নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

বুনো...

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

তুমি বুনো ,
নওকো তুমি ঘরকুনো ।
কৃত্রিমতার ভীরে হয়ত তুমি নাজুক ,
প্রতিবাদের বাঁশি বাজে তোমার বুকের গহীনে,বাজুক ।
হও যতই বুনো ,
তবু তুমি লক্ষ কোটি সামাজিকের মুখে ছেটাও থুথু ।
মায়া মমতায় হিয়া তোমার ভরপুর ,
তোমার মাঝে দেখিনা কভু অভিনয়ের লুতুপুতু ।
বুনো হলেও তুমি পূর্ণিমার আলো ,
কখনও দেখিনা মুখে অমাবস্যার কালো ।
আধুনিকতার মোড়কে নও তুমি মোড়ানো ,
তাইতো গায়ে প্রাচিনতার সুগন্ধ মাখানো ।
নিজেকে ভাবো, "তৃতীয় শ্রেণীর মানুষ" ,
গতানুগতিক ভাবনাতে থাকোনা বেহুশ ।
তুমি যেন নতুন সমাজ গড়ার এক যোদ্ধা ,
মনের মধ্যে বেজেই চলে যুদ্ধের দামামা ।
অস্থিরতার মাঝেও থাকো স্থির,শান্ত ;
অন্যায়কে রুখতে লড়ে যাচ্ছো অবিশ্রান্ত ।
তুমি বুনো বুনো বুনো ,
ক্ষেপালে বুনো ভ্রুক্ষেপ নেই কোনো ।
বুনো তুমি,প্রকৃতি প্রেমিক অনন্য ;
তোমার প্রেমে প্রকৃতিরা কলরব তোলে ধন্য ধন্য ।
অন্যায় বিরূদ্ধ যুদ্ধে তুমি অকুতোভয় সৈনিক ,
মানব সেবার পুরুষ্কারে নমস্য মানব হবে দৈনিক ।

(৬/১/২০১৫ বুনো বাবুকে নিয়ে, তবে সবাই এমন হলে হয়তবা সমাজটাই বদলে যাবে..সেই বদলের অপেক্ষায রইলাম )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

মেঘ ছেড়া আলো বলেছেন: নির্বাক

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

খোলা বাতাস বলেছেন: নির্বাক কেন?......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.