নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আঁধার মাখি গায় ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৬



অরণ্যের মৃত্যু-ছয়.

তোমার কথা ভাবতে গেলে-মনের নদী আগুন,
চোখের জলে রক্ত ঝরে,দুঃখ বাড়ে দ্বিগুণ!
বুকের বুনন পাঁজর ভাঙা-ঘামের নোনা ভাসে,
নীলের স্রোতে শোকের মিছিল,খিলখিলিয়ে হাসে।

তোমার কথা ভাবতে গেলেই,ভয়ের পা-টা কাঁপে,
আমার আকাশ উপুড় হয়ে-আমার মাথায় চাপে।
আশার সাগর মরুর বালি,স্রোতের দেখা নাই,
সুখের পাখি সদলবলে-আচিনপুরের ঠাই।


আমার আকাশ মেঘের বসত-বৃষ্টি তবু খরা,
ফাগুণ জুড়ে শকুন উড়ে,আগুন হয়ে ঝরা!
শুকিয়ে মনে নদীর-দু'কূল ধূধূ বালির,
গোলাপ বকুল পদ্ম জবা,পায়না ছোঁয়া মালির।

দৃষ্টি জুড়ে জোনাক মেলা,জোছনা মাখা আলো,
পায়না তবু আশার হলক-কোথায় সে ক্ষণ গেলো?
হারায় সাঁঝের বেলা,লুকোচুরির খেলা,
কার আঁচলে মায়ার তলে,ভাসাই প্রেমের ভেলা?

এখন স্মৃতি ভুলের ছবি,হৃদয় পুড়ে ছাই,
গোলাপ বকুল গন্ধ ভুলি-আঁধার মাখি গা'য় !!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ একটি কবিতা , আপনার সবগুলো কবিতাই একটার থেকে আরেকটা সুন্দর । ভীষণ ভালো রইল । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৩

কিরমানী লিটন বলেছেন: দারুন উজ্জীবিত হলাম...অশেষ কৃতজ্ঞতা,সুন্দরের স্নিগ্ধতা,জোছনার হলকে ভাসাক-আপনার নিকানো আঙিনায়,অনন্ত শুভকামনা।ভালো থাকুন-শরীরে,মনে ...

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

গুলশান কিবরীয়া বলেছেন: এতো সুন্দর করে কিভাবে বলেন ? আপনার শব্দের ভাণ্ডারে আমি মুগ্ধ । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৫

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায়-ভরে গেলো চৈতন্যের অতল,সত্যিই'...আপনার আন্তরিকতা শেখার মতো এবং আমাকে আরও শাণিত হওয়ার স্বপ্ন দেখাক-বিশুদ্ধ হতে।এভাবেই পাশে চাই-সব সময়,সশ্রদ্ধ ভালোবাসা রইলো,আপনার জন্য ...

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

সুমন কর বলেছেন: সকালেই একটা ভালো লাগা দিয়ে শুরু করলাম। +।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা অফুরান,আসছে আগামীরা আমাদেরই হোক-সেই প্রত্যাশায় ...

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা খুব ভাল লাগলো ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

কিরমানী লিটন বলেছেন: আপনার উজ্জীবিত মন্তব্যে- আমার কাব্যের তৃষ্ণাকে আরও শাণিত করুক,আত্মার মুগ্ধতায় -শুভেচ্ছা অফুরান-অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো ...

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেল-অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা-প্রিয়সুহৃদ,প্রিয়কবি-সতত শুভকামনা...

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ শব্দগাঁথুনি...।নিরন্তর শুভকামনা কবি

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর...

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.