নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নুরু তুই অপরাধীরে

২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৩২


শালা নুরু। তোর বাপ সাধারণ এক কৃষক। সেই কৃষকের পোলা হয়ে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিস এটাইতো তোর চৌদ্দগোষ্ঠির বড় প্রাপ্তি। এই প্রাপ্তিটা ঠিকিয়ে রাখার জন্য তুই নেতাদের সকাল বিকাল সালাম দিবি। নেতাদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসবি। তাদের নাম ধরে না ডেকে "ভাই' বলে সম্বোধন করবি। নেতাদের বিড়ি, সিগারেট এনে দিবি। হলে থাকার জন্য নেতাদের পা চাটবি। শ্লোগান দিয়ে ভাইদের নিত্যদিন গোলামি করবি।
এসব কিছু না করে সামান্য কৃষকের ছেলে হয়ে তুই কিনা নেতা হয়ে ওঠলি। তোর নেতা হওয়ার এতো খায়েশ।
সেটা না হয় ক্ষমা করা যায়।
কিন্তু তুই একেবারে ভিপি পদের জন্য দাঁড়িয়ে গেলি। তোর সাহসতো কমনা।
তারপর তোরে শিক্ষার্থীরা গণভোট দিয়ে একেবারে ভিপিও বানিয়ে দিলো।
তাহলে এতোদিন ধরে আমাদের ড্যাশিং ভাইয়ারা কী এমন বালের রাজনীতি করলো।
তোর বাপ-দাদা কোনোদিন ঢাকা শহর দেখেনি। আর এই শহরে তুই আমাদের ওপর নেতৃত্ব দিবি।
তোর বাপ কোনোদিন স্কুলের অফিসে দাওয়াত পায়নি, আর তুই কিনা দূতাবাসে দাওয়া পেলি।
ভিপি হওয়ার পর তোর বাপ একেবার কেঁদে বলেছিলো- যে ছেলে ঠিকমতো খেতে পায়নি, সেই ছেলে আজ ভিপি হয়েছে।
আমার আর চাওয়ার কিছুই নাই।
এখন, তোর বাপ কাঁদতে কাঁদতে বলছে- ছেলে ভিপি হোক, নেতা হোক কিছুই চাইনা। শুধু ছেলেটার জীবন ভিক্ষা চাই।

তোর কাছ থেকে আমরাও কিছু চাইনা।
তুই শুধু ভাইদের সালাম দিবি। নেতাদের নামে শ্লোগান দিবি।
কৃষকের পোলা বড়জোড় কোনো সরকারি অফিসে চাকুরি করবি।
এসব বাদ দিয়ে নেতাগিরি করলে -নেতা হওয়ার শখ এমনভাবেই মিটিয়ে দেবো।
দেশে একটা কুত্তাকে পেটালেও লাইসেন্স লাগে। কিন্তু নুরুদের মতো কৃষকের পোলাদের মারতে কোনো লাইসেন্স লাগেনা, জবাবদিহি লাগেনা।
মেধাবী আবুবকরকে গুলি করতে মারতে যেমন লাগেনি। বিশ্বজিৎকে পিটিয়ে মেরে ফেলতে যেমন লাগেনি।
বরং নুরুদের যে যত বেশি পেটাতে পারবে সে তত বড় নেতা হয়ে ওঠে।
নূরু মার খাচ্ছে- এজন্য অনেকের মনে কোনো বিন্দুমাত্র দুঃখবোধ নেই।
বরং কষ্ট তাদের- সাবধান! ছেলেটা মার খেতে খেতে আরো বড়ো নেতা হয়ে ওঠছেনাতো।
ভিপি নুরু যখন বেদম প্রহারে রক্তাক্ত হচ্ছে ভিসি স্যার তখন যানজটে খুশী হওয়ার জন্য সবাইকে উপদেশ দিচ্ছেন।
নূরুরা যে মার খেতে খেতে এতোদিন মারা যায়নি- নূরুর বাপ-মাদের সেজন্যইতো আসলে খুশী হওয়া দরকার।
তাই, ঈদের আনন্দের আগাম খুশী হিসাবে নুরুকে পিটিয়ে বাবা-মায়ের কাছে উপহার হিসাবে পাঠানো হচ্ছে।
আসুন আমরা সবাই মিলে এই খুশী আনন্দের যৌথ অংশীদারিত্ব হই।






.

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র রাজনীতি সমর্থন করি না। তাই নুরুদের মাইর খাওয়াই উত্তম...

২| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঘটনা শুনে খারাপ লেগেছে তবে অবাক হই নি..

৩| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বড় ভয়ঙ্কর।

৪| ২৭ শে মে, ২০১৯ দুপুর ২:৪১

আখ্যাত বলেছেন: নুরের মামাবাড়ির আবদারগুলেই ওর মার খাওয়ার জন্য দায়ী
পূর্ববাংলার দামাল ছেলেরা বেঁচে থাকতে বাংলা মায়ের কিসের এত চিন্তা?

৫| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


ডাকসুর কাজ কি? নুরুর দা্যিত্ব কি হওয়া উচিত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.