![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধা জেনারেশন, রাজনীতি, অর্থনীতি ও টেকনোলোজীর ব্যাপারে উৎসাহী
বাংলাদেশে ছাত্ররা যেই সাবজেক্ট পড়তে চায়, বেশীর ভাগই সেই সাবজেক্ট পায় না; তারপর নিজের ইচ্ছার বাহিরে কিছু একটা পড়ে। আপনার বেলায়ও কি তা ঘটেছে? যুদ্ধের পর, ১৯৭২ সালে আমি ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হই, পরে তা ছেড়ে দিয়ে ইন্জিনিয়ারিং পড়েছি। সেই সময়ে, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ২৬০০ ছাত্রছাত্রী ঢাকা মেডিক্যালে সান্স পায়নি, তাদের মাঝে কম পক্ষে ২২০০ কোন মেডিক্যালে ভর্তি হতে পারেনি।
৪৪ বছর পর, এ সমস্যা আরো বড় হয়েছে। সামান্য ছেলেমেয়ে তাদের ইচ্ছামত পড়ছে; এটার মত খারাপ কোন কিছু নেই জীবনে।
যাক, আপনি কোন সাবজেক্ট পড়েছেন, পড়ছেন? কোন বিষয় আপানার ভালো লাগে?
আমার নিজের পছন্দ রাজনীতি, অর্থনীতি ও টেকনোলোজী।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
খেলাঘর বলেছেন:
বাবারা হয়তো ভালো বুঝেন।
আমি ৫ম শ্রেণীতে পড়ার সময় বাবার মৃত্যু হয়; ফলে সব কিছু নিজের মতো।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
মহিসন খান বলেছেন: প্রাইভেট ভার্সিটিতে, বিবিএ পড়ার জন্য সর্বনিম্ন খরচ কত? মুটামুটি মান আছে এমন ভার্সিটির খরচ জানতে চাই ( নর্থ সাউথ, ইস্ট-ওয়েস্ট , এআইউ এইগুলা বাদে)................... একটু জানান।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬
খেলাঘর বলেছেন:
কেহ জানালে খুশী হবো, আমার জানা নেই।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০
নিলু বলেছেন: সব সাবজেক্টই ভালো , যদি আপনি ?
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫
খেলাঘর বলেছেন:
সব সাবজেক্টই ভালো; তবে, মানুষ নিজের ইচ্ছামত সাবজেক্ট পড়তে পারলে, অসম্ভব ভালো করে সে সাবজেক্টে।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যা চেয়েছি তাই ই পড়ছি। চাইলে যেকোন টাইমে চেইঞ্জও করা যাবে
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১
খেলাঘর বলেছেন:
এখানেই পৃথিবীর সাথে বাংগালীদের পার্থক্য; এখানেই নিহিত আছে, কেন শিক্ষিতরা কম দক্ষ বাংলাদেশে, কেন তারা হতাশ!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২
খেলাঘর বলেছেন:
আমার ছাত্রকে আপনি চিনেন?
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২
অণুজীব বলেছেন: পড়তে চাইছিলাম ইন্জিনিয়ারিং , আর এখন পড়ি বায়োলজিকাক সায়েন্স। পুরাই উল্টা।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
খেলাঘর বলেছেন:
৪৪ বছরে এ সমস্যাটা সমাধান করতে পারেনি বাংলাদেশের শিক্ষাবিদরা; এসব বেকুবেরা কোনদিন সুশিক্ষিত ছিলো না; বারবার এ সমস্যা সমাধান করতে বলা হয়েছিল।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: ইন্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। আল্লাহ'র রহমতে ইন্জিনিয়ারিং ই পড়তে পারছি ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
