নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মনোবচন আট

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:০৪

১)খাদ্যে ভেজাল, সড়কে ভেজাল, ঔষধে ভেজাল, শিক্ষায় ভেজাল সহ যাবতীয় ভেজাল দূর হয়ে যেতো যদি আমাদের চিন্তায় ভেজাল না থাকতো।
২) সরকারী খরচে যারা মক্কা-মদীনা হজ্ব করার জন্য টাকা বরাদ্দ করেন-তারা কি চিন্তা করেন আপনার বেহেস্তের জায়গা কার নামে বরাদ্দ হবে ?
৩) বিশ্বকাপ ক্রিকেটে আজ- ইংল্যাণ্ড, নিউজিল্যাণ্ড, দর্শক, ক্রিকেট সবাই জিতেছে। শুধু আইসিসি'র নিয়মটাই হেরেছে।
৪) একটা মানুষ এখনো কবর পর্যন্ত পৌঁছায়নি- কিন্তু তাঁর সম্পত্তির ভাগবাটোয়ারা পর্যন্ত পৌঁছে গেছে-আমাদের পত্রিকাওয়ালারা। লজ্জা, বড়ই লজ্জা।
৫) ল্যাবের নিষ্পতি যদি আদালতে হয় আর আদালতের নিষ্পতি যদি রাজপথে হয়-এটাই বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ভয়। ( ফ্যাক্ট-ঢাবি শিক্ষকের দুধে পাওয়া ভেজাল-সত্য না মিথ্যা- তা ল্যাবে প্রমাণিত না হয়ে- আদালতে নিষ্পত্তি হচ্ছে)
৬) তিতাস গ্যাসের বাইশ খাতের দূর্নীতি যদি বন্ধ করা যেতো তবে গ্যাসের দাম না বাড়িয়ে বরং অর্ধেক দামে মানুষ গ্যাস পেতো।
৭) পণ্যের দাম বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির চেয়ে- দূর্নীতি কমিয়ে রাজস্ব বৃদ্ধি সরকার-জনগণ উভয়ের জন্যই কল্যাণকর।
৮) প্রতিটি মানুষ জানাযায় উপস্থিত হয়ে যদি চিন্তা করতো-সেও এরকম একদিন চলে যাবে। তাই, অযথা অবৈধ ধন-সম্পদ বাড়িয়ে লাভ কি। তাহলেই সমাজটা শুদ্ধ হয়ে যেতো।
৯) মানুষ যা খায়, তারচেয়ে বরং যা মানুষকে খায়-তা বিপদজনক বেশি।
১০) মানুষ যেখান থেকে পালাতে চায় সেটাই কারাগার। ঘর, সংসার, দেশ সবই কারাগার হতে পারে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: দেশ ভাগের পর থেকেই তো এমন চলে আসছে।
সাধারন মানুষ হায় হায় করছে, বুর্জোয়া শাসক শ্রেনী তাতে কিছুই যায় আসে না।

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর পোষ্ট !!! পাঠক কোথায় ???
আজে বাজে লেখায় কমেন্ট মাইনিং করে ব্লগাররা, আপনার লেখা আগে কেনো পড়িনি নিজেকে দোষী মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.