![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শান্তিবাদী মহাত্মা গান্ধির জন্মদিবস ও বিপ্লবী কমিউনিস্ট ভগৎ সিং এর শহিদ দিবস- কিছূ কথা ।
মহাত্মা গান্ধির অবদান আমি ছোট করে দেখছি না । কিন্তু শান্তির মাধ্যমেই কি বৃটিশ ভারত বর্ষ ছেড়ে ছিল- তা হলে এত প্রাণ- এত রক্ত দিতে হলো কেন ? ক্ষুদিরাম, তাকেরশ্বর, বিনয়, বাদল, দিনেশ, কার্তিক, বাঘা যতিন, ভগৎ সিং, সূর্য্য সেন, প্রীতিলতাসহ অসংখ্য বিপ্লবী প্রাণ দিয়েছে- জেল জুলুম- নির্বাস- এ গুলো মটেও শান্তি ছিল না । বৃটিশরা এ বিপ্লবীদের অতংক ছিল- অথচ গান্ধিজী এ বিপ্লবীদের নষ্ট-দুষ্টু-সন্ত্রাসী হিসাবে বক্তব্য দিয়েছেন ! ভগৎ সিং এর যখন ফাঁসির রায় হয়- তখন বৃটিশদের সাথে গান্ধিজীর ভাল সম্পর্ক ছিল- তাকে ভগৎ সিং এর ফাঁসি ঠেকাতে বলা হয়েছিল- ইচ্ছে করলে তিনি তা পারতে- কিন্তু তিনি তার করেন নাই- নেতাজী ও বিপ্লবীদের আন্দোলনে বৃটিশরা কোন ঠাসা- আসে দ্বিতীয় মহাযুদ্ধ- এ যুদ্ধের পর বৃটিশদের ভারত বর্ষ ধরে রাখা তাদের পক্ষে সম্ভব ছিল না- ছেড়ে দে মা কেঁদে মরি অবস্থায় বৃটিশদের বিদায় । গান্ধিজী হয়ে গেলে ভারতের জাতির পিতা ! কিন্তু নেতাজী যদি বিজয় বেসে জীবিত ফিরে আসতেন- তাহলে ইতিহাস অন্য ভাবে লেখা হতো । সব চেয়ে মজার বিষয়- গান্ধিজী বিপ্লবীদের বা কমিউনিস্টদের মটেও পছন্দ করতে না- তাদের সন্ত্রাসীই বলতেন- কিন্তু সেই গান্ধিজীকে কোন কমিউনিস্ট বা বিপ্লবীরা হত্যা করে নাই ! বরংচ- গান্ধিজী যে ব্রক্ষ্ম সমাজ গড়তে চেয়েছিলেন তারই এক অংশের হাতে গান্ধিজী নির্মম ভাবে নিহত হন । কমিউনিস্ট বিপ্লবীরাও শান্তি চেয়েছিল- কিন্তু বৃটিশ জেল-জুলুম-নির্যাতনে বিপ্লবীদের অস্ত্র হাতে তুলে নিতে বৃটিশরাই বাধ্য করে ছিল ।ভারতের স্বাধীনতার জন্য যারা গান্ধিজীকে নিয়ে অতি উৎসাহি হয়ে বেশি বেশি করে ঢাক ঢোল পেটাচ্ছেন- তারা কিন্তু একবার বৃটিশ বিরোধী আন্দোলনের সেই বিপ্লবী ও কমিউস্টিদের কথা একবারও উচ্চারণ করছেন না ! পরি শেষে বলি বৃটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতা যার যতটুকু অবদান তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ ।
©somewhere in net ltd.