![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৯ সালে এশিয়ার ৪৫০ টি সেরা বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে।
নেপালের আছে দুটি- ত্রিভুবন ইউনিভার্সিটি, কাঠমন্ডু ইউনিভার্সিটি।
শ্রীলংকারও আছে দুটি- ইউনিভার্সিটি অব কলম্বো এবং ইউনিভার্সিটি অব পেরাডিনিয়া।
পাকিস্তানের জায়গা করেছে একটি, দুটি নয় একেবারে নয়টি।
কিন্তু পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোরতো নাম বলা যাবেনা।
আর ভারতের অর্ধশত থেকে মাত্র একটি কম- ৪৯টি।
কিন্তু ডিজিটাল বাংলাদেশ!!!
পৃথিবীর তাবত দেশের মন্ত্রীরা যে দেশের মন্ত্রীমহোদয়ের কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য লাইন ধরে বসে থাকেন।
সেই দেশের একটি বিশ্ববিদ্যালয়ও লিস্টে নাই।
আমরা দুধভাত। আমরা খালি।
জার্সির রং বদলে- বাজাও তালি।
ফিলিপ হারটগ আর এলেন জেনকিনসের
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সেই বিশ্ববিদ্যালয় আর নাই।
বিশ্ববিদ্যালয় এখন নিঃস্ববিদ্যালয় হয়ে
চা,সমুচা আর সিংগারার ঐতিহ্যেই পেয়েছে যে ঠাঁই।
২| ০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১২:১৫
আলোর_পথিক বলেছেন: দশজন যেখানে যায় আমরা সেখানে যাবনা এটাই আমাদের ইউনিকনেসে!
৩| ০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১২:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনা আছে না! আরকি চাই
মূখে মূখে ফেনা তোল চেতনা!
স্বার্থবাদীতায় চেতনা!
গভীর রাতে ভোট ডাকাতি- তাও চেতনা!
এত্ত চেতনার ভীরে চা সিংগারায় হারায় সব স্বপ্ন!
৪| ০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার, ব্লগার বিদ্রোহী ভৃগু ইত্যাদির মনোভাব ও পোষ্টের অবস্হা ভালোভাবে বুঝুন, তখন সহজে বুঝতে পারবেন যে, র্যাংকিং'এ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো কোথায় থকা উচিত!
৫| ০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৩:৩০
চাঁদগাজী বলেছেন:
ইুনিভার্সিটিগুলোকে র্যাংকিং করার জন্য কিসব জেনারেল দিকগুলোর মান যাচাই করা হয়, সেটা সম্পর্কে আপনার ধারণা কি রকম? আপনি কোন ইউনিভার্সিটির, কি ধরণের গ্রেজুয়েট; আপনার থিসিস ইত্যাদি কোথায়ও প্রকাশ হয়েছে কিনা? এটা আপনাকে আক্রমণ নয়, র্যাংকিং'এর জন্য এগুলো দরকারী বিষয়।
৬| ০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৫:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
কাকু একখানা জিনিসরে মাইরি, তবুও ভাল উনি বিএনপির ষড়যন্ত্র খুঁজে পায়নি।
৭| ০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৫:৫০
সাফকাত আজিজ বলেছেন: সরকারী বিশ্ববিদ্যালয় গুলো থেকে আমাদের বর্তমান বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো ভালো করেছে !
৮| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: খবরটি যদি সত্য হয় তাহলে, একটা জাতি ও জাতীয়তাবাদের পক্ষে নিঃসন্দেহে উৎকণ্ঠার এবং লজ্জার বৈকি। বাঁধা দূর হোক। বিশ্ববিদ্যালয় ফিরে পাক তার হৃত সম্মান।
শুভকামনা সতত।
৯| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই তালিকা যারা করেছে, তাদের উদ্দেশ্য খারাপ ছিল। নাহলে তালিকাটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির নাম আসা পর্যন্ত দীর্ঘ হতে পারত।
১০| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:২০
আখেনাটেন বলেছেন: শিক্ষা নিয়ে দেশের হর্তাকর্তাদের মাথাব্যথা নেই। বিশ্ববিদ্যালয়ে ভোটার ঠিকমতো নিয়োগ হলেই হল। জাহান্নামে যাক লেখাপড়া। তাদের ছেলেমেয়ে তো আর ওগুলোতে পড়বে না। উনাদের বেগমেরা, সোনার পুতলিরা টরেন্টো, নিউইয়র্ক, লন্ডনের বেগম পাড়া থেকে মানুষ হবে।
দেশের ইউনিতে পড়বে চাষা-ভূষা, ভুখা-নাঙ্গাদের ছাওয়ালেরা। এরা যেন আবার নিজেদের মধ্যে কামড়া-কামড়ি করে সে ব্যবস্থাও করে রেখেছেন উনারা। মর তোরা নিজেদের নিজে কামড়িয়ে! বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিয়ে কি হবে?
১১| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১০:৪৮
খেয়া ঘাট বলেছেন: সুচিন্তিত মন্তব্যের জন্য সবাইকে বিনম্র ধন্যবাদ
১২| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট,
আখেনাটেন এর সব কথার সাথে একমত।
১৩| ০৬ ই মে, ২০১৯ রাত ১:৩২
মাহমুদুর রহমান বলেছেন: দেশ উন্নয়নে মহাসড়োকে।মূলত ফাঁকা কলসি বাজে বেশী।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৯ সকাল ১০:২৯
বাংলার মেলা বলেছেন: যে লিস্টে পাকিস্তান আছে, সেই লিস্টে আমরা যাই না। জয় বাংলা!
"ডিজিটাল শব্দটি বাংলাদেশের আগে কেউ ব্যবহার করেনি" - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মনত্রি।
এগুলাই আমাদের গর্ব। ১০ টাকায় চা সিঙ্গারা খাইতে পারলে লিস্টে থাকার দরকার কি?