![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো...
গান ডাউনলোড
*******************************************************************
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে, হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
লাল পাড়ের ওই শাড়ির আচল, আলতা পায়ে খুশির নাচন
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাধার আজ খুলছে বাঁধন
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে
আইলো আইলো রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে
আইলো আইলো রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
গান ডাউনলোড
*********************************************************************
ঝড় এলো এলো ঝড়
আম পড় আম পড়
কাঁচা আম ডাঁসা আম
টক টক মিষ্টি
এই যা...
এলো বুঝি বৃষ্টি।
টুপটাপ পড়ে আম
পিছনে ও সামনে
চট করে গুটিকয়েক
ডাসা ডাসা আম নে
তারপরে দে না ছুট
চল চল জলদি
নইলে যে বৃষ্টিতে
ভিজে হবে সর্দি
আর তাতে হবে অনাসৃষ্টি
এই যা ...
এলো বুঝি বৃষ্টি।
সর্দিটা হলে ভাই
আম খাওয়া বন্ধ,
কাচা হোক ডাসা হোক
সবটাই মন্দ।
তার চেয়ে চল যাই
করি কিছু খাটনি,
নুন-ঝাল-তেল মেখে
করে নিই চাটনি।
কি যে মজা চাটনিতে
টক-ঝাল-মিষ্টি,
দেখলেই জিভ পুরে
আসে পানি বৃষ্টি,
আহা কি যে মিষ্টি মিষ্টি
এই যা...
এলো বুঝি বৃষ্টি।
গান ডাউনলোড
*************************************************************************
জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
জেগেছে রমণীর খোপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলেই শুনি...
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
গান ডাউনলোড
************************************************************************
বৈশাখের পহেলাকে একলা বলার গল্প আরেকদিন হবে। আজ-কাল-পরশু, দিন কাটুক নাচে-গানে-খুশিতে। সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা!!
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ছবিগুলা যে আমার কাছে কেম্নে আসলো তাই বুঝলাম না। পিসিতে দেখি আছে। আমার জাঙ্ক জমায় রাখার স্বভাবটা ভালোই
২| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শুভ নববর্ষ
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ। একলা থুক্কু পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা!
৩| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২১
বিডি আইডল বলেছেন: কঠিনস্য...++
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ধনিয়া!
৪| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২২
সব্যসাচী প্রসূন বলেছেন: ঝড় এল এল ঝড়
আম পড় আম পড়...... ধন্যবাদ গানটার জন্য
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গানের কৃতজ্ঞতা আমার নাচ শেখা দুটা ছোটবোনকে দিতে হবে। ওর নাচের গানের সিডি থেকে গানগুলো রেখে দিছি!
৫| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩
ইমন জুবায়ের বলেছেন: কয় হাজার প্লাস নেবেন শুনি?
বৈশাখী শুভেচ্ছা।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: যত হাজার দিতে পারবেন, আমি তার একটাও কম নিমু না
শুভ নববর্ষ
৬| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৪
শত রুপা বলেছেন: ছবি গুলো ভীষন সুন্দর। নববর্ষের শুভেচ্ছা রইলো।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ
৭| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬
তনুজা বলেছেন: +++++
বৈশাখী শুভেচ্ছা ......আর গানের জন্য আরেকদফা ++++++++++++
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আআহা...প্লাসে প্লাসে একাকার...এমন শুভদিন কেন প্রতিদিন আসে না!
৮| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩১
পারভেজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
ছবিগুলি কড়া হইছে !
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ
৯| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৫
শাহ্রিন বলেছেন: মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধর,,,,,,,,,,,ভালো লেগেছে
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এইটা তো পয়লা বৈশাখের জাতীয় গান
১০| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪
অপ্সরা বলেছেন: বাহ বাহ ভালই গান জানোতো।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেক ভালো গান জানি। গাইতে না, শুনতে।
১১| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: শুভ নববর্ষ .............
গানগুলো এক সাথে করার জন্য অনেক গুলো পেলাস। একটা দিলাম। বাকি গুলো জমা রইলো। পরে কোথাও দিয়ে দিবো।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: একটা প্লাস ব্যাংক খুলমু নাকি? সুদে আসলে প্লাস বাড়তে পারে
১২| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মেলায় যাই রে মেলায় যাই রে
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লন যাই
১৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪০
হিমালয়৭৭৭ বলেছেন: এসো হে বৈশাখ....ছোটবেলা থেকে শুনতে শুনতে কানে পোকা ধরে গেছে, তাই ঐটা আর ভাল লাগেনা....বাকি ৩টা গান দিছো বইলা ধন্যবাদ দিলাম।্
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বাকি তিনটার মধ্যে আইলো আইলো গানটা দারুণ লাগে। খুব ধুম-ধারাক্কা টাইপ গান। উৎসবে জমবে ভালো।
১৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮
অলস ছেলে বলেছেন: ভালো লাগছে, গানের ডাউনলোড লিংকের জন্য বেশী ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অলস ছেলে ঘুম রাইখা ডাউনলোড কেম্নে করবে!
১৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬
ফিউশন ফাইভ বলেছেন: ছবিগুলো সুন্দর, কিন্তু গান দুইটা কেন যেন শ্রুতিমধুর নয়। ঘমুপাড়ানি টাইপ গান।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গান তো চারটা! তার মধ্যে দ্বিতীয়টাতে ঘুম পাওয়ার কথা না!
১৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৬
কঁাকন বলেছেন: shuvo noboborso
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শুভ নববর্ষ!
১৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
শন পাপড়ি বলেছেন: তুই নিজেও একটা গান লিখা দিতি, যদিও তুই গান তেমন ভাল লিখতে পারস না । গায়ক এর জন্যই উতরায় যাস
।
অ.ট.--কালকে তুই নাকি কেকের স্পন্সর ?
