নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

কয়টি বর্গক্ষেত্র?

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

বলুনতো নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?



মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

সািহদা বলেছেন: ২৮???

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

সরকার আলী বলেছেন: হয়নি।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

মোফিয বলেছেন: ১৬ টি

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

সরকার আলী বলেছেন: হয়নি।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

রাজ হাসান বলেছেন: ১৬ টি

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

সরকার আলী বলেছেন: হয়নি।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

মুঘল সম্রাট বলেছেন: ১৯ টি ???

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

সরকার আলী বলেছেন: ও মা !! মুঘল সম্রাট দাপটে পাল্টা আমাকেই প্রশ্ন করলেন যে !!!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

মাহমুদুর রাহমান বলেছেন: ১৮ পেলুম |-)

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

সরকার আলী বলেছেন: আমি ভেবে পাচ্ছি না আপনি কিভাবে ১৮ পেলেন।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

মাহমুদুর রাহমান বলেছেন: ১৮ +১=১৯ টা

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

সরকার আলী বলেছেন: প্রাপতিযোগ করলেন না কি?

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

ভিটামিন সি বলেছেন: ২০ টি বর্গক্ষেত্র আছে।
উত্তর সঠিক হয়েছে এবং ভিটামিন সি পাচ্ছেন ১ম পুরস্কার নিউইয়র্কের নীলাকাশের আজীবন মালিকানা।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

সরকার আলী বলেছেন: বিবাদের শেষ।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

মরু বালক বলেছেন:


ভিটামিন সি বলেছেন: ২০ টি বর্গক্ষেত্র আছে।
উত্তর সঠিক হয়েছে এবং ভিটামিন সি পাচ্ছেন ১ম পুরস্কার নিউইয়র্কের নীলাকাশের আজীবন মালিকানা।


হা হা

ধুর মিয়া, ১৩ !!!

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

সরকার আলী বলেছেন: দুর্ভাগ্য।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সাইফু্ল বলেছেন: ১৮

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

সরকার আলী বলেছেন: হয়নি।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

সাইফু্ল বলেছেন: ১৮+১

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

সরকার আলী বলেছেন: সবাই দেখছি দলে দলে (না কি তলে তলে?) ১ যোগ দিচ্ছে। কারণ কি?

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

সাইফু্ল বলেছেন: 20 টা

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

সরকার আলী বলেছেন: ১৮/ ১৮+১/ ২০ ............

সময় বাড়ছে, সাথে (জন) সংখ্যাও?

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

হোসেন মনসুর বলেছেন: ১৮

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

সরকার আলী বলেছেন: ভালো করে চিন্তা করে দেখুন, ঠিকই মনে পড়বে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

ভিটামিন সি বলেছেন: @মরু বালক, আপনি তো সিনিয়র ব্লগার। ক্লাশ টেনের পর মনে আপনার আর কোন গনিতের বই পড়া হয় নাই। আচ্ছা, ক্লাশ এইটে যে স্যার আপনাকে জ্যামিতি পড়াইছিলো, সেই স্যার বর্গক্ষেত্রের সঙ্গা পড়াইছিলো তো? আপনি মুখস্ত করেছিলেন তো? না করে থাকলে আবার দেখুন: যে ক্ষেত্রের চারটি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। ইন্টারমিডিয়েটে বীজগনিত, জ্যামিতি, ক্যালকুলাস, বলবিদ্যা ও বিচ্ছিন্ন গনিত, সম্ভাব্যতা, ফিজিক্সের গনিত, ক্যামিস্ট্রির গণিত, ডিসক্রিট ম্যাথমেটিক্স এগুলাও এখন থেকে প্রাইভেট পড়বেন। বলা তো যায় না, কোন ব্লগার আবার কি পোষ্ঠ দেয় সেখানে আবার আপনি কোন আবাইল্লা কমেন্ট করে বসেন।

কড়া ভাষায় জবাব দেয়ার জন্য দুঃখিত।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

সরকার আলী বলেছেন: চাই নির্বিরোধ, নির্বিবাদ, নির্ঝঞ্ঝাট ব্লগ।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

মুঘল সম্রাট বলেছেন: প্রশ্ন নয় আমার উত্তরও ১৯টি।

১৯টি বর্গক্ষেত্র খুজে বের করেই আপনাকে বলেছি। সঠিক হলে জানিয়ে দিবেন।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

সরকার আলী বলেছেন: নিশ্চয়ই।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

বাংলাদেশী দালাল বলেছেন: 16

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

সরকার আলী বলেছেন: ঝাঁপ দিয়ে পড়ুন অজানিতের খোঁজে।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

এন এফ এস বলেছেন: ১৭ টা আছে প্রোভেন বা এন এফ এস

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

সরকার আলী বলেছেন: আপনি কি ব্যতিক্রম দিয়ে নিয়মকেই প্রতিপন্ন করতে চাইছেন?

