নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিন্তু-কি

কিন্তু-কি › বিস্তারিত পোস্টঃ

পালাবার রাস্তা নাই গোলাম হোসেন |

০২ রা মে, ২০১৩ ভোর ৬:২৮

সাভারের ভবন ধসের পর থেকে আমার কলম বিরতি পর লিখতে বসলাম| বাতাসের লাশের গন্ধে এই সুন্দর পৃথিবীর এক দুর্বিষহ আবাস স্থল, বাংলাদেশের মাটিতে পা রাখলেই তা হাড়ে হাড়ে টের পাব যায় | তারপরও বলবো এই পৃথিবীর মানুষের মাঝে মানবতার কোনই কমতি নেই, কিন্তু দেশের সরকার সেটা বুঝতে পারে নাই| যেকোনো দুর্যোগে এগিয়ে আসতে পৃথিবীর অনেক দেশ ২৪ ঘণ্টার মধ্যে দুটো হার্কুলিস বিমান নিয়ে পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে যেতে পারে, আসলেই বুঝতে পারিনা সরকারের এতো দাম্ভিকতা কোথায়, কেন সরকার এই দুর্যোগের সময় সাহায্যে এগিয়ে আশা দেশ গুলোকে প্রত্যাখ্যান করলো | আমি এর কোনও উত্তর খুঁজে পাই না | জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এরকম দেশ গুলোর মাঝে কয়েকটি, যারা ২৪ ঘণ্টার মধ্যেই পৃথিবীর যে কোনও প্রান্তে তাদের সাহায্যের বহর নিয়ে পৌঁছে যায় | আপনাদের তুরস্কের প্রাকৃতিক দুর্যোগের কথা নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানের দুর্যোগের কথাও সবার মনে আছে | ওই দেশ গুলো দুর্যোগপূর্ণ অবস্থায় সাহায্যের জন্যে তাদের সীমানা খুলে দেয় | বাংলাদেশর সরকারের কি মাথায় ঘিলু কম নাকি জ্ঞান কম নাকি শুধু দাম্ভিকতা ? এ ধরনের মূর্খ অথর্ব সরকার নিয়ে আমাদের আর কতদিন চলতে হবে ? যে সরকার দুর্যোগের সময় মানুষের প্রাণ বাঁচাতে অন্য দেশের সাহায্যকে প্রত্যাখ্যান করে, নিজের দেশের সামরিক বাহিনীকে কে দুর্যোগের সাহায্যে পাঠাতে ৩ দিন দেরী করে? সাভারের ঘটনায় বিরোধী দল গুলো যেমন বি এন পি রাজনৈতিক ফায়দা লুটার যে প্রবণতা দেখিয়েছে তা এতটাই ন্যাকারজনক যে ভাবতেই লজ্জা পাই | এই সব কিছুর জবাব সরকার কে দিতে হবে | তরুণ সমাজ আজ দেখিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্যে নিজের জীবনকে বাজি রেখে রাস্তায় নেমে পড়তে পারে | সাভারের দৃষ্টান্তই তার জ্বলন্ত প্রমাণ| মানুষের জীবন বাঁচাতে সরকার কেন তরিত গতিতে সিধান্ত নিলো না? সরকারের ভুলের কারণে আরও অনেক জীবন হারিয়ে গেলো কি ? শ্রমিকদের কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা, যোগ্য মজুরী, সুস্থ ভাবে বেঁচে থাকার নিরাপত্তা, শ্রমিকদের শিক্ষার অধিকার, শ্রমিকদের বাসস্থান, এইসব দেখার দায়িত্ব কার ? অবশ্যই সরকারের| সরকার কোনভাবেই এই সব দায়িত্ব কারখানার মালিকদের উপর চাপিয়ে দিতে পারে না | কেন আজ তরুণ সমাজ তথা সাধারণ মানুষকে টর্চ লাইট, পানি, বিস্কুট, স্যালাইন, ঔষধ, ওয়াল কাটার, অক্সিজেন এসবের জন্যে রাস্তায় নামতে হবে? বিরোধী দল গুলো কি শুধুই রাজনীতির মাঠে হৈ চৈ করার জন্যে? এতো গুলো মানুষ মারা যাচ্ছে বিরোধী দলগুলোর কি কিছুই করার ছিলও না? বাংলাদেশের মানুষ কে মানুষ বলে মনে হওয়া না? রাজনৈতিক ব্যক্তি-বর্গরা কি শুধুই টেলিভিশনে টকশো করা জন্যে?

আমাদের আজ এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, কখনই ভাবেন না ব্লগারদের লিস্ট ধরে ধরে জেলে ঢুকালে সমস্যা শেষ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন, তরুণ সমাজ থেকেই একটা তৃতীয় রাজনীতির সূচনা হতে যাচ্ছে | পালাবার রাস্তা নাই গোলাম হোসেন |

----- কিন্তু -----

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.