![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
তোমাকে দেখলে ইচ্ছে করে
তোমার বুকে ঝাপিয়ে পড়ি ,
দু'হাত দিয়ে জড়িয়ে গলা
টুপ করে এক আদর করি ।
তোমাকে দেখলে ইচ্ছে করে
স্বপ্নসুখের কথা বলি ,
মনপাখিটা তোমায় নিয়ে
সববাঁধাকে উপড়ে ফেলি ।
তোমাকে দেখলে ইচ্ছে করে
তোমার চোখে শুধুই ভালবাসা দেখি ,
রাতদুপুরে ভাঙা ঘুমের সময়টাতে
দীর্ঘ একটা পত্র লেখি ।
তোমাকে দেখলে ইচ্ছে করে
বুকের ভেতর বেঁধে রাখি ,
পৃথিবীটা উল্টে দিয়ে
তোমার বুকেই বসত করি ।
তোমাকে দেখলে ইচ্ছে করে
সব ভুলে শুধু তোমাকেই দেখতে থাকি ,
দুঃখজালা কষ্টব্যাথা ছুটি দিয়ে
সুখের দোলায় দুলতে থাকি ।
২৩ শে মে, ২০১৪ রাত ৯:৪৬
খোলা বাতাস বলেছেন: ধন্যবাদ.........।
২| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:১৪
বকুল০৮ বলেছেন:
নামটা সুন্দর!
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৫৭
খোলা বাতাস বলেছেন: আপনার নামটাও সুন্দর, বকুল । বকুল ফুল আমি ভালবাসি
। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৪ রাত ৯:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: তোমাকে দেখলে ইচ্ছে করে
স্বপ্নসুখের কথা বলি ,
মনপাখিটা তোমায় নিয়ে
সববাঁধাকে উপড়ে ফেলি ।
সুন্দর লেখা