![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধা জেনারেশন, রাজনীতি, অর্থনীতি ও টেকনোলোজীর ব্যাপারে উৎসাহী
অনুমান করা হয়েছিল যে, ২০২০ সালের দিকে চীনের অর্থনীতি আমেরিকার অর্থনীতি থেকে বড় হবে; কিন্ত ৬ বছর আগেই তা ঘটে গেলো; এটা আমেরিকা ও সারা বিশ্বের জন্য দু:সংবাদ। চীনের অর্থনীতি এখন ১৭ ট্রিলিয়ন ৪০০ বিলয়ন, আমেরিকার অর্থনীতি ১৭ ট্রিলিয়ন ২০০ বিলয়ন; আমাদের অর্থনীতি ২২০ বিলিয়ন ডলার।
চীনের মানুষ এখন সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে হিংসুক, সবচেয়ে দয়ামায়াহীন; এদের হাতে বিশ্বের অর্থনীতি ও মানবতা আটকা পড়বে।
চীনাারা অন্যের অধিকার বুঝে না: এক চীনা অন্য চীনাকে কিছু দিতে চাহে না; বিশ্ব তাদের থেকে কিছু আশা করতে পারে না। যদিও চীন বাংলাদেশকে কিছু পরিমাণ সাহায্য করেছে; তাতে ভালোর থেকে ক্ষতি হয়েছে; কারণ তারা বাংলাদেশ সরকারের লোকদের দুর্নীতিতে সাহায্য করেছে।
চীনে প্রতিদিন ৮০০ মিলয়ন মানুষ কাজ করে, এবং গড়ে প্রতিজন ১০ ঘন্টা কাজ করে; আমেরিকায় ১৭৫ মিলয়ন( ২০ মিলিয়ন অবৈধ) মানুষ দৈনিক গড়ে ৮ ঘন্টা কাজ করে। ফলে, আমেরিকা কোন অবস্হায় ১ম স্হানে থাকতে পারবে না। বাংলাদেশের ২৬ লাখ সরকারী কর্মচারী গড়ে ৪ ঘন্টার কম চাকুরী করে দৈনিক।
চীনারা এ মহুর্তে ভয়ংকর চীনা-জাতীয়তাবাদী ক্যাপিটেলিজম চালু করেছে, যদিও তাদের পার্টির নাম 'কম্যুনিস্ট পার্টি'; এটাও ভয়ংকর প্রতারণা।
দয়ামায়াহীন চীনের মানুষের হাতে সম্পদ, টেকনোলোজী ও শক্তি চলে গেছে এ মহুর্তে, এটা সারা বিশ্বের জন্য দুর্সংবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
খেলাঘর বলেছেন:
আমেরিকার দালালী করার কারণে ৫ লাখ বাংগালী আমেরিকায় থাকছে, চাকুরী করছে, পড়ছে।
ভালো দেশ হচ্ছে সুইজারল্যান্ড, ৫ লাখ ওখানে পাঠায়ে দেন!
বালছাল ভাবনা ছেড়ে দেন, আমেরিকার সম্পদ আছে, পড়ালেখা আছে, ভাবনা আছে, সেজন্য হাতে লাঠি নিয়ে ঘুরে।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
খেলাঘর বলেছেন:
আপনি যদি সরকারী চাকুরী করেন, আপনি গড়ে ৪ ঘন্টা কাজ করেন; আমেরিকানরা ৮ ঘন্টা কাজ করে; আপনি যদি সরকারী ভালো পদে থাকেন, আপনার ছেলেকে অবশ্যই আমেরিকাতে পাঠায়ে দেবেন সুযোগ পেলে, বকবক কম করবেন; মতিয়া, দিলীপ ও মেননের অবস্হা দেখেন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই আমেরিকায় যারা থাকে দেশের প্রতি তাদের অবদান বেশি নাকি যারা সৌদিতে লেবার খাটছে তাদের অবদান বেশি?
