নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ফাহিমের মৃত্যু

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪

আপনার মোটিভ যদি ঠিক থাকে তবে দক্ষ ডিটেকটিভ না হলেও খুনিকে ধরা যায়। ২৪ ঘন্টার মধ্যে। কারণ- পৃথিবীতে এমন কোনো খুন হয়না-যা ট্রেস করা যায়না। বিশেষ করে-বর্তমান CETS বা Criminal Enforcement Tracking System এর মাধ্যমে। ডিএনএ, ফিংগারপ্রিন্ট, সিসি ক্যামেরা ইত্যাদির মাধ্যমে খুনিকে গ্রেফতার করা এখন বলতে গেলে দুধভাত। ফাহিমের খুনি ধরা পড়েছে ২৪ ঘন্টার মধ্যে। কোনো বড় ডিটেকটিভও না। সাধারণ একজন পুলিশ অফিসারই ফাহিমের খুনিকে ধরেছে। কারণ হলো- ফাহিমের খুনি ধরার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতির দরকার পড়েনি, নিউইয়র্ক স্ট্যাটের গভর্ণরকে অর্ডার দিতে হয়নি, পুলিশ কমিশনারের লোকাল সিনেটরকে ফোন করতে হয়নি, খুনি ধরা পড়লে কোন রাজনৈতিক নেতার কি ফায়দা হবে-তার হিসাব কষতে হয়নি। আইনের কাজ অনুযায়ি আইন চলেছে। । পৃথিবী যতদিন থাকবে। ততদিন পৃথিবীতে ক্রাইমও থাকবে। কিন্তু রাষ্ট্রের কাজ হলো - কোনো ক্রিমিনাল যেন ক্রাইম করে ছাড়া না পায়। সেজন্যই মানুষ রাষ্ট্র তৈরি করে। একজন ভালো মানুষ যদি মারা যায় আর একজন ক্রিমিনাল যদি মুক্তভাবে ঘুরে বেড়ায়-তাহলে আর রাষ্ট্র তৈরি করে লাভ কি? আইন আইনের গতিতে চলেছে বলেই ফাহিমের খুনিরা ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়েছে। আর সাগর রুনির খুনি আট বছর পার হওয়ার পরও ধরা পড়েনি। আমেরিকা-বিলাতে প্লেন করে নানা সময় নানা ফিঙ্গার প্রিন্ট চালাচালি হয়েছে। কিন্তু খুনের কোনো সুরাহা হয়নি। খুনী ধরার উদ্দেশ্য যদি না থাকে তবে পৃথিবীর সব গোয়েন্দাদের জাহাজ ভর্তি করে নিয়ে এসে একজায়গায় করলেও খুনী ধরা পড়বেনা। আর মোটিভ যদি ঠিক থাকে তবে খুনি ধরতে দক্ষ ডিটেকটিভেরও দরকার পড়েনা। এগুলো দরকার পড়ে শুধু ম্যুভিতে আর ঔপন্যাসে। শুনেছি-আদালতের কার্যতালিকা থেকেও নাকি মামলাটি বাদ দেয়া হয়েছে। কিছুদিন পর শুনা যাবে হয়তো- সাগর-রুনি নামক কেউ কোনোদিন মারা যায়নি। 'মেঘ' আকাশ থেকে পড়া একটি কুড়িয়ে পাওয়া সন্তান।
আইন অনুযায়ী যদি দেশ চলে তবে খুনী ২৪ ঘন্টার মাঝেই ধরা পড়ে।
আর দেশ অনুযায়ী যদি আইন চলে তবে খুনি আট বছরেও ধরা পড়েনা। পার্থক্য এখানেই।


কিন্তু এসব বুঝবে কে? রুমি একটা চমৎকার কথা বলেছিলেন- "একশত জন্য বুঝদার মানুষকে একটা প্রমাণ দিলেই বুঝে যায়। আর একজন গর্দভকে একশতটা প্রমাণ দিলেও সে কিছুই বুঝেনা "।



মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩২

নীল আকাশ বলেছেন: 'সাগর রুনি' কে? কাদের কথা বলছেন আপনি? দেশে এখন কোন এনালগ কেস নেই।
ডিজিটাল দেশে এখন সব কিছু ডিজিটাল ভাবে চলে।
খোদ গরুও এখন ডিজিটাল হয়ে উত্তর পাড়ার গোরুর মতো হয়ে গেছে।
তদন্তের নামে ডিজিটাল রম্য খেলা দেখে মানুষ আনন্দ পায়। এটাই বা কম কিসের?
একটা পোস্ট দিয়েছিলাম, পড়ে দেখুন। কি বলেছি বুঝতে পারবেন।

২| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না।

৩| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে দেশে বিনা ভোটে, মধ্যরাতের ভোটের সরকার টিকে থাকে বছরের পর বছর সেটা রাষ্ট্র কিনা
রাষ্ট্রবিজ্ঞানে নতুন করে টার্মোলজি বানাতে হবে।


বক্তব্যে সহমত
+++

৪| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



@নীল আকাশ,
আপনি বলেছেন: 'সাগর রুনি' কে? কাদের কথা বলছেন আপনি? দেশে এখন কোন এনালগ কেস নেই। ... একটা পোস্ট দিয়েছিলাম, পড়ে দেখুন। কি বলেছি বুঝতে পারবেন। "

-আপনার পোষ্টগুলো হিজিবিজি টাইপের, বিষয়বস্তু পরিস্কার হয় না।

৫| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৯

ঢাবিয়ান বলেছেন: এই দেশে খুনের কেস হচ্ছে একটা রমরমা ব্যবসা।

৬| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সরকার চাইলে খুনিরা ধরা পড়বেই।

৭| ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: সাহেদ করিম আওয়ামী লীগ করে মন্ত্রী হতে চায় । তাই টাকার দরকার । আর পরিচিতি বাড়াতে টকশো করে। মানব পাচারকারি পাপুলের শখ পুরা হয়েছে স্বামী স্ত্রী এমপি । সাহেদ করিমও পারবে এইদেশে মন্ত্রী হতে।

৮| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

সোহানী বলেছেন: জ্বী ভাইজান, ডিজিটাল দেশ.........

