![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাতো চলছিলো রাজাকার বনাম বাংলাদেশের জনগণ | সরকারের সাথে জামাতের একটা আঁতাতের গন্ধ পেয়েই তরুণ প্রজন্ম এই ফাইনাল খেলাতে অংশগ্রহণ করে |
খেলা তো অনেক আগেই চলছিলো হঠাৎ আবার কি হলো ? ইউসুফ বাচ্চু ভাই তো ভালই কোচিং দিচ্ছিলেন, মাঝখানে সাহারিয়ার কবির ভাই টিম স্পিরিট কে বাঁচিয়ে রাখতে কো কোচিং এর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে যেতেই মহাখালীতে হঠাৎ করেই দুর্যোগ থেকে প্রাণে বেচেঁ আসলেন, ৮ই এপ্রিল কি নতুন করে খেলা হবে | জামাত শিবিরের বংশকে বাংলার মাটি থেকে তো বিদায় করার কথা ছিলো | সুষ্ট বিচারের আশায় যুব সমাজ মাঠে নামলো, ফ্লাড লাইট জ্বলে উঠলো, জাগরণ টিমে কাউকে স্থান দেয়া হলো না, হঠাৎই সাইড লাইন থেকে ছাত্রলীগকে দলে নেয়া হলো | বাকী যারা আসতে চাইলো তাদের ঘাড় ধরে ধরে টিম থেকে বের করে দেয়া হলো| মুখপাত্র ইমরান ভাই সেন্টার ফরওয়ার্ড, মুখপাত্র ইমরান ভাইকে তালি দেবার জন্যে দেশে বিদেশে বেশ কজন মার্কামারা সাপোর্টার রেডী, তারা সবাই আমার ভাই তোমার ভাই ইমরান ভাই তজবি জপতে শুরু করলো | সবার আশা টিম জিতবেই, রেফারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
গত ৫ই ফেব্রুয়ারি ২০১৩ থেকে গতকাল ২রা এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, আমাদের লীগ , সবার লীগদের যন্ত্রণায় কোথাও ঠাই পাচ্ছিলাম না, সব লীগের লোকজন গণজাগরণ গণজাগরণ খেলায় মাঠটা গরম করে রেখেছিলো, বল সাইড লাইন পার হতে পারছিলনা | কর্দমাক্ত আকাশ মেঘাছন্ন বাতাস তারপরও খেলা চলছিলো | সবাই ধরে নিয়েছিলো গণজাগরণ ১১ গোলে জিতবেই | হঠাৎ করেই রেফারি মাননীয় প্রধান মন্ত্রী ১৩ দফা ফাউল এর পক্ষে হেফাজতি ইসলামের (জামাতের) পক্ষে পেনাল্টি কিক এর বাঁশি দিতেই স্টেডিয়ামের বাত্তি নিভে গেল, আর লীগের রেগুলার প্লেয়াররা মাঠ থেকে ছিটকে পরে গেলো, এখন আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, আমাদের লীগ , সবার লীগের প্লেয়ারদের মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না | হায় হায় এখন কি হবে---মাত্র তো হাফ টাইম!!! কেউ তাদের খবর জানেন কি????
পরিশেষে এটাই বলবো --
গণজাগরণ মঞ্চের দাবী তো রাজাকার মুক্ত বাংলাদেশ, ধর্ম ও ধর্মীয় অনুভূতি নিয়ে তো গণজাগরণ মঞ্চের কাম কাজ করার কথা না, সরকার, বিরোধীদল, জামাত শিবির শেষ পর্যন্ত হেফাজতি ইসলাম গণজাগরণকে ধর্মীয় খেলা ধুলাতে সম্পৃক্ত করতে সমর্থ হলো, গণজাগরণ মঞ্চকে এ ভাবেই সবাই তছনছ করার পরিকল্পনায় লিপ্ত হলো , বোকার রাজ্যের রাজার মতো গণজাগরণ মঞ্চ এখন মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিলো, আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, চায়না লীগ সবাই এখন সুযোগ বুঝে সটকে পরলো | এই জাগরণ মরতে দেয়া যাবে না | শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও একে জাগিয়ে রাখতে হবে | কাজেই ভন্ডদের এখান থেকে বিদায় করুন |
©somewhere in net ltd.