![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ অপরাহ্ণ,টিপ টিপ এই বৃষ্টি এর দিনে নিয়ে হাজির হলাম শিক্ষণীয় একটা টিউন । যারা টিউটরিয়াল লিখতে চায়, লেখার বিষয় খুজে পায় না বা ভাল মানের টিউটরিয়াল তৈরীতে সমস্যা তাদের জন্য সহায়ক হবে টিউটরিয়ালটি। এখানে ভিডিও টিউটরিয়াল বানানোর ব্যবারেও আছে বিস্তর বিবরণ। নতুন লেখকদেরও এ টিউটরিয়ালটি পড়া উচিত। কারো আরো কিছু জানার থাকলে শেয়ার করতে পাড়েন।
১. বিষয় নির্ধারন
আপনি কি পছন্দ করেন? কোন ধরনের টিউটরিয়াল আপনার পছন্দ? কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা ভাল? এসব চিন্তা করে বিষয় নির্ধারন করুন। বিষয়টি নিয়ে আরো শিখতে থাকুন, বিষয়টিতে সার্চ দিয়ে আট-দশটা ইংরেজী সাইট ঘাটুন, লেখা গুলো পড়ুন। মোটামুটি একটা ভালআইডিয়া চলে আসলে, পরে লিখুন।
২. বেশি বেশি পড়ুন ।
বেশি বেশি টিউটরিয়ল সাইটগুলো পড়ুন । আমি কিছু টিউটরিয়ালের সাইটের ঠিকানা দেব(সব শেষে), সেগুলোতে গিয়ে দেখতে পাবেন কত সুন্দর টিউটরিয়াল লিখেছে তারা।
৩. সুন্দর শিরোনাম দিন।
আকর্ষনীয় সুন্দর ও মাঝারী আকৃতির শিরোনাম দিন। আমার মতে ১২ শব্দের বেশিতে যাওয়া উচিত না। আকর্ষনীয় শিরোনামের কারনে অনেক লেখাই বেশি হিট পায়।
৪. বিস্তারিত লিখুন এবং টিউটরিয়াল আকৃতির প্রতি নজর রাখুন।
ভাবতে হবে-আপনি যা জানেন পাঠক তা জানে না। তাই আপনার কথাটি বিস্তারিত লিখতে হবে। আমরা সাধানত: ৪০০ শব্দের নিচের টিউটরিয়াল প্রথমপাতায় প্রকাশ করি না, ফোরামে পাঠিয়ে দেই। অনেক বড় বা ধারাবাহিক টিউটরিয়ালগুলো এমন ভাবে ভাগ করুন যাতে তা এক – দুই দিনে রপ্ত করা যায়। প্রয়োজনে কয়েক পর্বে ভাগ করে লিখুন।
৫. প্রয়োজনীয় ছবি দিন।
যে টিউটরিয়ালটি লিখবেন তা নিজে একবার প্রাকটিস করুন। টিউটরিয়াল সম্পকির্ত ছবিগুলো Jpeg ফরমেটে সেভ করুন। লক্ষ্য রাখবেন কোন ছবি যেন ৩০০ কিলোবাইটের উপরে না যায়। প্রয়োজনে ফটোশপের সাহায্যে ছবি গুলো ছোট করে নিন। হাতের কাছে ফটোশপ না থাকলে picresize.com
এর মাধ্যমে খুব সহজেই ছবি ছোট করে নিন।
প্রয়োজনীয় ছবি দিনছবি দেয়ার ক্ষেত্রে ডান পাশে বা বাম পাশে মাঝারী আকৃতির ছবি দিন। ছবির মাপ মোটামুটি ৩০০*৩০০ পিক্সেল এর কাছাকাছি রাখুন। যে ক্ষেত্রে বড়আকৃতির ছবি দেয়া দরকার সেক্ষেত্রে বড়আকৃতির ছবি মাঝে দিন। ছবির বিবরন দিন।এভাবে বাম পাশে ছবিটি দিতে পারেন।
৬. প্রয়োজনীয় লিংক দিন।
মনে রাখতে হবে-লিংক একটি অপ্রিয় জিনিস। আবার কেউ কেউ প্রয়োজনীয় লিংকের জন্যই বারবার আপনার টিউন টিউটরিয়াল ভিজিট করতে পারে। প্রয়োজনে লিংক দিন।
একই সাইটের লিংক দেয়ার ক্ষেত্রে কৃপনতা করা উচিৎ না। ধারাবাহিক টিউটরিয়ালে ক্ষেত্রে পূর্বের ও পরের টিউটরিয়ালের লিংক দিন।
৭. ট্যাগ দিন
আপনার লেখাটি একদিনের নয়। বছর বছর আপনার ব্লগে হিট পরবে। সার্চ ইঞ্জিন যাতে খুজে পায় তার জন্য ট্যাগ দিন। মোটামুটি দশটি শব্দ (কমা দিয়ে দিয়ে ) ট্যাগ দেয়ার চেস্টা করুন। এ ব্যপারে আরো জানতে বাংলা শব্দ দেয়াই ভাল।
৮. বানান সতর্কতা
বানানের ব্যপারে সতর্ক থাকা উচিৎ। পোস্ট করার আগে বানানটা একটু চেক করে নিন। বানানের জন্য দেখুন
৯. ফরমেটিং করা ও সুন্দর করে সাজানো।
প্যরা করে লিখুন। পাঠকের পড়তে সুবিধা হবে।
প্যরার হেডিঙে
©somewhere in net ltd.