![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( দিনান্তে সব সন্চয়ই পথে ফেলে যেতে হয়। তারপরও এমন কিছু সন্চয় থাকে যা কোনদিন নষ্ট হয় না- পঁচে না। যুগ যুগ ধরে যা সুন্দরকে সমৃদ্ধ করে, সত্যকে প্রতিষ্ঠিত করতে- বাঁচিয়ে রাখতে। হ্যাঁ কাব্যের আশ্রয়ে এমনই এক সঞ্চয়ের কথা আজ বলবো- দুঃখের দহনে, করুণ রোদনে তীলে তীলে, আমি আগলে রাখি যাকে..... । ক্যান্সারে আক্রান্ত হয়ে, আমার অপারগতা- অক্ষমতাকে মুক্তি দিয়ে, অর্থাভাবে চিকিৎসাহীন হয়ে অসময়ে বিগত হওয়া আমার স্ত্রী, আমার নাড়ী ছেড়া ধন- "বিত্ত কৃতীকে" অবেলায় এতিম বানানো- লাভলি ইয়াসমিন লুসি'র জন্য এই শোক-গীতি-
আমার চোখে টইটুম্বর
আমার চোখের জল,
আমার লোনায় ভাসছি এখন
মানতে পারি- বল....)
শুরুই ছিল সন্ধ্যা দিয়ে
অসম্ভবের রাত্রী চেয়ে
মাড়িয়ে প্রথার রিতী,
দুপুরটাকে রাত বানিয়ে
সন্ধ্য মেখে ভোরের গাঁয়ে
বললে বিদায়- ইতি।
প্রসবকালে মা হারিয়ে
বাঁচতে শেখা অন্য কোলে
বাবা থেকেও-পর,
সাহস খোঁজার ভরসা চেয়ে
চাওয়ার সে হাত- শক্ত ধরে
ছাড়লে বাড়ী- ঘর।
ঘাম ঝরিয়ে বিরান ছুটা
পড়ে উঠে আবার হাঁটা
যেই জ্বালালে- বাতি,
স্বপ্ন দু'চোখ বিত্ত- কৃতী
ফুটিয়ে গোলাপ সাজিয়ে স্মৃতি
বললে বিদায়- ইতি।
ক্ষমার সুযোগ রুদ্ধ করে
পেখম মেলো- অচীন তীরে
শোকের দোলায় মাতি,
মায়ার বাঁধন ছিড়লো কবে
হারিয়ে গেলে খুব নিরবে
সেইথেকে সব- স্মৃতী।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা...
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন...
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
হাবিব বলেছেন: ভাল লাগলো.........++