খেলাঘর বলেছেন:
হয়তো শতকরা ১০% ভাগ সুখী ছাত্রের মাঝে আপনি একজন।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩
তিথীডোর বলেছেন: বুয়েটে আর্কিটেক্চার পড়েছি থার্ড ইয়ার পর্যন্ত, বিয়ের পরে আমেরিকাতে এসে শেষ করেছি New York Institute of Technology (NYIT) থেকে। এখন সরকারী অফিসে New York এর পাবলিক স্কুল ডিজাইন করছি Associate Architect হিসেবে।ছোটবেলা থেকেই স্থপতী হতে চেয়েছিলাম, আল্লাহর অশেষ কৃপায় দুই বাচ্চা নিয়ে পড়া শেষ করেছি এই বিদেশ বিভূইয়ে--আমার স্বামীর প্রচন্ড সহযোগীতা পেয়েছি এ ব্যাপারে!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
খেলাঘর বলেছেন:
বুয়েট থেকে যারা প্রবাসে গেছেন, সবাই মোটামুটি ভালো করেছেন; বিশেষ করে নিউইয়র্কে অনেকেই সিটি ও সে্টেইটের চাকুরী করছেন; ভালো।
আপনার সাথের যারা বুয়েট, চুয়টে বা কুয়েট কোথায়ও স্হান পায়নি, তারা অবশ্যই হতাশ হয়েছে জীবনে; অন্য কিছু পড়তে বাধ্য হয়েছে।
আপনার স্বামী সাহায্য করেছেন, এটা খুবই ভালো; বহু শিক্ষিত বাংগালী মেয়ে ডাংকিন ডোনাটে কাজ করছেন; তাদের মনে দু:খ আছে।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
অদ্ভত সেই সেলেটি বলেছেন: ছোটবেলা ইচ্ছা ছিল মেডিকেলে পরব, পড়েছি ইন্জিনিয়ারিং এ, তারপর এমন একটা সাবজেক্টে পড়েছি যেটা সম্পর্কে আগে থেকে কিছুই জানতাম না, ভার্সিটিতে পড়ার সময় যেমন অনেক সমস্যায় পড়েছিলাম, চাকুরী করতে এসেও এখন অনেক সমস্যায় পরছি :-(
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
খেলাঘর বলেছেন:
প্ল্যানবিহীনভাবে বাংলাদেশে উচ্চ-শিক্ষা চলছে; বেশীর ভাগ মানুষ নিজের িচ্ছানুসারে পরতে পারছে না।
৭০% উচ্চ শিক্ষাই পচ্ছে না; এই সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: বরাবরই আর্টসে ছিলাম। শেষও সেখানেই।
তেমন ভাল ছাত্র ছিলাম না বলে,কিন্তু জীবনে ফেলও করি নি,কোনদিন।।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৭
খেলাঘর বলেছেন:
আপনি যদি খুশী থাকেন, সেটাই বড় কথা।
আজকাল কয়েক লাখ তাদের মন মতো সাবজেক্ট পাচ্ছে না; সামনে বড় বিপদ।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫২
নতুন বলেছেন: ইচ্ছাছিলো বৈমানিক হবার.... ইন্টারমিডিয়েট করেছিলাম বিঙ্গান বিভাগে...
বিমানবাহিনিতে আইএসএসবি শেষে চান্সপাইলাম না... কইলো ইংরেজীতে দূবল...
ঠিক করলাম ব্যবসা করিবো>> সাথে ভতি হইলাম ইংরেজী সাহিস্যা অনাস`... পাশ করিলাম কোন মতে...পারিবারিক ব্যবসায় সময় দিতেছিলাম তাই কোন মতে পাশই ছিলো ইচ্ছা...
পরে ঠিক করিলাম বাপের সাথে থাইকা ব্যবসা ঠিক জমবে না... >> হোটেলম্যানেজমেন্টে ডিপ্লোমা করলে বিদেশ চইলা গেলাম... পাশ কইরা ৫তারা হুটেলে কামলা নিলাম
৬বছর কামলা দিতেছি হুটেলে...
তয় এখনো ইচ্ছা আছে প্রাইভেটে ফ্রাইংক্লাবে ভতি` হইয়া পাইলট হমু... হয়তো শুধু ইচ্ছাপুরনের জন্য...
