আমরা পড়তে পারি Android, আর এই Android ফোন চালানোর কৌশল-দক্ষতা আমাদের জানা থাকতে হবে।

তাই, Adroit এর অর্থ হচ্ছে দক্ষ।



50. Adorn - (আর্ডোন) - (V) - (অলঙ্কৃত করা, সাজানো)।

মনে রাখার উপায়ঃ

পুরো শব্দকে দুটি ভাগে ভাগ করলে আসে Ad, আর orn। Ad কে Add হিসেবে পড়লে অর্থ আসে যুক্ত করা, আর orn কে Ornament পড়লে অর্থ আসে অলঙ্কার।

আর, নারীরা এই অতিরিক্ত অলঙ্কার পড়ে নিজেদেরকে অলঙ্কৃত করে। নিজেদের সাজায়, সজ্জ্বিত করে।

তাই, Adorn শব্দের অর্থ হচ্ছে অলঙ্কৃত করা, সাজানো।




#পড়ুনজানুনশিখুনশেখান।


কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১১:১০

ম্যাড ফর সামু বলেছেন: ভাই আগের পর্বগুলোর লিংক দিলে ভালো হত, অনেক কাজের জিনিস, সুন্দর শিক্ষনীয় বিষয়।

০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১০:৩৬

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: এখানে লিংক দিয়ে গেলে গোঁজামিল লেগে যাবে। আপনি যদি 'ফেইসবুক' ব্যবহার করেন, তবে আমার আইডিতে গেলে খুব সহজে পুরোনোগুলো খুঁজে পাবেন।

কষ্ট করে খুঁজে নিন, ভাই।

২| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

৩| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: কিছু নিয়ম ঠিক আছে, etymology-ভিত্তিক। অন্যগুলোর ব্যাপারে কিছু দিন পরেই শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে যাবে। যেমন, android-এর মাধ্যমে adroit শেখার চেয়ে আধুনিক কবিতা মুখস্থ করা সহজ হতে পারে। এছাড়া শব্দের সূক্ষ্ম অর্থের কোনো আলোচনা নেই পোস্টে। যেমন, সব প্রাচীন কি aboriginal?

৪| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর বিশ্লেষন।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: চলুক.....

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ সবাইকে।

নিজে পড়ুন, অন্যেক পড়ান।

তবে, অনুগ্রহ করে 'নিজের নামে' চালাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.