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
খেলাঘর বলেছেন:
যারা আমারিকায় আছে তাদের অবদান বেশী।
আমেরিকায় মাত্র ৫ লাখ থেকে, সউদিতে থাকে ৩০ লাখ। সউদীতে সামান্য ডাক্তার ও টােকনিক্যাল ব্যতিত সবাই কস্টের কাজ করে, যেটা জাতির জন্য দুর্ভাগ্য; সউদীদে ৯৮% পরিবার নিতে পারে না; ফাকিং সউদীতে বাংগালীদের জীবন ক্রীতদাসের সমান।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
তোমোদাচি বলেছেন: আমেরিকা খারাপ, তবে চীন আরো খারাপ।
আমেরিকার থেকে চীনের কাছে ক্ষমতা যাওয়াতে পুলকিত হবার কিছু নেই। তবে ভারত কে টাইট দিতে চীন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করবে।
আসল কথা, আমেরিকা হোক আর চীন হোক... তাতে আমাদের তেমন কিছু আসে যায় না। আমরা যদি আমাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে পারি তাহলে যে কেও আমাদের দাম দিবে, নইলে ...
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
খেলাঘর বলেছেন: "তবে ভারত কে টাইট দিতে চীন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করবে। "
ভারতকে বাংলাদেশ 'টাইট" দেবে? মাথায় অর্থনীতি, টেকনোলোজী ঢোকে? আপনারা আমাদ্য ও অক্সিজেন নস্ট করছেন মাত্র।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
যোগী বলেছেন:
চীনারা বেশ বদ জাতী। যদিও আমার কিছু চীনা ফ্রেন্ড আছে, তারা ভালোই।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
খেলাঘর বলেছেন:
ওদের মগজে চোরা বুদ্ধি
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই আপনার জ্ঞানের প্রশংসা না করে পারলাম না। তবে একটি বিষয় বুঝেছি জেগে জেগে ঘুমিয়ে থাকা দের সজাগ করা সম্ভব নয়।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
খেলাঘর বলেছেন:
আমি জেগে ঘুমের ভাব করছি; আপনি থেকেও নেই, আপনাদের মত লোকজন আগাছার মত বাংলাদেশে বাড়ছে।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
খেলাঘর বলেছেন:
স্যরি, এই জবাবটা কটু হয়ে গেছে, ক্ষমাপ্রার্থী।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
নিয়ামুল ইসলাম বলেছেন: বিশ্বের বড় সন্ত্রাসীর হাত থেকে অর্থনীতির লাগাম ছুটে যাওয়াতেই দুনিয়ার মঙ্গল হয়েছে। একটা উধারন দিতে পারবেন যে চীনারা নিজ থেকে কারো সাথে লাগতে গেছে???? মনে রাখবেন আপনার আজ শক্তি আছে তাই যার না তার পাছায় আঙ্গুল দিচ্ছে, কিন্তু ভুলে যাবেন না শক্তি এবং ক্ষমটা দুটোই ক্ষণস্থায়ী। আমেরিকা এবং তার মিত্রদের গুণ্ডামি বন্ধ হোক।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
খেলাঘর বলেছেন: আমি আমােরিকান ক্যাপিটেলিজম বিরোধী।
আমােরিকা বিশ্বে প্রভাব রাখছে, সভ্যতার লেভেলের প্রয়োজনে; আমেরিকা যে সব সময় সঠিক পদক্ষেপ নিচ্ছে তাই নয়। সম্পদ, পড়ালেখা, টেকনোলিজীর কারণে আমেরিকাকে তার দরকারী পদক্ষেপ নিতে হয়; সেটা অনেকের জন্য সঠিক নয়।
আমেরিকা সামনে এগুচ্ছে, বিশ্বায়নের ফলে বহু জাতিকে তাকে টানতে হচ্ছে; সেটা পেছনে পড়াদের জন্য কস্টদায়ক।
চীন ইতিমধ্যে আফ্রিকার সম্পদ কিনেছে ওখানকার দুস্ট রাজাদের থেকে।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
খেলাঘর বলেছেন: অর্তনীতির লাগাম আমােরিকার হাতে আরও ৫/৬০ বছর থাকবে; শেখ হাসিনার ১ ছেলে, মফিজ মিয়ার ১০ ছেলে; চীন আমেরিাকার অবস্হা সেই রকম।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
তোমোদাচি বলেছেন: "চীন-ভারত টানাপড়েন এ অবস্থানগত কারনে বাংলাদেশ চীনের কাছে গুরুত্বপূর্ণ!" আমি আমার মতামত দিয়েছি... আমার মনে হয় না আমি আপনাকে কোনভাবে আক্রমন করেছি।
