নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

বিমান-ভ্রমণ ও আপনার স্বাস্থ্য (২)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

ডীপ ভেইন থ্র্রম্বোসিস/ডিভিটি (Deep Vein Thrombosis/DVT)

দীর্ঘস্থায়ী বিমান-ভ্রমণে আসনে নিশ্চল বসে থাকার কারণে শরীরের বিশেষত পায়ের ডীপ ভেইনে রক্ত জমাট বাঁধতে পারে যা ডীপ ভেইন থ্র্রম্বোসিস বা ডিভিটি নামে পরিচিত।



ডিভিটি আক্রান্ত ডান পা



মাত্র ১% প্রাণঘাতি ডিভিটি'র অনির্দিষ্ট লক্ষণগুলোর মধ্যে ব্যথা (pain), ফুলে যাওয়া (swelling), লালচে হওয়া (redness), গরম অনুভূত হওয়া (warmness) প্রধান। ডিভিটিমুক্ত বিমান-ভ্রমণের জন্য নিম্নোক্ত সতর্কতা অবলমম্বন করা যেতে পারে-



ঝুঁকি আপনি যদি প্রয়োজনাতিরিক্ত দৈহিক ওজনবিশিষ্ট, বয়োবৃদ্ধ, ধূমপায়ী, গর্ভবতী, জন্মনিরোধক পিল সেবনকারী বা হরমোননির্মিত ওষুধ গ্রহণকারী, সম্প্রতি সার্জারী চিকিৎসাপ্রাপ্ত, পায়ে ট্রমাওয়ালা (trauma:-/) হয়ে থাকেন বা আপনার পরিবারের কারও ডিভিটি হওয়ার ইতিহাস বিদ্যমান থাকে তবে আপনিও ডিভিটি আক্রমণের ঝুঁকির মধ্যে আছেন। ভাল স্বাস্থ্যের অধিকারীরাও এ সমস্যায় পড়তে পারেন।



প্রস্তুতি ভ্রমণ শুরুর আগেই নিজেকে প্রস্তুত করুন। আপনার ডিভিটি প্রবণতা নিয়ন্ত্রণের জন্য দৈহিক ওজন পরিমিত রাখুন,



ধূমপানে বিরত থাকুন, উচ্চ রক্তচাপ কমানোর ব্যবস্থা নিন এবং নিয়মিত শরীরচর্চা করুন। দৈহিক অবস্থা সন্তোষজনক রেখে আপনার ভ্রমণকে করে তুলুন নিরাপদ ও আনন্দময়।



পা বন্ধনী প্রয়োজনে ডাক্তারের পরামর্শক্রমে পা বন্ধনী (compression stockings) ব্যবহার করতে পারেন যা আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্যকারী।

B-)

ইহা একটি বিশেষ ধরনের হোসিয়ারী (hosiery) যা শিরার ব্যাধি (venous disorders) প্রতিরোধ করে। স্থিতিস্থাপক (elastic) এই পা বন্ধনী অবশ্যই শরীরের জন্য উপযোগী পারদচাপবিশিষ্ট (mmHg pressure) হওয়া চাই যা আপনার পরিধেয় পাদুকার সাথে যুৎসই হবে। উল্লেখ্য, সচরাচর পরিধেয় knee-high (যা রক্ত সঞ্চালন কমায়) ও পা বন্ধনী কখনোই এক জিনিস নয়।



নড়াচড়া দীর্ঘসময় অবস্থান পরিবর্তন না করে বসে থাকা কেবল অস্বস্তিকর নয়, ডিভিটি আক্রমণের জন্যও খুবই সহায়ক। বিমানের দুইসারি আসনের মধ্যবর্তী সরুপথে (aisle) লম্ফ দিয়ে শারীরিক সঞ্চালন সম্ভব নয়।



তাই নিদেনপক্ষে প্রতিঘন্টায় এই পথে পায়চারি করে আপনার রক্ত সঞ্চালন বাড়ান।



পানি পান শরীরে পানিস্বল্পতায় রক্তের সান্দ্রতা (viscosity) বেড়ে যায়, রক্তনালী সংকীর্ণ ও সংকুচিত হয়ে ডিভিটি'র জন্য অনুকূলাবস্থা সৃষ্টি করে।



তাই প্রচুর পরিমাণে তরল পানীয় যেমন পানি, ফলের রস পান করুন এবং

অ্যালকোহল ও কফি পান করা থেকে বিরত থাকুন।



আসনে বসে শরীরচর্চা নিজ আসনে অবস্থান করে ডিভিটি হ্রাসকারী কিছু শরীরচর্চা করুন। পদাঙ্গুলি উপরে-নীচে সোজাসুজি ওঠানামা করানো এবং



সময় সময় পায়ের পেশি বাঁকানো, হাঁটু উঁচু করে তুলে ধরা ভাল শারীরিক কৌশল।





চলবে ..........

মন্তব্য ১০ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

রুদ্র মানব বলেছেন: ভাল পোস্ট । পোস্টে ++++


ডিভিটি সম্পর্কে ভালভাবে জানলাম আজকে B-)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

সরকার আলী বলেছেন: অনেক ধন্যবাদ।



ডিভিটি সম্পর্কে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

বোকামন বলেছেন: পোস্টে কৃতজ্ঞতা

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

সরকার আলী বলেছেন: আপনার জন্য একআঁটি কচি ধনিয়াপাতা-

৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ++++

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

সরকার আলী বলেছেন:
আপনাকে অনেক সোনাব্যাঙীয় ধন্যবাদ দেশী ভাই।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++্

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

সরকার আলী বলেছেন: আপনাকে অনেক-

৫| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আরজু পনি বলেছেন:

শেয়ার করার জন্যে ধন্যবাদ নিন।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সরকার আলী বলেছেন: আপনার কথায় আশান্বিত হচ্ছি আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.