নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

গ্রামীনফোন ও বাংলাদেশ

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

১.

হাজার হাজার কোটি টাকার ব্যবসা করা বৈদেশিক কোম্পানি টেলিনর, বাংলাদেশ যার নাম গ্রামীণফোন, আজ সকালে একজন বাংলাদেশী কে নিজের কোম্পানির সিইও ঘোষণা করেছে।

বাংলাদেশী হিসেবে তা খুশির খবর এবং নিঃসন্দেহে সবাই আনন্দ উপযাপন করছে!

‘বড় ঘটনাকে আড়াল করার জন্য ছোট ছোট সম্পর্ক বিহীন ঘটনা ঘটানো হয় লোকচক্ষুর সামনে, যাতে তারা বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনাগুলোতে মনোযোগী হয়ে বড় ঘটনা থেকে মনোযোগ সরিয়ে আনে!’

বাংলাদেশের টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসি’র প্রায় সাড়ে বারো হাজার কোটি বকেয়া পাওনা টাকার উপর মামলা করার পর গ্রামীনফোন কোম্পানি রাষ্ট্রপতি কে নোটিশ দিয়েছিলো, কারো হয়তো মনে আছে অথবা সাম্প্রতিক ঘটনাগুলোর আড়ালে তা ভুলে গিয়েছেন!

গ্রামীণফোন বেশ কয়েক বছর ধরে নিজেদের অহং মনোভাব চালিয়ে আসছে দেশের অর্থনীতির উপর। কথা উঠছিলো, গ্রামীনফোন কোম্পানি কে বদলে ফেলার/দেশে আর ব্যবসা করার অনুমতি না দেওয়ার!

এরমাঝে, ঘটে গেলো বেশ অনেকগুলো ঘটনা। আচমকা আজ সকালে গ্রামীনফোন কোম্পানি নিজেদের হাজার কোটি টাকা মূলধন দেওয়া প্রতিষ্ঠানের সবচেয়ে উঁচু পর্যায়ে কেনো একজন বাংলাদেশী কে দিয়েছে, সেখানে আমি প্রশ্নবিদ্ধ!

যদিও, ভুলেও আমি জনাব ইয়াসির আজমান, গ্রামীনফোন কোম্পানির নতুন সিইও, এর যোগ্যতা, দক্ষতা আর প্রতিশ্রুতি বদ্ধতা নিয়ে একদম-ই সন্দেহ প্রকাশ করছি না।

আমি শুধু ঘটনা গুলো জুড়ে দিচ্ছি, একটার সাথে আরেকটা!

পুরো লেখাটা পড়ে পাশে থাকার দরকার ধন্যবাদ, মতামত জানাতে চাইলে ‘সমাজের ভদ্র ভাষায়’ সমালোচনা করুন। উপকৃত ও কৃতজ্ঞ হবো, নিঃসন্দেহে। ❤

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কর্পরেট আররেক চাল।
বাংলাদেশের সংগে বিরোধ মেটাতে বাংলাদেশীকেই দায়িত্ব দিল!

দেখা যাক এখন উনি কি কর্পোরেট দায়বদ্ধতায় ঋণি থাকেন? না দেশের অধিকার রক্ষায় নীতিবান থাকেন।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: গ্রামীন ফোন কোম্পানীর নেটওয়ার্ক খুব ভালো।
বহু মানূষ গ্রামীন ফোণ কোম্পয়ানীতে কাজ করে। কাজেই গ্রামীন ফোন বেচে থাক।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

রায়হান চৌঃ বলেছেন: গ্রামীন ফোন তার বকেয়া সাড়ে বার হাজার কোটি টাকা সামলানোর দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশী যুবক কে... এটা গ্রামীন ফোন এর জন্য লাভের আশা দেখালে ও বাংলাদেশের জন্য খুব একটা সুখের নয়, কারণ বাংলাদেশী ঐ যুবক জানে কোন যায়গায় কত টুকু মিষ্টি ঢালতে হয় :), যেখানে টাকার কাছে সয়ং তেতুল হুজুরের মাথা নত সেখানে ঐ যুবক সিইও...........
এনিওয়ে.... বেঁচে থাকুক আমার বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.