নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

ঠকাঠকির প

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

ঠকছি আমি

ঠকছো তুমি

ঠকছে পাড়ার

গেদু ভাই ,

ঠকতে ঠকতে

ওরে ও ভাই

ঠকার যে আর

জায়গা নাই ।

প্রজা ঠকছে

রাজার দ্বারা

তাতে রাজার

কি ক্ষতি,

না ঠকালে

হত কি আজ

ওরে ও ভাই

দেশ জনতার নেত্রী !

বিরোধী নেতা

সেও ঠকালো

তাতেই কি তার

আসে যায়,

হরতাল বিক্ষভে

মরছে মানুষ

ওরে ও ভাই

এসবে তার আছে দায় ?

ক্ষমতা ক্ষমতা

আরো চাই

অগণিত টাকাকড়ি

মিথ্যার বাহাদুরি,

ওদের কথায়

ঠকছি আমরা

ওরে ও ভাই

শরমে যাই মরি ।

ঠকাচেছ কত নেতা

মিষ্টি মুখের বুলি

মিথ্যে চোখের পানি

সব অভিনয়,

রাঘব বোয়ালদের

ছত্রছায়ার গরমে

ওরে ও ভাই

নয় কে করে ছয় ।

প্রেমের কথায় আসি

মন পেতে বসি

এ ঠকায় য়ে ঠকা

বেঁচে খেকেও মরা,

আজ গালে চুমু খায়

কাল ঝাড়ি গালি দেয়

ওরে ও ভাই ভা্ইরে

কষ্টেতে বুক ভরা ।

আরো কত ঠকার

কথা আছে জমা

এই মনের খাতায়

সব যদি লিখা যায়,

সামু জায়গা দেবে না

মনের কথা লিখবো কনে

ওরে ও ভাই ভাইরে

করতে হবে হায় হায় !!









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

আমি অপদার্থ বলেছেন: :-B

২| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

খোলা বাতাস বলেছেন: :-B :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.