২০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৫
খেলাঘর বলেছেন:
আসলে ফ্লাইং ক্লাবে ভালো করবেন।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৭
মাহবু১৫৪ বলেছেন: আহ! মনে করিয়ে দিলেন সেই পুরনো স্মৃতি।
আব্বার মনে প্রবল এক ইচ্ছে ছিল আমি উনার মত ইঞ্জিনিয়ার হব। বলেছিলেন আমাকে সেই বিষয় নিয়ে পড়তে। কিন্তু আমি ব্যবসা শিক্ষায় স্নাতক এবং স্নাতকত্তর করেছি। কিন্তু কেন জানি একটা দুঃক্ষ মনের মধ্যে থেকেই যায়।
এছাড়া অর্থনীতি বিষয়টা আমার প্রবল পছন্দের। ইচ্ছে থাকা সত্তেও পড়তে পারি নি।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯
খেলাঘর বলেছেন:
এ দুখ: আপনার একা নয়; এটা জাতিকে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত করছে; মানুষ চায় না, সেটা পড়লে, তারা কখনো কাজে আনন্দ পায় না।
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯
ট্রোল বলেছেন: ফাইটার পাইলট/কমান্ডো হওয়ার ইচ্ছা ছিল ,চশমা থাকায় পারিনি -বেশি বেশি বই পড়তাম।
ইদানিং মন টা বেশীর ভাগ সময় খারাপ থাকে এজন্যই । কিছুই ভাল লাগেনা।
বাপে ইন্জিনিয়ার ,আমি ও
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৯
খেলাঘর বলেছেন:
ইচ্ছামতো পড়তে পারলে মানুষ সব সময় নিজ সাবজেক্টে ভালো করে।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
মামুন রশিদ বলেছেন: খুব ভালো বিষয় নিয়ে লিখেছেন । চার বছরের কোর্স, সাত বছর ধরে ল্যাবে গুতাগুতি করেছি কেমিস্ট্রি নিয়ে । তার চেয়ে বেশি লাফালাফি করেছি নাটক, সিনেমা আর সাহিত্য আড্ডা নিয়ে । এই চল্লিশোর্ধ বয়সেও তাই করছি । তাহলে বুঝুন আমার কেমিস্ট্রি পড়া কতটুকু সঠিক ছিলো
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
খেলাঘর বলেছেন:
আপনি নিজেই উদাহরণ, অর্ধেক আল-কেমী, অর্ধেক সেলি-অল-দীন।
এভাবে জাতী দক্ষই থেকে যাবে।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
খেলাঘর বলেছেন:
সাহিত্যে ভালো করছেন, এটা ভালো।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
জুন বলেছেন: ইতিহাস পড়তে চেয়েছি ইতিহাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স সহ মাস্টার্স করেছি খেলাঘর। জানি আমাদের দেশে ইতিহাস পড়ুয়াদের চাকরীর বাজারে কোন দাম নেই । তারপর ও .ভালোবাসা বলে কথা...।
কানাডার ইমিগ্রেশনে পদ্ধতিতে একসময় দেখেছিলাম পড়ালেখায় ইতিহাস এর সর্বোচ্চ পয়েন্ট
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
খেলাঘর বলেছেন:
ইতিহাসের লোককে রাস্ট্র নেয়, জাতিকে পথ দেখানোর জন্য; ৫/১০/২০ বছরের প্ল্যান করার জন্য।
বাংলাদেশ জানে না কাল কি হবে!
সময় এসেছে বেকুবদের শিক্ষাংগণ থেকে সরানোর।
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
হাসান রাজু বলেছেন: সত্যি কথা, লেখাপড়ার ই ইচ্ছে ছিল না । ছাত্র ও খারাপ ছিলাম । টেনে - টুনে একাউন্টিং এ এমকম করেছি । সবই বাবার ইচ্ছেয় । চাহিদা/স্বপ্ন সিএ তে এসে ঠেকেছে । ও আমাকে দিয়ে হবেনা । জানিয়ে দিয়েছি, নিজে ও বুঝতে পারছি ।
এখন কথা হল, বাবার ইচ্ছেতে আমি অন্তত লেখাপড়াতো করেছি । তাই সবসময় এটা ঠিক না যে, উপর থেকে চাপালে খারাপ কিছু হবে (আপনার লেখায় বলেন নি যে খারাপ হবে । তারপরও অনেকে বলে, ইচ্ছেটা সব সময় নিজের হওয়া উচিৎ । এটা যেন কট্টর ভাবে মেনে নেয়া না হয় । তাই বলতে চাচ্ছি - ইচ্ছে, সামর্থ, নিজেকে চেনা এসব বিষয় বিবেচনা করা উচিৎ) । আর বাবা মা'র মত শুভাকাঙ্কিরা তো ভাল ই চায়। আমাদের অনেকের আগ্রহগুলো ক্ষণস্থায়ী হয়ে থাকে, তাই অভিবাবকরা বুঝতে পারেন, এই ছাত্র এখন যে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে কাল সেই আগ্রহ থাকবেনা । তাই অনেক সময় দুঃখ নিয়ে ইচ্ছের বিরদ্ধে অন্য বিষয় পড়তে হয় । আর ভাল বিষয়, আর ভাল প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার ব্যাপার টা তো পুরাটাই ভাগ্য ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
খেলাঘর বলেছেন:
ভাগ্যই সব, দাউদ নবী রা্খাল থেকে রাজা হয়েছিলেন।
পড়ালেখা যেহেতু প্ল্যান অনুসারে হচ্ছে না, ভাগ্যকেই মেনে নিতে হবে।
যাক, ভাগ্য বলতে কিছু নেই!
