![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ইমপ্যাক্ট র্যাংকিং ২০২০ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর লিস্ট বের হয়েছে। যারা পৃথিবীতে নানা রকমের দূর্গতি দূর করার জন্য কাজ করে যাচ্ছে। ৮৮ টি দেশের বিশ্ববিদ্যালয় এই লিস্টে জায়গা পেয়েছে। শুধু ৫৫ নাম্বার লিস্টে ইরানের Iran University of Medical Sciences ব্যতীত ৪৬ টি মুসলিম দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের জায়গা প্রথম সারিতে নাই।
বিশ্বের মোট জনসংখ্যার ২.১% বাংলাদেশে বাস করে। এই নাম্বারটি কঠিন একটা নাম্বার। সহজ ভাবে বললে- পৃথিবীতে যদি একশতজন ভালো বিজ্ঞানী থাকে তবে বাংলাদেশ থাকার কথা দুইজন। একশত ভালো বিশ্ববিদ্যালয়ের মাঝে বাংলাদেশে থাকা উচিত ছিলো দুটি। বিশ্বে যদি ভালো একশত হাসপাতাল থাকে বাংলাদেশে থাকা ছিলো দুটি। যদি আমরা এ্যাভারেজ লিস্টে নিজেদের দেখতে চাই। কিন্তু শত দূরের কথা হাজারেও নাই। কারণ হলো- আমরাতো প্রথমেই নিজেদের অযোগ্যতা স্বীকার করিনা। ছলে, বলে, কৌশলে, কু যুক্তিতে যেভাবেই পারি- নিজেদের জেতাতে চাই। অসুখ ধরতে না পারলে চিকিৎসা হবে কেমন করে?
বিশাল জনসংখ্যা একজায়গায় জড়ো করে পতাকা বানালে দেশপ্রেমের আবেগের ভেলা তৈরি হয়। কিন্তু এই ভেলায় ভেসে বড়জোড় চাকতাই খাল পার হওয়া যায়। বিশ্ব জ্ঞান সমূদ্র নয়। মহিশুরের বাঘ টিপু সুলতান বলেছিলেন- সংখ্যার বড়ত্ব দিয়ে লীডারশীপ বুঝালে বনে বানরেরই রাজা হওয়ার কথা ছিলো- বাঘের নয়। জ্ঞান যদি না থাকে, তবে সংখ্যা দিয়ে পৃথিবীতে লীড দেয়া যায়না।
পৃথিবীতে দুরকমের উন্নয়ন হয়। একটা হলো স্ট্রাকচারাল উন্নয়ন। আরেকটা হলো ইন্টেলেকচুয়াল উন্নয়ন। অন্যদেশের প্রকৌশলী এনে নিজ দেশের ভবন,বিল্ডিং, ব্রিজ বানানো অবশ্যই দেশের উন্নয়ন। যেখানে কায়িক পরিশ্রম দেয় এদেশের খেটে খাওয়া মানুষ। এগুলো হলো স্ট্রাকচারাল উন্নয়ন। আর ম্যাপ, প্লানিং তৈরি করে অন্যদেশের প্রকৌশলী। এটা হলো ইন্টেলেকচুয়াল উন্নয়ন । যতদিন পর্যন্ত ইন্টেলেকচুয়াল উন্নয়ন হয়নি- ততদিন পর্যন্ত আপনার আসল উন্নয়ন হবেনা।
আমরা এ্যাভারেজ মেধায়ও নেই । সততায়ও নেই। ৩০ টাকার মুড়ি হয়েছে ৬০ টাকা। ১৪০০ টাকার চালের বস্তা হয়েছে ২৪০০ টাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে হালাল মূল্য বৃদ্ধি পেয়েছে রকেট গতিতে ঈমানদার, চরিত্রবান মুসলমানের দেশে। নিজ পকেটের উন্নয়ন ব্যতীত আর কোনো উন্নয়নই আমরা চিন্তা করতে পারলাম না।
আর অক্সফোর্ডের বিজ্ঞানী সারাহ গিলবার্ট বলেছেন- ভ্যাক্সিন যদি কাজ করে তবে জীবন বাঁচানোর কাজে পুরো বিশ্ববাসীকে এটা উপহার হিসাবে দেয়া হবে। এক পেনিও এই ভ্যাক্সিন থেকে মুনাফা অর্জন করা হবেনা। ঈমানদার আর চরিত্রবান মুসলমানদের সাথে ওদের জ্ঞান, সততা, মেধার সম্মিলিত পার্থক্যটা এবার দয়া করে বুঝুন।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭
নেওয়াজ আলি বলেছেন: কষ্ট ও দুঃখ আমরা পাই যারা দেশ চালায় তারা পায় না কারণ তাদের বিশ্ব সেরায় পড়ে।
