![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন লিখিনা তোমায় ? হিসাব করে বলতে পারব না ।তবে চোখ না বুঝেই বলে দেয়া যায়.... ম্যালা দিন । কেন লিখব বলো ?
অথচ এখনও আমরা একই শহরে একই আকাশের নীচে বসবাস করছি । তারপরও কতদিন দেখা হয় তোমার কাজল চোখ , আচ্ছা এখনও কি তুমি কাজল দাও ? মন খারাপ হলে চশমা খুলে চেয়ে থাকো ? চারদিকটা ঝাপসা করে উটপাখির মতোন লুকোতে চাও লোকারণ্য ছেড়ে ?
আমি জানিনা । জানি আমরা পরস্পরের দিক আর চেয়ে থাকবনা কোনদিন; ফোনের ক্রিং ক্রিং শব্দ শোনার কি আকুতি!!
আজো কি বর্ষা কি তোমায় ভাবায় নাকি এই নাগরিক বর্ষা তোমায় ছুতেঁ পারে না যেমন এখন আর পারিনা আমি । এখনও কি সুমন শোন ? একা একা বিদায় অভিশাপ পড়, পড়ে পড়ে কাদোঁ ?? জানি না । জানি আমাদের যেদিন গ্যাছে তা একবারেই গ্যাছে । আচ্ছা একেবারেই কি তা গ্যাছে??
মহীনের ঘোড়া গুলি কি খুজেঁ ফেরও এখনও ??
অথচ আমি খুজেঁ ফিরি , খুজেঁ ফিরি হারিয়া যাওয়া আমাকে!!
কোনদিন লেখা হবেনা কোন চিঠি , তারপরও হঠাৎ-ই তোমায় লিখতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে করে ...আমি ভালো নেই, তুমি ?
২| ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:১৮
নাদান বলেছেন: "জানি আমাদের যেদিন গ্যাছে তা একবারেই গ্যাছে"-- কোথায় যেন পড়েছিলাম ????!!!
৩| ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:৩৪
তাসনিম নুসরাত বলেছেন: কবিতায়। কি কবিতা মনে নাই
৪| ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:৪৬
মুশফিক বলেছেন: dont worry man. letter writting koira jan. dekban 1day find koira felben
৫| ১৬ ই মে, ২০০৭ ভোর ৬:০২
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: ও হ্যা, কবিতার চরণটা রবী ঠাকুরের। আমাদের যেদিন গেছে....। কবিতার নাম? মনে পড়ছে না। সম্ভবত: রেলগাড়িতে দেখা।
বিষয়টা অবশ্য তাই।
তাই প্রশ্ন ছিল: আমাদের যেদিন গেছে তা কি একেবারেই গেছে?
উত্তরটা একেবারেই রবীন্দ্রনাথীয়।
"রাতের সব তারারাই লুকিয়ে থাকে দিনের আলোর গভীরে"।
অনেকদিন আগের পড়া, তাছাড়া কবিতা মুখস্থ রাখতে পারি না। উদ্ধৃতিতে যে ভুল করলাম, সঞ্চয়িতা দেখে কেউ ঠিক করে দেবেন, আশা করছি।
৬| ১৬ ই মে, ২০০৭ সকাল ৯:৪৬
রাশেদুল হাফিজ বলেছেন: হ্যা রবীন্দ্র নাথের রেলগাড়িতে দেখা ।
আমার অদ্ভুত প্রিয় একটা লাইন - "রাতের সব তারারাই লুকিয়ে থাকে দিনের আলোর গভীরে"।
ধন্যবাদ@শোহেইল মতাহির চৌধুরী ।
৭| ১৬ ই মে, ২০০৭ দুপুর ১:১৯
(ঢ়াষেল) বলেছেন: হ্যা রবীন্দ্র নাথের হঠাৎ দেখা দেখা কবিতার লাইন বিশেষ।
'আমাদের যেদিন গেছে
একবারেই কি গেছে---
কিছুই কি নেই বাকি?'
৮| ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৩১
রাশেদুল হাফিজ বলেছেন: ও ...
ধন্যবাদ@ঢ়াষেল (আপনার নামের বানানটা কিন্তো জোশ!!!)
৯| ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৮
শ্যাজা বলেছেন: লেখাটা ভালো।
স্মৃতিকে উসকে দেয়।
১০| ১৬ ই মে, ২০০৭ রাত ১১:৪৬
সাদিক তাল বলেছেন: 'আমাদের যেদিন গেছে
একবারেই কি গেছে---
কিছুই কি নেই বাকি?'
আছে - ওপারে !! যখন দিবনা লটকায়া আর হিসাব লইব তখন হিসাবটা টের পাইবেন!।
১১| ২২ শে মে, ২০০৭ রাত ২:৩২
(ঢ়াষেল) বলেছেন: ঃযধহশং ভড়ৎ পড়সসবহঃ
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০০৭ ভোর ৪:১১
তাসনিম নুসরাত বলেছেন: