![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে নিহত ও আহতদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা সত্যি গভীর শোক প্রকাশ করছি।
সময়ের সাথে দিন পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে পৃথিবী, পাল্টে যাচ্ছে রাজনীতি , সাম্যের ডাকে, মানবতার ডাকে পৃথিবী সকল মানুষ এগিয়ে যাচ্ছে, মানুষের মাঝে প্রবল ভাবে জেগে উঠেছে সহানুভূতি আর ভালোবাসার টান | তথ্য প্রযুক্তির উত্তর উত্তর অগ্রগতির যুগে মানুষ চলে যাচ্ছে একে অপরের খুব কাছে| মুহূর্তের মাঝেই একে অপরের জন্যে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে | সাভারের এই মর্মান্তিক দুর্ঘটনায়ই এর জ্বলন্ত প্রমাণ| আজ পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশের পোশাক শিল্প ও তার শ্রমিকদের দুরবস্থা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে | ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পোশাক আমদানি-কারকরা দারুণ ভাবে চিন্তিত, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতেও একি অবস্থা, বহির্বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু করেছে, আমি প্রবাসে থেকে এই সংবাদ গুলো বিভিন্ন পত্র পত্রিকাতে দেখতে পারছি পরিষ্কারভাবে|
কিন্তু, থেমে থাকছে বাংলাদেশের রাজনীতি, অগ্রগতি হচ্ছে না দুর্গতদের প্রয়োজনে bgmea র এগিয়ে আসার কার্যক্রম, একজন অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রী এখনো পদ আগলে বসে থাকা, দুর্যোগের পূর্বাভাস থাকা সত্যও গার্মেন্টস মালিকদের টাকার লালসা, কর্তৃপক্ষের নির্দেশ থাকার পরও ত্রুটিপূর্ণ ভবনটি খুলে দাওয়া, সরকারের পক্ষ থেকে নিদিষ্ট অপরাধীদের গ্রেপ্তারের আদেশের বিলম্বতা| ২৭ এপ্রিলের নারী মহা-সমাবেশ স্থগিত করা হয়েছে। হেফাজতি মোল্লারা যদি ৫ই মে ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত না করে, তাহলে এইসব মোল্লাদের রাজনীতি থেকে অবসর নেয়া উচিত, সাভার ট্র্যাজেডিকে কেন্দ্র করে দেশের গার্মেন্টস শিল্প আজ মৃত্যুর মুখে যেতে বসেছে, দরকারী কাটারের অভাব, টর্চ লাইটের অভাব, প্রয়োজনীয় ঔষধের অভাব, বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ তারপরও দুর্যোগ মন্ত্রী ছিলেন বিদেশে, দুর্যোগ সচিবও বিদেশে। দুর্যোগ প্রবণ বাংলাদেশের মতো একটি দেশে দুর্যোগকে রক্ষা করার দুইজনকে একই সাথে বিদেশ যাবার পারমিশন কে দিলো? ওইদিকে সাধারণ মানুষ নিজের টাকা দিয়ে অক্সিজেন, খাওয়ার পানি, হাতুড়ি, বিস্কুট, আর এয়ার ফ্রেসনার নিয়ে দৌড়চ্ছেন সাভারে। সর্ব কর্মে সরকারের বিলম্বতা হলেও, শুধু ব্লগারদের গ্রেপ্তারে তরিত কর্ম হওয়া|
আপনারা দয়া করে এই সাভারের দুর্ঘটনা নিয়ে রাজনীতির যাঁতাকলে সাধারণ মানুষ কে পিষে মারবেন না, সাধারণ মানুষ আপনাদের এই কুকর্ম আজ ৪২ বছর দেখে এসেছি, দয়া করে আমাদের এই অসুস্থ রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি দিন | দেশের সব রাজনৈতিক দলগুলোর কাছে আকুল আবেদন অন্তত কিছুটা দিন হলেও দেশটাকে হরতাল মুক্ত রাখুন| মানুষকে একটু শান্তিতে শোক প্রকাশ করার সুযোগ দিন|
দেশের আর্মি, পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য বাহিনীকে অবশ্যই এই দক্ষতার সাথে অপ্রতুল সরঞ্জাম নিয়ে কাজ করতে দেখা গেছে, তারপরও এই সব বাহিনীকে ধন্যবাদ|
এতো সব কিছুর পরও থেমে থাকছে না বাংলার তরুণ সমাজের আশার আলো দেখতে পাওয়া, জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ দুর্গত মানুষের জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়া, অস্থায়ী হাসপাতাল তৈরি করে তরুণ প্রজন্ম তথা গণজাগরণ মঞ্চের দুর্বার গতিতে এগিয়ে যাওয়া, ভালো হোক মন্দ হোক বাংলাদেশর সচেতন বাঙ্গালীরা ব্লগ আর ফেইসবুকের পাতায় পাতায় আলোচনার ঝড় তোলা| দুর্গম-গিরি কান্তার মরু দুস্তর পারাবার .... মানুষকে উদ্ধারের কাজে আজ বাংলার তরুণ সমাজ নাওয়া খওয়া ছেড়ে রাস্তায় নেমে পরেছে| পৃথিবীর ইতিহাসে এ রূপ ঘটনা নজির বিহীন|
মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যদি আপনি সাভারে প্রথম দিন থেকেই সাভারের দুর্গত মানুষের পাশে তাঁবু গেরে বসে থেকে সরজমিনে দুর্গতদের উদ্ধার কাজ তদারকিতে নেমে পরতেন, আবোল তাবোল বক্তব্য প্রদানকারী মন্ত্রীদের মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে দুর্গত মানুষের পাশে মানবতার তাগিতে আপনার ভালোবাসাটা প্রকাশ করতেন, আমি হলপ করে বলতে পারি আপনার নিরাপত্তা জন্যে বাংলার তরুণ সমাজ তাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনার পাশে থাকতো, আপনার সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তো, আজ বাংলার ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যেতো |
জয় বাংলা, জয় হোক বাংলার মেহনতি মানুষের |
-----কিন্তু-------
©somewhere in net ltd.