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫১
ডার্ক ম্যান বলেছেন: আমরা সব বুঝি কিন্তু মানি না
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
নাসির ইয়ামান বলেছেন: ইসলাম মানুষকে প্রকৃত সভ্যতার শিক্ষা দিয়েছে।তবে এর অপপ্রয়োগে বিশ্বাসের কম লাভ হচ্ছে।
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪
জু েয়ল বলেছেন: আমরা ধার্মিক কিন্তু মানবিক নই।
৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩১
রুদ্র নাহিদ বলেছেন: জাতিগত আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও সর্বোপরি জনগণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে।
৭| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৩
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট,
পার্থক্যটা এখানে --
গতকাল দুপুরে টেলিভিশনের খবরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের চিত্র দেখলুম। সেখানে গেটের বাইরে দাঁড়িয়ে সাক্ষাৎকার গ্রহনকারীর কাছে একজন মুসুল্লিকে (?) বলতে শুনলুম, তিনি নাকি আল্লাহতায়ালার কাছে দোয়া চাইছেন সকল মুসলমানকে তিনি যেন করোনা থেকে ভালো রাখেন।
তার কাছে মুসলমান ছাড়া মনে হয় পৃথিবীতে আর মানুষ নেই। এই সংকীর্ণ মানসিকতার অল্পবুদ্ধির মুসলমান (?) দিয়ে কি হবে মুসলিম জাতির ???? আর সে কারনেই এদেশের এইরকম মানসিক জ্ঞানবুদ্ধির লোকজন দিয়ে ইন্টেলেক্চুয়াল উন্নয়ন তো পরের কথা, ষ্ট্রাকচারাল উন্নয়নেও মাটি টানা ছাড়া আর কোনও ভূমিকা রাখতে পারার কথা নয়।
৮| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২২
নিমো বলেছেন: চলুন আরও কিছু পার্থক্য জানি ( তথ্যসূত্র : অনন্য আজাদ)
বাঙলাদেশের ডাক্তারঃ যুদ্ধে যাওয়ার আগে গোলাবারুদ না নিয়ে কি যোদ্ধারা মরতে যাবে?
যুক্তরাজ্যের ডাক্তারঃ যুদ্ধ শুরু হয়ে গেলে কি যোদ্ধারা পালিয়ে যাবে নাকি শত্রুর মোকাবেলা করবে?
বাঙলাদেশের ডাক্তারঃ করোনাভাইরাসের আতংকে অনেক ডাক্তার রোগী দেখা বাদ দিয়েছে, চিকিৎসা করা বাদ দিয়েছে, ইন্টার্নে যুক্ত হওয়া থেকে বিরত থেকেছে, ছুটি নিয়ে বসে আছে, চাকুরী থেকে অবসর নিয়েছে, হাসপাতাল থেকে রোগী তাড়িয়েছে এবং শত শত শর্ত যুক্তি-কুযুক্তি উপস্থাপন করেছে।
আয়ারল্যান্ড, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্যের ডাক্তারঃ অবসর গ্রহণ করা ডাক্তারের আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রোগীদের সেবাদানে কর্মস্থলে ফিরে এসেছে।
বাঙলাদেশঃ করোনা মোকাবেলায় বাঙলাদেশ প্রস্তুত।
ইউরোপ ও আমেরিকা মহাদেশঃ ৬০/৭০ শতাংশ আক্রান্ত হতে পারে এবং লক্ষাধিক মৃত্যু অনিবার্য।
বাঙলাদেশঃ আমরা সরকারের টাকায় ডাক্তারি পড়ি নাই। আমরা বাপের টাকায় ডাক্তার হয়েছি।
কিউবা ও জার্মানিঃ ইতালির করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য কিউবার ডাক্তাদের ইতালিতে অবস্থান এবং ইতালি ও ফ্রান্সের করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য জার্মানিতে আনা হয়েছে।