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লেখালেখির মুডে নাই। তয় আজক্কে তোর যে গায়কী প্রতিভা দেখলাম, ভাবতাসি তোরে দিয়া আমার ভুয়া গানগুলা গাওয়ায় লমু
ঈশানরে নষ্ট ছেলের দল থেইকা বাদ দিতে হবে, ও কেক খাইতে চায় না
১৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫২
সাধারন যুবক বলেছেন: এই সব গান এর link জন্য +++++++ খুইজা পাইলি ক্যামনে
মাইয়ার/মহিলার ফুটুটা ভালা
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গান সবগুলান আমি আপলোড করছি
কালকে আবার ফটুক তোলা হবে। এইবার ফিওনা মডেল
১৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
শম্পা শাহরিয়ার বলেছেন: তানিম বাংলা নবর্বষের অনেক অনেক শুভেচ্ছা ।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ধন্যবাদ আপু শুভ নববর্ষ
২০| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৫
শন পাপড়ি বলেছেন: দোস্ত সাধারণ মাসইল্লা আসলে আকারে ইঙ্গিতে কিন্তুক মনের কথাটাই বুঝা গেল ।
অরে অখুশি করিস না ।
সাথে আমাদেরও।
আর,কাকের শুনার উপযোগী গান লিখলে আওয়াজ দিস,আমি গাইয়া দিমু
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হ, সাধারণ মাচোম্যানেরর খুশিতে কথা বন হইয়া গেছে।
কাক সঙ্গীত আমি লেখি না। অন্য গীতিকার ধর
২১| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
শন পাপড়ি বলেছেন: যে লিখতে পারে সে সব রকমই পারে বুঝসস।
তোরেই লিখতে হইব।চেষ্টা করতে থাক,সফল হবিই।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কাউয়া সঙ্গীত লেখি না, প্রেস্টিজ পাংচার হইয়া যাইতে পারে। তখন পাম্প করবে কেডা?
২২| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অয়ন দোস্ত চিনছস, কিন্তু নামটা ব্লগে প্রকাশ করতে চাচ্ছি না দেখে মুছে দিলাম। মাইন্ড খাইস না। তোরে কি আমি তামজীদ নামে চিনি??
২৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০২
অয়ন বলেছেন: লোল।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
২৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫
অয়ন বলেছেন: লিংকেই তো নামটা আছে আমার।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তোর অয়ন নামটা তো জানতাম না
২৫| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৬
আউলা বলেছেন: শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভালো আছেন? দেখা যায় না খালাম্মা আপনাকে। খালু খোঁজায় ব্যস্ত নাকি?
২৬| ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ
২৭| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
চানাচুর বলেছেন: ভাঙ্গা চিনো ভাঙ্গানুজ্জামান?
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নাহ, ওইটা কি?
২৮| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৫
ঈশান৭২৮৫ বলেছেন: ছবিগুলা ভালোই । মেলায় যাইরে শুনতেই খালি ভাল লাগে।
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আইলো রে গানটা শুনতে পারস
২৯| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৯
আউলা বলেছেন: খামোশ ফাজিল
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: খামোশ কে? পাপোশের ভাই বইন কেউ নাকি?
৩০| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩২
কাক ভুষুন্ডি বলেছেন: মাইনাস......................আমারে।
এত্ত দেরি কৈরা দেখছি বৈলা।
১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: খেক খেক...নিজের নাম সবাই লইতাছে এই খুশিতে বিজি আছিলেন মনে লয়!
৩১| ১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯
চানাচুর বলেছেন: ভাংগা এমন একটা জিনিস যা তোমার পিঠে দেয়া উচিত। তোমার পিঠের সাথে ভাংগার বিক্রিয়া হয়ে বিস্ফোরনসহ আআআ শব্দ বের হবে। পারমিশন না নিয়ে ছবি তোলে
১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হে হে...তুমি মঠেলিং করলেই তো হয়, পারমিশন ছাড়া ছবি তুলার কষ্ট করতে হয় না
৩২| ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩
চানাচুর বলেছেন: Tumi ki jano tumi kar sathe kotha bolso?
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মোনালিসা আফায় নাকি?!
৩৩| ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৪
মুক্ত বয়ান বলেছেন: খাইছেরে.. আপনে না কইলেন মহিলার ফটুক তুলর্তারেন নাই!! তাইলে এইটা আইল কই থেইকা??
ব্যাপক ছবি হইছে।
গানগুলা সবগুলান আছে আগে থেইকা।
+++
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ছবি নেটে পাইছি মিয়া!
৩৪| ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৪
চানাচুর বলেছেন: Ei chele apni kore r shuddho kore kotha bolo ar ami tomar 10/15 hazar takar camerar model na j amake afa afa korbe.....madam bolbe
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জ্বী ম্যাঠাম, আপ্নের জন্যই তো নতুন ক্যামেরা কিনছি। পুরা ছিনেমার ক্যামেরা। ভাবতাছি আপ্নেরে দিয়া মঠেলিং না করায়া ছিঃনেমা বানায়া হিট খামু
৩৫| ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
অবিরাম বলেছেন: +++++
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
৩৬| ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ১ হালি বৈশাখী শুভেচ্ছা..................
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বৈশাখী গরমে জান যায় যায়...শ্রাবণের শুভেচ্ছা হইলে ভালা হইতো
৩৭| ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪০
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভাল্লাগছে।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
৩৮| ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
রাখালছেলে বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
সৌম্য বলেছেন: তিনটা ছবি এতই জটিল সুন্দর যে ভিতরের লেখা পড়তে মন চায় না।