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

জামিল০৯ বলেছেন: ১২ টা

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

সরকার আলী বলেছেন: অপ্রমাণিত।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

আমি তুমি আমরা বলেছেন: ১৬ টা। ছবির বর্ডারকেও একটা বর্গক্ষেত্র ধরলে ১৭ টা।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

সরকার আলী বলেছেন: কোন পথে গেলে 'আমি তুমি আমরা'র প্রমাণ মেলে?

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: গুনে গুনে বিশটা-

একদম ছোট- ২টা
তারচেয়ে একটু বড় - ১১টা
কোয়ার্টার ফাইনাল বড়- ৪টা
সেমিফাইনাল বড়- ২টা
ফাইনাল বড় - ১টা

-------------- মোট ২০টা :)

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

সরকার আলী বলেছেন: আশাতীত অতি সুন্দর সঠিক উত্তর। অনেক অনেক অভিনন্দন আপনাকে।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

আশরাফুল হক (খুলনা) বলেছেন: ১১ টি , ৮৬*৮৬ পিস্কেলের :!>

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

সরকার আলী বলেছেন: হয়নি।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

আশরাফুল হক (খুলনা) বলেছেন: অংকনের সীমারেখা হিসাব করলে ১২ টি

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

সরকার আলী বলেছেন: আবারও ভুল।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ডার্লিং বলেছেন:
বড় স্কোয়ার টার এক সাইড ৮ ইউনিট ধরে,

৮×৮ সাইজের ১ টা
৬×৬ সাইজের ২ টা
২×২ সাইজের ১১ টা
৪×৪ সাইজের ৪ টা
১×১ সাইজের ২ টা

টোটাল-২০ টা

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

সরকার আলী বলেছেন: You are absolutely correct, (my) DarlingB-)

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

এই আমি সেই আমি বলেছেন: ১৫ টা

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

সরকার আলী বলেছেন: Impossible:-*

২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

ভিটামিন সি বলেছেন: প্রথম পুরস্কার তও আমি সেই কবেই নিয়ে গেছি এখন আর সঠিক উত্তর দিয়ে কি লাভ। আমি কিন্তু জ্যামিতি, পরিমিতি আর ত্রিকোনমিতি ভালো পারতাম। ইন্টারমিডিয়েটে গনিতে ১৮৬ পাইছিলাম ২০০২ এ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

সরকার আলী বলেছেন: তাইতো বলি যত পার খাও কেবল ভিটামিন সি, বাড়বে মেধা, গায়ের বল বুদ্ধি হবে তরবারি।

২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মরু বালক বলেছেন:

@ভিটামিন সি,

বস, কি কইলেন???
আমি সিনিয়র ব্লগার!!!??? (হা হা)
........

আপ্নে যখন ইন্টারমিডিয়েট দিছেন, তখন আমি ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিচি !!!!!!!!!! অবশ্য পাইনাই :প

আপ্নের কথায় আমি রাগ করি নাই......চুল ছুঁয়ে কইলাম !!ফেইল না করলেও কাঁচা তো চিলাম ই .
............
আর উপ্রে একটু মজা করছিলাম !!! ২৮,১৯,১৬,১৭,১৮ এগুলোর মধ্যে আমিও একটা মাইরা দিলাম আর কি :পি
আপ্নের কমেন্ট টা ফানি ছিল এজন্য হা হা দিচিলাম



১৮৬ এর কথা শুনে পা ধরে ছালাম করতে ইচ্ছা করছিলো .........

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

সরকার আলী বলেছেন: বাহ :P! দু'পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

ভারসাম্য বলেছেন: উত্তরটা উনিশ-বিশ হৈয়া গেছে। এইটাই আপাততঃ সঠিক উত্তর।

ইমেজটারে জুম কইরা স্কেল নিয়া বইলে অনেকগুলা বর্গক্ষেত্র কইমা যাইতে পারে। আবার পুরা ইমেজটারেই একটা বর্গক্ষেত্রে হিসাবে কাউন্ট করা যাইতারে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

সরকার আলী বলেছেন: হ্যাঁ ভাই, 'এ কথা নিয়ত স্মরি'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.