![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
ভাবতে অবাক লাগে আমাদের অনুভুতিগুলো দিনদিন যেন আমরা হারিয়ে ফেলছি এটা ভেবে । কেউ অসুস্থ হলে আগের মত আর ছুটে যাই না তাকে দেখতে ! কারো বিপদে আমরা তার পাশে দাড়াই না আগের মত করে ! কেউ মারা গেলেও আর আগের মত কান্না বা কষ্ট আসে না বা লাগে না ! তবে কি আমরা দিন দিন আবেগ শূণ্য হয়ে যাচ্ছি??? রোবট হয়ে যাচ্ছি ??? কয়েকদিন আগে একজন ভদ্র পোশাকের ভদ্র ছেলেকে দেখেছি রাস্তার পাশে পঙ্গু ভিক্ষুকের হাত মাড়িয়ে যেতে । অবাককষ্ট লাগল ছেলেটি সরি বলা তো দূরে থাক, পিছনে ঘুরে একবার তাকালো না পর্যন্ত !!! আরেক দিন দেখেছি বৃদ্ধ এক চাচার বাইসাইকেলটা একজন অটো চালক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল । ওই চাচার চিৎকারেও সে থামেনি । সময় নেই থামার । মাঝে মাঝে এগুলো ভেবে খুব অবাক কষ্টে ভুগি আমি । জানি না আর কারো আমার মত অবস্থা হয় কি না । আমরা যেন অবিরত অজানা কিছুর পিুছ পিছু ছুটছি কেবল ছুটেই চলেছি । কেন ছুটে চলেছি তা নিজেরাও বলতে পারব না । এ ছোটার কোন শেষ নেই !!! ইচ্ছে মত ভালবাসার অদল বললের খেলায় আমরা মত্ত । ভালবাসার মানুষটি কোন কারণে চলে গেলে এক মূহুর্ত সময় নষ্ট না করে অন্য আরেক জনকে বেছে নিয়ে তাকে ভালবাসছি বা ভালবাসার নাটক করছি (সবাই না,তবে অনেকে ) । আসলে ভালবাসা কি করার জিনিস না কি হয়ে যাওয়ার জিনিস???মন বদলের খেলাতে দিনকে দিন আমরা বদলে যাচ্ছি (ভাল বদলের থেকে মন্দ বদল বেশি ) ।মিথ্যা ভালবাসায় কেউ প্রতারনা করছি কেউ প্রতারিত হচ্ছি । এখনকার ভালবাসা হয়ে গেছে শরীর কেন্দ্রিক (সবার কাছে না,তবে অনেকের কাছে ) । এ যেন ভালবাসা ভালবাসা খেলা । সত্যিকারের ভালবাসা কি তবে হারাতে বসেছে ??? তবে কি আমরা ভালবাসাহীন আবেগহীন রোবট হয়ে যাচ্ছি ??? আপনজন কাছের জনের খবর নিইনা আমরা ঠিকমত ,নেওয়ার সময় হয় না ।আমরা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারব যারা দূরে থাকি তারা প্রতিদিন বাবা মায়ের ভাল মন্দ খবর নিই ফোন করে??? পারবো না । কারণ-আমরা তা করি না করার সময় পাই না ।কেউ কেউ হয়ত অনেক দিন হয়ে গেল বাড়িতেই যাই না । অথচ যাওয়া উচিত কিনা , যেখানে আমার শিকড়,আমার নাড়ী পোতা !! দিন দিন আপন জনদের থেকে আমাদের দূরত্ব যেন বেড়েই চলেছে । মায়া,টান,ভালবাসা কোথায় যাচ্ছে ??? ভাইয়ের হাতে ভাই খুন, স্বামীর হাতে স্ত্রী খুন,প্রেমিকের হাতে প্রেমিকা খুন কেন??? আমরা কি তবে রোবট হয়ে যাচ্ছি ??? বোমা শব্দটা কিছুদিন আগেও কত আতঙ্কের ছিল,আর আজ !! চোখের সামনে জ্বলতে দেখি আমাদেরই কারো ভাই,কারো বোন, কারো বাবা,কারো বন্ধুকে কই খুব কি কষ্ট পাচ্ছি ??? খুব কি অবাক হচ্ছি ?? আসলে অবাক হতে হতে আর অবাক হওয়ার জায়গাটাই অবশিষ্ট নেই !! যদি অবাকই হতাম যদি কষ্টই পেতাম তাহলে আমরা নিজেরা নিজেদের ভাই,বোন,বন্ধুকে বোমা মারতম না বা কোন রকম অনিষ্ট করার কথাও ভাবতে পারতাম না । তাহলে আমরা করি কেন এমন কাজ ?? তবে কি আবেগ শূণ্য হয়ে গেছি ?? তবে কি আমরা রোবট হয়ে যাচ্ছি ?? আর কি আমাদের বিবেক জাগ্রত হবে না ??? আরেকটি বার কি আমরা জেগে উঠতে পারি না ???
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
নতুন বলেছেন: সমাজের গতি যত দ্রুত হইতেছে আবেগ তত হারাইয়া যাইতেছে...
আমেরিকা>> চিন>> জাপান এর উদাহরন...
আমরাও তাদের দিকেই আগাইয়া যাইতেছি....
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
জেরিফ বলেছেন: দিন দিন আপন জনদের থেকে আমাদের দূরত্ব যেন বেড়েই চলেছে । মায়া,টান,ভালবাসা কোথায় যাচ্ছে ?
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
ডরোথী সুমী বলেছেন: সত্যিই আমরা অনুভূতিহীন হয়ে পরছি! আর এ কারনেই বেড়ে যাচ্ছে দূরত্ব।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫
খোলা বাতাস বলেছেন: হুমম......কিন্তু আমাদের অনুভুতি গুলো যাচ্ছে কোথায়???
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০
মদন বলেছেন: +++++++++