আমার চাইনিজ ২-৩ জন বন্ধু আছে, তাছাড়া বেশ কিছু চাইনীজদের সাথে ৫-৬ বছর কাজ করার অভিজ্ঞতা থেকে উপরের কমেন্ট টা করেছি।
আমার মন্তব্যের জবাবে আপনি যে ভাষায় কথা বলেছেন তাতে আপনার পরিচয় পেলাম।
আপনি যদি আশা করেন বিশ্ব রাজনীতি-অরথনীতি নিয়ে আপনি একটা মতামত দিবেন তা সবাই একবাক্যে মেনে নিবে আর আপনার দূরদর্শিতার প্রশংশা করে সবাই বাহবা দিবে তাহলে আমার কিছু বলার নেই।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৩
খেলাঘর বলেছেন: কমেন্টের ভাষায় কস্ট পেলে, দু:খিত।
বাংলাদেশ কোন অবস্হায় ভারতে টাইট না দিয়ে, ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য সচস্ট হতে হবে; প্রতিবেশীর সাথে ভালো থাকতে হয়।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৩
তোমোদাচি বলেছেন: আমি কোথাও বলিনি বাংলাদেশ ভারত কে টাইট দিবে, আমার মন্তব্যটা ছিল "তবে ভারত কে টাইট দিতে চীন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করবে।"- মন্তব্য বুঝে তারপর আক্রমনাতবক মন্তব্য করা উচিত।
তাছাড়া আমার মন্তব্যের মূল অংশ ছিল "আসল কথা, আমেরিকা হোক আর চীন হোক... তাতে আমাদের তেমন কিছু আসে যায় না। আমরা যদি আমাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে পারি তাহলে যে কেও আমাদের দাম দিবে, নইলে ... "
যাই হোক, এই পোষ্টে চমৎকার একটা আলোচনা হতে পারে, যদি লেখক তার মন্তব্যে সংযত থাকেন।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩
খেলাঘর বলেছেন:
চীন যদি ভারতকে "টাইট" দিতে বাংলাদেশকে সাথে চায়, বাংলাদেশের ভালো না ক্ষতি হবে?
আগামী ১০ বছরের আমেরিকায় ১০ লাখ বাংগালী ভালো জীবন যাপন করবে; বাংলাদেশের বর্তমান অবস্হায় এটা ভালো বিকল্প
৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯
নিয়ামুল ইসলাম বলেছেন: অতি আম্রিকা প্রেমিদের অবস্থা বেশি ভালো হয় না। প্রবাদ আছে আম্রিকা যার বন্ধু তার কোন শত্রুর দরকার নাই, এবং আম্রিকা নিজ প্রয়োজনে সন্ত্রাসী বানায় এবং কাজ শেষে তাদের অজুহাত করে আরেক দেশ দখলের জন্য হামলা করে। এটা আজ ওপেন সিক্রেট। চীনারা নিজ যোগ্যতায় এই অবস্থানে এসেছে গুণ্ডামি আর শয়তানি করে না। আর ভারতের সাথে সুসম্পর্ক, ওদের মত স্বার্থপর জাতী দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। ওরাই একমাত্র দেশ যাদের সাথে কোন প্রতিবেশীর সম্পর্ক ভালো না। সব সময় খালি চাইতেই থাকে দেবার বেলায় কিছু নাই আর সবার পিছনে লাগার একটা প্রবণতা। আমেরিকা মেক্সিকোর সিমান্তে দেখছেন এভাবে পাখির মত মানুষ মারতে??? এই সরকার তো কম দেয় নাই তাদের কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম??? এর চেয়ে চীন দূর প্রতিবেশী হয়েও আমাদের অনেক সহযোগিতা করে।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
খেলাঘর বলেছেন: খেলাঘর বলেছেন: "প্রবাদ আছে আম্রিকা যার বন্ধু তার কোন শত্রুর দরকার নাই, এবং আম্রিকা নিজ প্রয়োজনে সন্ত্রাসী বানায় এবং কাজ শেষে তাদের অজুহাত করে আরেক দেশ দখলের জন্য হামলা করে। "
-এটা ভাবনাহীন, নবাবদের প্রবাদ।
ভারত আমেরিকা নয়, আমরা কানাডা বা মেক্সিকো নই; ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে; বাংলাদেশ পেছনে পড়ে যাওয়াতে সমতা নস্ট হয়েছে ভারতের সাথে।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪
শেলী বলেছেন: ভাই, আমরা ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা করব আর উনারা আমাদের ফেলানি দিবে!!!!!!!!!!কত ক্ষতি ভারত আমাদের করেছে তা কি বুঝেন?
