নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

ফিরবে কি???

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

গোধূলী লগ্নে পাখিরা যখন আপন নীড়ে ফেরার পায়তারা করে,

তখন এ মনটা তোমাকে নিয়ে দূর অজানায়

হারিয়ে যাওয়ার ভুল স্বপ্নে বিভোর থাকে ।

সন্ধ্যার আকাশে মিটি মিটি জ্বলতে থাকা সন্ধ্যাতারাটির পানে চেয়ে,

এ মন তোমাকে নিয়ে ঘর বাঁধার

মিথ্যা আকাঙ্খাকে বুকে চেপে দীর্ঘ নিশ্বাস ফেলে ।

রাতের আধাঁরে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ ভেঙ্গে উদিত হওয়া বাঁকা চাদের হাসিতে,

আনন্দে উদবেলিত মনটা তোমাকে দৈনিক কাছে পাবার

অবাধ্য ইচ্ছেটাকে গলা টিপে হত্যা করে বারংবার প্রতিবার ।

গভীর রাতে ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার পর কি এক শূণ্যতায় ,

মনটা ডুকরে কেঁদে উঠে ঘুম ভেঙ্গে বাম পাশের

তুমি না থাকা শূণ্য জায়গাটার হাহাকারে বিক্ষিপ্ত মনকে শাষন করে অজথা।

ফিরবে কি ফিরবে না এই ভাবনা মনে জায়গা না দিয়ে,

অনন্তকাল তোমাকে ভালোবাসার

দৃঢ় অঙ্গিকারের বলে বলিয়ান হয়ে আজীবন তোমাকেই ...........???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.