৯| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফাহিম বাংলাদেশে খুন হলেও সরকার গুরুত্ব দিয়ে খুনিকে অল্প সময়ে ধরত বলে আমার মনে হয়। এ ক্ষেত্রে তারা সফলও হতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি নেই। বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অধিকার/ বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আইন তৎপর যদি না সে সরকারের বিরুদ্ধাচরন করে। এছাড়া চাঞ্চল্যকর মামলাও গুরুত্ব দিয়ে দেখা হয় যদি না সরকারের কোনও স্বার্থ এতে জড়িত থাকে। তবে বিচার প্রক্রিয়াকে দীর্ঘ করার আরেক নাম হোল বিচার না পাওয়া। সাগর- রুনির কেসটা হয়তো সংবেদনশীল কোনও কারণে।

১০| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ রইলো।

১১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: যে কোনো খুনিকে ধরা অসম্ভব কিছু না।

১২| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৮

ডি মুন বলেছেন:
আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা নাই এদেশে।
সবকিছুর পেছনে এখানে রাজনৈতিক সমীরকরণ কাজ করে।

নায়বিচার শুধু ডিকশনারির শব্দ। এর কোনো মিনিং বাংলাদেশে নাই।

১৩| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



রুমি সবসময় ভালো কথা বলেছেন।
সব ভালো কথাগুলো বলা হয়ে গেছে - কাজগুলো বাকি রয়েছে।

রাজনীতি আমাদের নিজস্ব পণ্য। অন্য দেশেরগুলো এখনও ভারশন ১.০।
এদেশের রাজনীতি থেকে প্রতিবেশি বৃহৎ গণতন্ত্রের দেশটিরও শেখার আছে ভায়া।

১৪| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন ভালো মানুষ যদি মারা যায় আর একজন ক্রিমিনাল
যদি মুক্তভাবে ঘুরে বেড়ায়-তাহলে আর রাষ্ট্র তৈরি করে লাভ কি?

..........................................................................................
এই ঘটনা কি আমরা অহরহ দেখছিনা ???
আমেরিকা , তুরস্ক, সৌদি আরব, পাকিস্হান, ভারত, চীন
সবখানেই কমবেশী হচ্ছে ।
কোথাও কোথাও রাষ্ট্রিয় সন্ত্রাস হচ্ছে ।

..........................................................................................
শুধু মাত্র আমাদের দেশের কথা বল্লে হবে ???
আমাদের দেশকে আমরা ভালবাসি, তাই আমরা
দেশে ন্যায় বিচার,সৎ শাসন হোক এটা আমাদের কাম্য।

১৫| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:১৯

মুজিব রহমান বলেছেন: সদিচ্ছাটাও গুরুত্বপূর্ণ।
ওখানে সিসি ক্যামেরাই প্রধান ভূমিকা রেখেছে। এরপরে তারা কোন দোকান থেকে খুনি জিনিসপত্র কিনেছে তাও বের করে ফেলেছে। ওরা চৌকুশ!

১৬| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৩২

অক্পটে বলেছেন: সাগর-রুনি! আর কত সময় চাইলে পরে তাদের হত্যাকারীকে ধরা হবে। আজ এত বছর পর সেই আমলের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত মারা গেলেন। সেই মন্ত্রী বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে ধরবেন! ২৪ ঘন্টা শেষ, ২৪ দিন শেষ, ২৪ মাস শেষ!!! ২৪ বছর শেষ হবে নিশ্চয়ই। কে ধরবে বলুনত যার দায়িত্ব ছিল ধরার তারা ত গলা পর্যন্ত ডুবে আছেন দেনায়।
দেশটাতো চেতনার, অপরাধের পর অপরাধ চেতনার বাংলাদেশ।

১৭| ২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:২২

ইরতিলা রাব্বানী বলেছেন: হিজড়াদের নিয়ে আমার লেখা কিস্তিগুলো পড়ে আসুন
https://m.somewhereinblog.net/mobile/blog/irtila/30303938

১৮| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৪

ফুয়াদের বাপ বলেছেন: ফাহিম হতে পারতো আগামী দিনের বিশ্ব টেক নেতৃত্বদাতাদের অন্যতম একজন। দূর্ভাগ্য একজন স্বপ্নদ্রষ্টাকে হারালো পৃথিবী। অপারাধী সনাক্ত ও ধরতে আমাদের পুলিশ-গুয়েন্দা যথেষ্ট দক্ষই মনে হয় তবে কোথায় যেনো একটা ছন্দপতন আইনি প্রক্রিয়ায়। যার যতো টাকা সে ততো বেশি আইনি সুবিধা পায়। অনেক অভিযোগ, টাকা ছাড়া পুলিশ নাকি আসামী ধরতে যায় না/আসামী রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত কিন্তু পুলিশ তাকে খুঁজে পায়না, বলে আসামী পলাতক/নামে নামে জমে টানে, টাকা পেলে আসামী ছেড়ে ভালো মানুষ জেলে ভরে...

১৯| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু নেই, আছে দেখার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.