নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

কুঁজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়..........:P:)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

অনেকদিন ধরে মনের মধ্যে একটা গোপন ইচ্ছে ছিল ব্লগে আমার লেখা প্রকাশ করার । যদিও আমি লেখক নই । নিজেকে একজন লেখক হিসেবে জাহির করব ওরে বাবা সেই র্ধৃষ্টতাও আমি করিনা । তবে কিনা মনের ভাব ঠিকঠাক প্রকাশ করতে লেখার থেকে ভালো মাধ্যম আমার কাছে আর নেই । আমার আবার ছোটবেলা থেকেই পড়া মুখে বলতে পারা থেকে লেখনিতে ভালো আসে । কিছুই মুখস্ত বলতে পারিনা ঠিকঠাক,তবে লিখতে পারি । একবার আমার ভাই আমাকে ভুল বুঝে খুব মেরেছিল । সেদিন ওকে আমি ঘটনাটা বলতে না পেরে চিঠি লিখে ওর ঘরে রেখে এসেছিলাম ।ওই চিঠি পড়ে ও আমাকে ধরে ভেউ ভেউ করে কেঁদেছিল:) । আসলে আমার আকাঙখা,কষ্টব্যথা,যন্ত্রনাবেদনা,সুখ,চাওয়া পাওয়া,ভালবাসার ভাষা,সুখ লাগা,দুঃখ লাগা সবকিছুই মুখে যতটুকু না পারি তার থেকে লিখে ভালো জানাতে পারি । সৃস্টিকর্তা সুন্দর করে গুছিয়ে কথা বলার গুনটা আমাকে দেননি । যাই হোক একদিন আমার জীবনের দামী মানুষটা ব্লগে আই ডি খুলে দিলো ।মূলত ওর কাছ থেকেই ব্লগ সম্পর্কে জানা আমার। শুধু ব্লগ নয় ওই মানুষটার জন্য আমার মনের বন্ধ জানালা ভেঙে খোলা বাতাস ঢুকেছে ,যা কিনা দীর্ঘদিন ধূলা মযলা আর মাকড়সার জালে আটকে ছিল । ওর কথা বলে বা লিখে শেষ করার নয় । আইডি অনেকদিন পর্যবেক্ষনে ছিল ।আজ মেইল পেয়েছি অবশেষে ওনারা সদয় হয়েছেন প্রথম পাতায় পোষ্ট করতে ।কয়েকদিনের খুব বেশি মন খারাপের ভিরে একটু খুশির বাতাস লাগলো ।ভাষা জানিনা,বানানেও কাঁচা তাই বলেতো আমার লেখার ইচ্ছেটাকে মেরে ফেলতে পারিনা তাইনা?কুঁজোর ও যে চিত হয়ে শুতে ইচ্ছে করে:P । অবশ্য ছোট থেকেই এটা সেটা লেখার অভ্যাস আমার । একসময়ের পঁচা লেখাটা অন্য সময়ে এসে পড়তে খারাপ লাগেনা । ব্যর্থ মানুষেরাও যে একদিন সফল হওয়ার স্বপ্ন দেখে বেঁচে থাকে । কুঁজো যেমন স্বপ্ন দেখে একদিন সে চিত হয়ে শোবে ।আর এই স্বপ্ন দেখেই সে বেঁচে থাকার স্বাদ নেয় । তাহলে আমারও লেখা একদিন ভালো হবে,এই স্বপ্ন দেখে লিখে যাওয়ায় দোষ কোথায় ???:P:P:P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মোঃ ইসহাক খান বলেছেন: অভিনন্দন।

ঠিকঠাক প্রকাশ করা নিয়ে চিন্তিত না হয়ে মনের আনন্দে লিখতে থাকুন। প্রকাশই যথেষ্ট, তাতেই সার্থকতা।

সতত শুভকামনা।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

খোলা বাতাস বলেছেন: ধন্যবাদ...আমাকে উৎসাহিত করার জন্য । আজকাল উৎসাহ দেওয়ার মানুষের বড়ই অভাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.