নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

তোমার প্রশংসাগুলো মিথ্যে ছিল ,
সত্যটাকে ঢাকা দিয়ে গাঢ় অন্ধকারে
চুইয়ে চুইয়ে তোমার বলা মিথ্যেই ঢুকতো
আমার কর্ণ গহ্বরে ।
তখন বুঝিনিি সেগুলো মিথ্যে ছিল ,
যখন ভালবাসায় বুদ হয়ে
আমার চোখে চোখ রেখে
ঘোর লাগা দৃষ্টিতে তুমি আমাতেই লুকোতে মিথ্যেরে ।
তোমার ঠোটের ঐ বাঁকা হাসিটাও মিথ্যে ছিল ,
মাঝে মাঝে ভাললাগার কিছু আবির
রংধনুতে মিশে তোমারি মুখে খেলতো ,
বুঝিনি,ঐ রংগুলো যে ছিল মিথ্যে ।
তোমার সব গল্পতেই ভান ছিল ,
আমার সকল বিশ্বাস নিয়ে তুমি
কেবলি খেলেছো নিঠুর খেলা ,
আজ বুঝি সব ছিল মিথ্যে মেথ্যে আর মিথ্যে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

মুহিব জিহাদ বলেছেন: চমৎকার।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

খোলা বাতাস বলেছেন: ধন্যবাদ ....ভালো থাকবেন......

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

সরদার হারুন বলেছেন: তেমার মনটা যেন ক্যসেটের ফিতা /
পড়ে পড়ে বার বার গান তোলা যায়/
কত গান মুছে ফেলে দিয়ে
, অব শেষে ডেকেছ আমায়।

তাই না ?

লেখায় দিলেম++++++++++++++

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

খোলা বাতাস বলেছেন: জী তাই ..আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন ...আর অনেক বেশি ভালো থাকবেন...সেই সাথে ধন্যবাদ ও রইল.....

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

কল্পতরু তেপান্তর বলেছেন: সুন্দর লিখেছেন । সব কিছুই মিথ্যা ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

খোলা বাতাস বলেছেন: শুভ সন্ধ্যা..ধন্যবাদ.. ভালো থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.