![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
আজ বিকেলে প্রিয় বারান্দার এক কোনে বসে আকাশ দেখতে দেখতে পাভেলের চোখ দুটো নিজের অজান্তেই অশ্রুতে ভরে যায় । আকাশটা ঝাপসা হয়ে আসে চোখের সামনে । বাঁধ মানে না চোখের পানি । কি ভুল ছিল পাভেলের ? তার ভালবাসায় তো কোন খাঁদ ছিল না । তার পরেও কেন মন ভরাতে পারল না ভাবনার ? সবটুকু দিয়েও কি তবে কাউকে ভালবাসলে তা ব্যর্থ হয়ে যায় ? মনে পড়ে প্রথমে ভাবনা কত সুন্দর সুন্দর কথা বলত । পাভেলের প্রতিটা কাজ তাকে মুগ্ধ করত । পাভেলের গান কুব পছন্দ করত । ভাবনার মন খারাপ হলে পাভেলকে ফোন করে গান শোনাতে বলত যখন তখন,সময় মানত না । হোক রাত ১টা ২ টা কিংবা ভোর ৪ টা । গভীর ঘুমে আচ্ছন্ন তাকলেও ভাবনার ফোন রিসিভ করত পাভেল । মাথার মুকুট করে রেখেছিল ভাবনাকে । ভাবনা ওর পৃথিবী । ভাবনা জানে না কি কি করেছে পাভল ওর জন্য ,আর কখনও ওগুলো ভাবনার জানাও হবে না । তবুও ভাবনার জীবনে আরও পাভেলের আগমনকে ভাবনা কিভাবে স্বাগত জানিয়েছে তা পাভেলের মাথায় আসে না । আজও পাভেল বুঝতে পারে না একজনকে যদি তার সমস্তটাই দিয়ে ভালবাসা যায়,তাহলে আরেকজনের জায়গাটা কোথায় থাকে ? বুকভরা তো ঐ একজনই থাকে ,যেমন পাভেলের বুকজোরা হয়ে কেবল ভাবনারই বসবাস । ওখানে অন্যের ছায়াটাও পাভেল কল্পনা করতে পারেনি কখনও । তাহলে ভাবনা ? ভাবনা কিভাবে পারল ? সব থেকে আজ বড় কষ্ট ভাবনা মিথ্যা বলা শিখে গেছে । শুধু শিখেই নাই রীতিমত অলংকার পড়ানো মিথ্যা যেটা আগে ছিল না । কখনও মিথ্যা বললে পাভলের চোখে চোখ রাখতে পারত না ভাবনা ,চোখটা অন্য দিকে ঘুরিয়ে নিত আর পাভেল তা বুঝে যেত । আর এখন চোখে চোখ রেখে প্রতিষ্ঠিত মিথ্যা বলে ভাবনা । সব ভালবাসা চলে গেছে ভাবনার । হায়রে ভালবাসা ! কোথায় গেল এতো গান,এতো কবিতা,এতো কথামালা,এতা স্বপ্ন দেখা,এতো মান-অভিমান ? সবই কি মিথ্যা ছিল ??? এতোদিন পরেও পাভেলের মনে একটা খুব কঠিন কষ্ট জড়ানো সন্দেহ উঁকি দেয়_" আসলেই কি ভাবনা তার সবটুকু দিয়ে পাভেলকে ভলবেসে ছিল ? নাকি ভাবনার জীবন নামের উপন্যাসের পাতার একটা অধ্যায় ছিল মাত্র ???" ভাবতে ভাবতে চোখ দুটো মুছে নেয় পাভেল । খেয়াল করে দেখে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে । বারান্দার গ্রীলের ফাঁক চারপাশটা ভাল করে দেখে পাখিরা ঘরে ফিরে গেছে কিন্তু সামনের লাউ মাচায় একটা ফিঙে বসে আছে । নিজের অজান্তেই পাভেল আপন মনে হেসে ওঠে-আজ সে ঐ ফিঙেটার মতই একা, খুব একা । ভাবনাকে সে মুক্তি দিয়েছে ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
খোলা বাতাস বলেছেন: হায়রে মন্তব্য করতে গিয়ে লগ আউটই হয়ে গেলেন? যাই হোক মন্তব্যের জন্য অশেষ শুকরিয়া........জীবনটা আসলেই অনেক বড়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
স্বপনচারিণী বলেছেন: মন্তব্য করতে যেয়ে লগ আউটই হয়ে গেলাম। যাই হোক সত্যিকার অর্থে মানুষ একাই। তাতে কী? জীবনটাতো অনেক বড় আর সুন্দর।