নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ভোকাব ১১

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩২



51. Annuity - (আনিউআটি) - (N)- (বার্ষিক বৃত্তি)।

মনে রাখার উপায়ঃ

শব্দের প্রথমে আছে Annui (Annunal), আর Annunal মানে হচ্ছে বার্ষিক।

বছর শেষে যে বৃত্তি দেওয়া হয়, তাকে বলে Annuity।

আর, Annuity অর্থ হচ্ছে বার্ষিক বৃত্তি।



52. Advent - (অ্যাডভানট) - (N)- (আর্বিভাব)।

মনে রাখার উপায়ঃ

Advent এর ভাই হচ্ছে Invent, আর Invent শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা, নতুন কিছু আনা।

তাই, Advent শব্দের অর্থ হচ্ছে আর্বিভাব।



53. Adverse - (অ্যাডভার্স) - (Adj) - (প্রতিকূল)
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষে আছে verse, এটাকে আমরা বলতে পারি reverse। আর, reverse এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে উল্টো, বিপরীত।
তাই, Adverse এর অর্থ হচ্ছে প্রতিকূল।


54. Admonish - (আডমনিশ) - (V) - (তিরস্কার করা)
মনে রাখার উপায়ঃ
শব্দের শেষ আছে –monish, আর, ধরা যাক, ‘monish পাণ্ডে’ নামে ভারতীয় একজন খেলোয়াড আছে। সেই ‘monish পাণ্ডে’ ক্রিকেট খেলায় আউট করে তামিম ইক্ববালকে, ফলে বাঙালিরা, সবাই মিলে ‘monish পাণ্ডে’কে গালিগালাজ করতে লাগলো।

তাই, Ad-monish অর্থ হচ্ছে তিরস্কার করা।



#পড়ুনজানুনশিখুনশেখান।

কৃতজ্ঞতাঃ সাখাওয়াত হোসেন ভাই।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: শিক্ষনীয় পোস্ট, ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৫

ম্যাড ফর সামু বলেছেন: আপনার অষুধ তো অনেক টেষ্টি সো এত কম করে খেলে কি অসুখ সারবে? ডোজটা আরো একটু বাড়ানো যায় না ভাই?

৫| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:০১

সুমন কর বলেছেন: +

৭| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১:২৮

কেএসরথি বলেছেন: Annunal or Annual?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.