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
নিমচাঁদ বলেছেন: লেখাপড়া করছি এভিয়েশনের উপর দেশের বাইরে , দেশে-বিদেশে এভিয়েশনের উপর চাকুরি ও করছি । কিন্ত সন্তুষ্ট হই নাই , জীবনে খালি পেশার পর পেশা পাল্টাইছি । এখন ব্যবসা বাণিজ্য অফ কইরা অবসরে যামু গিয়া । মেলা কিছু দেখার বাকী বাকী আছে , ঘুরার বাকী আছে , শোনার বাকি আছে , হেই গুলা করতে হইবো । জীবনতো আর অফুরন্ত নয় , দম ফুরানের পর কোন সম্রাটের মতোন কফিনের বাইরে খালি হাত রাইখা যাইতে চাই না , যে জীবনে কিছু পাই নাই । যা পামু এই জীবন পর্যন্ত সেটাকে পরিপুর্ণভাবে ভোগ করে মারা যাইতে চাই
আর ,
আপ্নে আমেরিকায় বইসা বিপ্লবের ডাক দিয়া যাইতেছেন , দেশে আসেন , দেশে বহুত কামের লোকজন আছে , দেহি কতো বিপ্লব করতে পারেন্ ইতিহাস তো খালি চেঞ্জ ই কইরা যাইতাছেন , কিছু ঠিক লেহেন আর কিছু লেহেন মনগড়া
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
খেলাঘর বলেছেন:
মানুষের সব ভাবনা সঠিক হওয়ার কথা নয়।
আমার ভাবনা আমি লিখছি, আপনার কথা শুবছি, রিফাইন করার সুযোগ পাচ্ছি।
হয়তো দেশ পড়ার কারণে, যা চেয়েছিলেন তাই পড়তে পেরেছেন, আজ অবসরে যাওয়ার কথা ভাবছেন; বাংলাদেশে আপনার সমকক্ষরা ২ বয়স চাকুরী বাড়ানোর জন্য সংগ্রাম করছে; এসব ঘটার পেছেন অনেক কারণের বড় কারণ হলো দেশে এনার্খি।
১৯৭২ সালের মত বিপ্লব বারবার আসবে না; তবে, সময়ের সাথে বৈপ্লবিক ভাবনা থাকাতে পারে।
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি আর্কিটেকচারে ডিপ্লোমা পড়তে চেয়েছিলাম। সে সময় (১৯৮৩) ম্যাট্রিকের পর ডিপ্লোমা করা যেতো। সাহিত্যের প্রতি আগ্রহ ছিল। পড়ুয়া ভালো ছিলাম (গল্প-উপন্যাস)। বাব-ভাইয়ের সমর্থন পেলাম না। ইন্টারে গেলাম, ফেল্টুস। আসলে পড়ালেখা থেকে মন উঠে গেছিল। সঙ্গে ছিল আরো যন্ত্রণা (ভিলেজ পলিটিক্স)। অনার্সে গেলাম সাহিত্য নিয়ে। সেখানে ব্যাপক পড়বার আনন্দটা উপভোগ করতে চেষ্টা করেছি। ফলাফল তৃপ্তিদায়ক হয়নি। মাস্টার্সের পর ট্রেড কোর্স করলাম। কয়েক বছর চাকরি করলাম। দেশের বাইরেও কাজ করছি। ইঞ্জিনিয়ার-আর্কিটেক্টদের সঙ্গে। কিন্তু সাহিত্য বা উচ্চশিক্ষা আমার জীবনে ব্লগ লেখা ছাড়া আর কোনো কাজে এসেছে বলে মনে হয় না। এখনও আমার বিশ্বাস ডিপ্লোমা করার পর ভালো চাকরি পেতে পারতাম তখন। দেশের বাইরে এলে আর্কিটেকচারে উচ্চশিক্ষা নেবার সুযোগও তৈরি হতো। চাপিয়ে দেয়া শিক্ষা খুব একটা কাজে লাগে না। জীবনে তৃপ্তি দেয় না।
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
খেলাঘর বলেছেন:
১৯৮৩ সালে পরিমাণ ছাত্রকে বিবিধ কারণে ইচ্ছার বিরুদ্ধে পড়তে হয়েছে, আজ ২০১৪ সালে তাদের পরিমাণ ৫/৬ গুণ বেড়েছে।
এবারের ইন্টারমিডিয়েট পাশ করা ৮ লাখ ৮৭ হাজারের মাঝে কি হচ্ছে, তা ধারণা করাও মুশকিল।