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫
খেলাঘর বলেছেন: ফেলানীর নির্মম মৃত্যুর জন্য দুস্ট বিএসএফ ও ভারতীয় নীতি দায়ী; তার চেয়ে বড় দায়ী আপনি ও বাংলাদেশ; ফেলানীকে পড়ানোর চেস্টা করেছিলেন; একটা চাকুরী দেয়ার চেস্টা করেছিলেন?
১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০
ইমরান আশফাক বলেছেন: আপনার অতি ভারত ঘেষা মনোভাব আমাদের জন্য ক্ষতিকর এটা বুঝার সামর্থ্য নিশ্চয়ই আমাদের আছে। অবশ্য আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
খেলাঘর বলেছেন:
১৯৭২ সালে ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল; তা আরও ভালো হওয়ার দরকার ছিল; কিন্তু বাংলাদেশের সরকার চারিদিকে ভিক্ষা শুরু করাতে ইন্দিরা গান্ধী হাত গুটায়ে নেন; আপনিও ভিক্ষুক মনোভাবের একজন।
এখন আবার ভালো করতে হবে; ওরাই আমাদের শক্তিশালী প্রতিবেশী; আমরা শক্তিশালী পক্ষ নই।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬
ইমরান আশফাক বলেছেন: আপনার অবস্হান আরও পরিস্কার করে দিলেন, ভারতের দয়ার উপর নির্ভর করতে বলছেন। এক্ষেত্রে পাকিরা কি দোষ করলো?
যাই হোক, পাকিস্তান কিংবা আপনার ভারত কেউ চায় না যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াক। তবে তাদের বাড়া ভাতে ছাই দিয়েই আমরা এগিয়ে যাব।
আর একটা কথা, ভবিষ্যতে এই ধরনের পোস্ট আর একটু কৌশলে দিবেন যাতে করে আপনার প্রকৃত পরিচয় সহজে বুঝা না যায়।
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১
খেলাঘর বলেছেন: কারো বাড়া ভাতে ছাই দিয়ে আপনি কোথায়ও এগিয়ে যেতে পারছেন না; কারণ, আপনি নিজেই জাতির জন্য বোঝা, এবং আপনার মত বেকুবই বাংলাদেশে বেশী।
পাকিদের সাথে আমাদের বর্ডার নেই, ফলে তারা আমাদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়।
পাকীরা আমাদের মানুষ মেরেছে, ভারত ১ কোটীকে স্হান দিয়ে বাঁচায়েছে, অস্ত্র দিয়েছিল স্বাধীন হতে। এখন ১ বিলিয়ন লোন দিয়েছে।
আপনার কথাবার্তা , ভাবনা তথ্যহীন ও আমাদের জন্য ক্ষতিকর।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমি আপনার পর্যবেক্ষন উপলব্ধি করতে পেরেছি।
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫
খেলাঘর বলেছেন: ভাবছি, পর্যবেক্ষণটি সঠিক কিনা?
