নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

খুঁজি তোকে :) :) :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪০

তোকে আমি খুঁজি ,
সেই ১৫ নভেম্বর থেকে তোরেই শুধু খুঁজি ।
সবটুকু না বুঝলেও তোকে অনেকটুকু বুঝি ,
তাইতো তোকে খুঁজি ।
তুই আমার ছোট্ট বাবার ছবি ,
সেই বাবাকেই খুঁজি ।
খুঁজি তোকেই খুঁজি ,
একাকিত্বের মর্মটা তুই বুঝিস ,
এই কারণেও খুঁজি ।
নিয়ম ভাঙার অনিয়মটা তুই চিনিস ,
বাউলা ছেলে তুই এটাও আমি বুঝি ,
এই বাউলাটাকেই খুঁজি ।
তোর সাথেই মনের দুঃখ তুলি ,
তাই বলেইতো খুঁজি ।
খুঁজি বাবা খুঁজি ,
তোর মিষ্টি মুখের ফুপি ডাকের আন্তরিকতা বুঝি ।

(উৎসর্গঃ আমার ছোট্ট বাবাটাকে :) :) :) ...২৩/১১/২০১৪)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ছোট্ট বাবাটাকে স্নেহ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

খোলা বাতাস বলেছেন: জী ঠিক বলেছেন,ধন্যবাদ ।..আমার এই ছোট্ট বাবাটাকে আদর,ভালবাসা,স্নেহ সব .......।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৪

মেঘ ছেড়া আলো বলেছেন: ছোট্ট বাবাকে আদর স্নেহ দিয়ে বাদর বানিয়েননা আবার,,, কথায় আছে আদরে নষ্ট ছেলে

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

খোলা বাতাস বলেছেন: না..আমার এই বাবাটা কখনও নষ্ট হবে না আমি যত আদরই দিইনা কেন..তবে বাঁদরামি করুক মাঝে মাঝে ভালো লাগবে..

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন লিখেছেন

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

খোলা বাতাস বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপু..ভালো থাকবেন ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.