বাঙলাদেশঃ করোনা ভয়ংকর শক্তিশালী, আমরা তারচেয়েও শক্তিশালী।– ওবায়দুল কাদের।
জার্মানিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা।
বাঙলাদেশঃ শেখ হাসিনা আল্লাহ্ওয়ালা মানুষ, করোনা কিছুই করবে না।– শামীম ওসমান।
ফিলিপাইনঃ বাড়ির বাইরে দেখামাত্রই গুলির নির্দেশ।
বাঙলাদেশঃ করোনাভাইরাস চীন/ ইহুদি/নাস্তিকদের উপর গজব। মুসলমানের করোনা হবে না।
সর্বশেষ পরিস্থিতিঃ ইরান ৩৯৯৩, তুরস্ক ৭২৫, পাকিস্তান ৫৮, মালয়েশিয়া ৬৫, ইন্দোনেশিয়া ২৪০, সৌদি আরব ৪১, সংযুক্ত আরব আমিরাত ১২, কাতার ৬, মিশর ৯১, ইরাক ৬৫, বাহরাইন ৫, আজারবাইজান
৮, তাজিকিস্তান ৭, লেবানন ১৯, উজবেকিস্তান ৩, তিউনিসিয়া ২৩, ওমান ২, আলবেনিয়া ২২, আফগানিস্তান ১৪, আরও অনেক আছে!
৯| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: সৌদী আরবে অপরাধের শাস্তি হিসাবে বেত্রাঘাত বাতিল।
এখন থেকে অর্থ জরিমানা ও কারাদণ্ড হবে। নারীরাও সিনেমায় যাইতে পারবে।
১০| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৪
নতুন বলেছেন: পাথ`ক্য হলো শিক্ষা।
আমাদের জাতীর ভবিষ্যত আরো খারাপ কারন বত`মানে ছেলে মেয়েরা বিশ্ব সাহিত্য, দশ`ন,বিজ্ঞান পড়েনা।
শুধু মাত্র পাঠ্যবইয়ে সাটিফিকেট মেলে কিন্তু মুনষত্ব মেলে না।
দেশের ধমের প্রতি বিশ্বাস কমেছে তাই ধমের শেখানো নৈতিকতার প্রতি বিশ্বাস বত`মান মানুষের কমে যাচ্ছে।
যদি আমাদের নতুন প্রযন্মকে বিজ্ঞান, বিশ্ব সাহিত্য, দশ`ন সম্পকে জ্ঞান দেওয়া যায় এবং দেশপ্রেম জাগিয়ে দিলে তারা দেশের জন্য কাজ করবে এবং দেশ এগিয়ে যাবে। নতুবা ভবিষ্যতে ভালো কিছু হবার সম্ভবনা কম।
১১| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: মূল্যবান মন্তব্য প্রদানের জন্য অনেক ধন্যবাদ রইলো।
১২| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫১
দূর্বিনীত নৃশংস বলেছেন: ভালো লিখেছন ভাই।
১৩| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি এই পার্থক্য বুঝতে ও ধারণ করতে পারতাম তবে সবকিছুতেই আমরা এগিয়ে থাকতাম বিশ্বদরবারে।
১৪| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
মেঘশুভ্রনীল বলেছেন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সবার আগে দল-ভিত্তিক রাজনীতি থেকে যে কোন প্রকারে দূরে রাখতে হবে। ছাত্রদের সামনে শিক্ষা-গবেষনা ও নৈতিক মূল্যবোধের আইডল হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে এমন একজন শিক্ষক-ও আমাদের নাই! অথচ এতগুলো সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের।
মুসলিম দেশগুলো না আছে ধর্মে না আছে বিজ্ঞানে, প্রায়োগিক জ্ঞান একেবারে নেই বললেই চলে ।
১৫| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: নিছক বিরোধী মতাদর্শের হওয়ায় তাদের আবিষ্কৃত করোনা শনাক্তের কিট আজ ফেলনা বস্তু!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইসলাম ধর্ম মানুষকে সভ্যতা থেকে বিচ্চিন্ন করে দিয়েছে।