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: সঠিকই করেছেন।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
খেলাঘর বলেছেন:
যাক, আপনার ভাবনার সাথে মিলেছে দেখছি।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
জনাব মাহাবুব বলেছেন: আপনার মতো আমেরিকা প্রেমিক থাকতে চীনের কাছে আমেরিকা অর্থনৈতিকভাবে এমন মাইর খাইল কেমতে
আপনি তো মিয়া চীনেরা আটকাইতে পারলেননা, তাহলে কেমন আমেরিকা প্রেমিক হইলেন।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
খেলাঘর বলেছেন: চীনের অর্থনীতি বড় হওয়ার পেছনে জনসংখ্যা ও টেকনোলোজী; আমেরিকা টেকনোলোজীতে সামনে; কিন্তু জনবল ছোট; আমেরিকা আরো ৫০ বছরের মত ফাইন্যানশিয়ালে এগিয়ে থাকবে।
আমি আমেরিকা, চীন, ভারতের সমর্থক নই: আমি বাংলাদেশের ব্যাপারে আগ্রহী।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
শাহ আজিজ বলেছেন: টেকনোলজির দিক থেকে চীন এখনো পরনির্ভরশীল । তার আমদানি খরচা রফতানির থেকে বেশী। খাদ্যসামগ্রির ৬০ ভাগ এখনো পরনির্ভরশীল । কপি পেস্ট করে অর্থনীতির স্থায়ী সমাধান হয়না। সবচে বড় হচ্ছে সামরিক শক্তি আর পরের উঠোনে গিয়ে ফ্যাসাদ করা । মার্কিনীরা এই ফ্যাসাদ শুরু করে আর চিনারা গোপনে দুই পক্ষকেই অস্ত্র সাপ্লাই করে যা আবার কপি করা। আপনাকে এই সব শক্তির মাহাত্য জানতে প্রচুর জানতে হবে, পড়তে হবে । আমি বলি চীনের অর্থনীতি একটি ভঙ্গুর কাঠামোর ওপর দাড়িয়ে, ওটা ভাঙ্গলে ওঠার উপায় নেই , আমেরিকার তা আছে। মোটকথা চীনারা বিশ্বের গরিব দেশগুলোর আস্থা হারাচ্ছে । হংকং এখন একটি বড় ইস্যু । জাপানিদের সাথে মিমাংসা হবেনা , ওটা ঝুলে থাকবে মারিকিনিদের কারনে । ইবোলা যদি ঢুকে যায় একবার তা হলে চীনের ব্যাপক ক্ষতি হবে কারন বিশাল সংখ্যার চীনারা মাইগ্রেট করেছে আফ্রিকাতে । রোগটির উৎস নিয়ে এখনো আমি সন্দিহান।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
খেলাঘর বলেছেন:
আপনার ধরণাগুলো সঠিক; চীনা অর্থনীতি 'অনিয়ম ও দুর্নীতির' উপর দাঁড়ায়ে আছে, ফলে ভিত্তি খুবই দুর্বল।
চীন কখনো বিশ্বকে লীড করতে পারবে না।
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: আমেরিকা খ্রাপ, চায়না তাদের চেয়েও খ্রাপ । ভারত সবচেয়ে খ্রাপ । তাহলে কোন দেশ আমাদের জন্য ভাল?
আসলে কোন দেশই নয় । সবাই তার নিজের দেশের কথাই চিন্তা করে । আমাদের ভালো নিয়ে অন্য কেউ ভাববে না, সেটা আমাদেরই ভাবতে হবে ।
২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৫
খেলাঘর বলেছেন:
এটাই স্বাভাবিক, আমাদের সমস্যা আমাদের নিজ্স্ব।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাই।
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২২
খেলাঘর বলেছেন: হ্যালো, কেমন আছেন?
সবকিছু ভালো তো? মিডটার্ম নিয়ে চাপে আছেন?
আমার শরীর ভালো দিকে।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Yes, I am just getting crazy with all the tests and other responsibilities.
Good to know that you are getting better.
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫
খেলাঘর বলেছেন:
" and other responsibilities. "
পড়ালেখার বাইরে অন্য কি দায়িত্ব ?
পরীক্ষাহীন ছাত্র জীবন নেই, ছাত্রদের দু:খ হলো পরীক্ষা; যাক, পরীক্ষাই তাদের জীবনের অংশ। শীঘ্রই সবকিছুর জন্য খুশী হবেন।
২০| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Internships, job, clubs, tutoring, etc....
I am not unhappy. I just don't have enough time. All my exams and papers are due in the same week.
I needed to go to the counselling center to talk about this
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭
খেলাঘর বলেছেন: মনে হচ্ছে, খুবই বেশী হয়ে গেছে; ক্লাব ও টিউটোরিং এ সময় কম দেয়ার চেস্টা করেন।
পেপারগুলো আগে প্রস্তুত করার চেস্টা করেন; একই বিষয়ে অন্যদের পেপার প্রথমে পড়েন, এটা কিছুটা সাহায্য করতে পারে।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই এতটুকুই বলব আমেরিকা যার বন্ধু তার শত্রু খোঁজার দরকার নেই। তবে মার্কিন দালালী করে আপনি কি পাচ্ছেন তা অবশ্য আপনিই জানেন। তবে ২ টি কোম্পানির নাম বলি সেভরন, কনকো ফিলিপ্স। পারলে এসব প্রতিষ্ঠানের অবদান জানতে চেষ্টা করুন।