নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী,আমি বাংলাদেশী..............

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে।

েখারেশদ আলম

আমি বাঙ্গালী,আমি বাংলাদেশী.......................

েখারেশদ আলম › বিস্তারিত পোস্টঃ

সুখে থাকলে ভূতে কিলায়!

২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২২

বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, "সুখে থাকলে ভূতে কিলায়।" এখন দেখা গেল সুদূর লিবিয়াতেও সেটা প্রতিষ্ঠিত । আসুন দেখে নিই গাদ্দাফির নেতৃত্বে লিবীয়দের অর্জনঃ

● আই এম এফ, বিশ্বব্যাং ক বা অন্য কারো কাছে লিবিয়ার এক পয়সাও দেনা নেই!!!

● উত্তর আফ্রিকার সবচেয়ে সাক্ষর দেশ লিবিয়া!!!

● লিবিয়ায় শিক্ষিত জনসংখ্যার ৮০% লোক পশ্চাত্যের আধুনিক শিক্ষায় শিক্ষিত!!!

● একটি আধ কেজি রুটির দাম লিবিয়ায় পনেরো ইউ এস সেন্ট (আমার ...দেশে ৪৫০ গ্রাম ওরিয়েন্ট পাউরুটির দাম পয়তাল্লিশ সেন্ট আমাদের মাথা পিছু আয় লিবীয়দের আয়ের ক্ষুদ্র ভগ্নাংশ)!! !

● লিবিয়দের জন্যে ঋণের সুদের হার শুন্য শতাংশ!

● লিবিয়া একটি ভিক্ষুকহীন দেশ!!!

● ১০০% বেকারের বেকার ভাতা নিশ্চিত!!!

● বিয়ের পর বিনা মূল্যে দম্পতির জন্যে ফ্ল্যাট বা বাড়ী!!!

● পৃথিবীর যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়ার সুযোগ, সে জন্যে মাসে ২,৫০০ ইঊ এস ডলার বৃত্তিসাথে গাড়ি ও আবাসনভাতা!!!

● ন্যাটোর বোমাবর্ষনে র আগে পর্যন্ত শূন্য (০) শতাংশ গৃহহীন নাগরিক!!!

● উৎপাদন মূল্যে (Ex factory price) গাড়ি!!!

● ছাত্রেরা যে বিষয়ে পড়াশোনা করে সে বিষয়ে পড়াশোনা করে চাকুরী না পেলে,মূলবেতনের ভাতার টাকা তাদের দেয়া !!

● প্রতিটি লিবীয়র জন্যে বিনা মূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা!!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩০

রাকিব খান বলেছেন: Click This Link

২| ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৯

শ।মসীর বলেছেন: দেখা যাক তাদের আগামী কি বলে.........গনতন্ত্র আসলেই কতটুকু সুফল আনতে পারে তাদের জন্য ।

অনেক সময় সব কিছুর নিশ্চয়তার বিনিময়েও বন্দীত্ব ভাল লাগার কথা নয়.......

সাধারন লিবিয়রাই ভাল বলতে পারবে ......।

৩| ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৪

১১স্টার বলেছেন: লিবিয়াতে আমি কিছুদিন ছিলাম সেই সূত্রে লিবিয়ার মানুষের শান্তি আমি দেখে এসেছি। পৃথিবীতে লিবিয়ার মত শান্তি বোধহয় আর কোন দেশের সাধারন লোক ভোগ করতে পারে নাই। আর এজন্য হিংসাপরাবশ পশ্চিমাদেশ গুলো এদের বিরুদ্ধে লাগছে। তবে গাদ্দাফির জীবনাবসানের মধ্য দিয়ে সেই শান্তি শেষ হলো।

৪| ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৯

পুরাতন বলেছেন: কাহিনী !!

৫| ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৭

সবুজ ভীমরুল বলেছেন: সহমত.........আসলেই সুখে থাকতে ভূতে কিলায়।

গনতন্ত্র নামক ফটকাবাজী কনসেপ্ট এর ধূয়া তুলে লিবিয়ানরা পশ্চীমা সাদা চামড়াদের ফাঁদে পা দিল। নিজেরাই একটা সাজানো গোছানো দেশ ধ্বংসস্তুপে পরিনত করল!! এখন সব আই.এম.এফ, ওয়ার্ল্ড ব্যাংক নিজেদের ব্যাবসার স্বার্থে ওখানে শকুনের মত ঝাঁপিয়ে পড়বে।

যেখানে পশ্চীমারা এই তথাকথিত স্বাধিনতার সাথে জড়িত, সেখানে আর যাই হোক "শান্তির" সম্ভাবনা সুদূর পরাহত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.