নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিন্তু-কি

কিন্তু-কি › বিস্তারিত পোস্টঃ

আমি একজন ব্লগার| আমার হাতে কলম, এটাই কি আমার অন্যায়????

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪

আমি আজ সম্পূর্ণভাবে হতবাক, নির্বাক চিত্তে ফটিকছড়ি থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজটা দেখতে পারলাম মাত্র ১৫/২০ সেকেন্ড, আমি জানি না আজ রাতে ঘুমাতে পারবো কি না? ইচ্ছে হচ্ছে ফটিকছড়িতে এ মুহুর্তে চলে যাই, চিৎকার করে বলি, আমাকেও এ ভাবে মেরে ফেলো| ধর্মের দোহাই দিয়ে মানুষ কি ভাবে এতটা পশু হতে পারে , কি ভাবে মানুষ এতটা বর্বর হতে পারে, কেন মানুষ পশুর চাইতেও অধম হতে পারে? এটা আজ ভাববার মতো মানসিক অবস্থা আমার নাই| আমার জীবনেও অনেক কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এতটা পশু হয়ে যেতে পারে তা আমার চিন্তা শক্তির বাইরে ছিলো | আমি জানি সরকার, বিরোধীদল, রাজনৈতিক ব্যক্তি-বর্গরা আজ বিভিন্ন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছেন, একে অপরকে দোষারোপ করছেন, একবারও ভেবে দেখছি না আসলে এর দায়িত্ব থেকে কেউই সরে আসতে পারেন না| হেফাজতি ইসলাম কোনও রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু তাদের দাবী গুলো ছিলো রাজনৈতিক, ধর্মীয় রীতিনীতি ছিলো প্রচলন করার দাবী নিয়ে তারা শাপলা চত্বরের বসে পরে গত ৬ই এপ্রিল, সরকার তাদের সাথে সমঝোতার আহ্বান জানায়, রাজনৈতিক বেক্তিবর্গরা হেফাজতি মঞ্চে উঠে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তাদের পানি বিতরণের জন্যে রাস্তায় নেমে পরেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হেফাজত ইসলামের একটি অরাজনৈতিক সংগঠনের সমাবেশকে একটি শান্তিপ্রিয় সমাবেশ আখ্যায়িত করে ধন্যবাদ জ্ঞাপন করেন|

তারপর, তারপর শুরু হয়ে ফটিকছড়িতে এই তাণ্ডব| ধর্মান্ধতাকে পুঁজি করে মসজিদের মাইক ব্যবহার করে ধর্মভীরু মানুষকে সশস্র করে সংগঠিত করে কিছু মানুষকে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়| বাংলা নববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার- ' মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে| একটি বারের জন্যে কেউ কি চিন্তা করে দেখেছেন, অন্তত একটি বারের জন্যে চিন্তা করুন, এটাই কি রাজনীতি? আজ কেউ আওমীলীগ, কেউ বি এন পি, কেউবা জামাত, কিন্তু সর্বশেষে মারা যায় মানুষ, বর্বরোচিত ভাবে হত্যা করা হয় মানুষ| আওমীলীগ, বি এন পি অথবা জামাত মারা যায় না| আজ কেউ চিৎকার করে বলছে আমাকে বাচাও, আমাদের বাচতে দাও, আমাদের জীবননাশ করো না, আমি একজন ব্লগার| আমার হাতে কলম, এটাই কি আমার অন্যায়????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.