জাতি অতৃপ্ত দক্ষ মানুষ উৎপাদন করছে।
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
খেলাঘর বলেছেন:
"মাস্টার্সের পর ট্রেড কোর্স করলাম। "
- সরকার পড়ালেখাকে কাজে লাগানোর মত অর্থনীতি গড়তে পারেনি।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
ঢাকাবাসী বলেছেন: সবচাইতে বড় কালপ্রিট হলো অদক্ষ সরকার আর তার অদক্ষ অকর্মন্য পাচাটা মন্ত্রীরা। শিখানোর বেলায় কিছুই নেই খালি চাইবে ছাত্ররা যেন গোল্ডেন ফাইভ পেয়ে সরকারের গুনগান করে। শিক্ষা বলতে এখন আর কিছুই নেই, ডিগ্রী আছে!
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
খেলাঘর বলেছেন:
বাংলাদশের বড় দু:খ হলো অদক্ষরা 'পার্টি' হয়ে ক্ষমতার স্নায়ুতে পৌঁচে যায়; এরা যখন দেশ চালায়, এ দেশ হবুর দেশ হয়ে আছে।
১৯৭২ সাল থেকে শিক্ষাকে কন্ট্রোল করে, মানুষের বিরাট অংশকে ক্রীতদাস বানায়েছে।
১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২
নতুন বলেছেন: লেখক বলেছেন:
আসলে ফ্লাইং ক্লাবে ভালো করবেন।
এখন আর সেই বয়স নাই... অধেক বয়স প্রায় শেষ..
হয়তো রিটায়ার করার পরে ফ্লাইং ক্লাবে ভতি` হব... নিজের জীবনের ইচ্ছা পুরনের জন্য...
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮
খেলাঘর বলেছেন:
হ্যঁ, বয়স একটা ফ্যাক্টর; কোটী মানুষ এ ধরণের ব্যথা পেয়েছেন।
২০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
পজিটিভ ইলেকট্রন বলেছেন: পড়তে চেয়েছিলাম মেডিকেল এ... পড়েছি ইঞ্জিনিয়ারিং... তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে. বয়সের সাথে সাথে স্বপ্ন গুলো ও পরিবর্তিত হয়....
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
খেলাঘর বলেছেন:
পরিবর্তন হলে ভালো।
কিন্তু মানুষ ভালো করে যদি নিজ ইচ্ছামতো পড়তে পারে।
২১| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭
পুরান লোক নতুন ভাবে বলেছেন: চান্দু কি ব্লক খাইছো নাকি!!
২২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩৯
নোমান জবি বলেছেন:
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১২
বাংলার ফেসবুক বলেছেন: ৪৪ বছর পর, এ সমস্যা আরো বড় হয়েছে। সামান্য ছেলেমেয়ে তাদের ইচ্ছামত পড়ছে; এটার মত খারাপ কোন কিছু নেই জীবনে।
২৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২৫| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৪
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: নতুন পোস্ট দিন।
২৬| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৭
অভি যাত্রী বলেছেন: মনের দুঃখ মনেই থাক
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
এইচ তালুকদার বলেছেন: মেডিক্যালে পড়ার ইচ্ছা ছিল,বাবার চাপে ইংরেজি সাহিত্য পড়ছি,আমার বাবার ইচ্ছা আমিও তার মত সরকারি আমলা হই।