নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটি আমার সামু ব্লগে দ্বিতীয় একাউন্ট । যাই হোক, সামগ্রিক কবিতামোহতায় আচ্ছন্ন জাতিকে জাগ্রত করতে আসলাম আবার ।

জনৈক কবি২০১১

আমার পরিচয় আমি একজন কবি । একজন কবি হিসেবে সবধরনের কবিতা লিখতে আমি পছন্দ করি ।

জনৈক কবি২০১১ › বিস্তারিত পোস্টঃ

ছন্দ কবিতার সমাহার......... (পর্ব-০১) (অনেক আগের বিষয়বস্তু নিয়ে লেখা)

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

পরিশেষ
-----------

স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে
আমরা কি পেয়েছি ?
সততাকে জলাঞ্জলি দিয়ে
ইজ্জতটাকে হারিয়েছি ।

খুব ছোট্ট একটি দেশ এটি
উন্নত হতে সময় না লাগার কথা
কিন্তু আসল সমস্যা তো অন্যখানে
ঔসুধ নেই এ এমনই ব্যাথা ।

দেশটাতে ছড়িয়েছে আজ
অসুখ সব মহামারী
দেশটা আমার মায়ের মতন
কেমনে টা ভুলতে পারি ?

মাকে যদি সালাম জানাই
দেশও টা পাবে
আমাদের দেশের সম্মান আমাদেরই
নইলে সবই হারাবে ।

আমায় যদি প্রশ্ন করো
মরবেও কি এ দেশে ?
আমি খালি মাথা নাড়াবো
একটু খানি মুচকি হেসে ।

রাজনীতি
-------------

কয়দিন আগেও যে দেশেতে
বইতো উন্নয়নের জোয়ার
পাঁচটি বছর পরে কেন
হচ্ছে কোয়ালিটি লোয়ার ?

নৌকা-শীষের মাঝে এসে
লাঙল যাচ্ছে পিষে
রাজাকারগুলো বুদ্ধিমান সব
ভালো করে মিশে ।

কয়েকশ কোটি টাকা হাতিয়ে
বিদেশ করছে পাচার
দেশের নাকি তারা রাজপুত্র
এখন খাচ্ছে জেলের আচার ।

কথিত এসব ভণ্ড রাজনীতিক
নিজের আখের গুছিয়ে চলে
জনগণের না নিজের স্বার্থে নিত্য হরতাল
একই মুখে দুরকম কথা বলে ।

এসব করে যাচ্ছে তলিয়ে
দেশের মর্যাদা আর মান
সবার কাছে হাত জোড় করি
দয়া করে এদের ঠেকান ।

দুর্নীতি

------------

দুর্নীতি এক মহা অসুখ
ঔশুধে না যায় সারা
যদি আগে থেকে
না যায় এই রোগ ধরা ।

দেশকে করে পক্ষাখাতগ্রস্থ
হতাশায় নিমগ্ন আলো
সুড়ঙ্গের ওপারেও থাকে
জমাট বাঁধা কালো ।

দেশের মেরুদণ্ড ভেঙ্গে যায়
এ এমনই ছারপোকা
দেশের ইজ্জত তলিয়ে যায়
আছে গভীর ষড়যন্ত্র আর ধোঁকা ।

নতুন করে আলো এসে
বদলাবে কি সব ?
দুর্নীতিতে রোগাক্রান্ত
তোমার,আমার জব ।

এসব দেখে কাঁদে যদি
কারো কমল মন
দুর্নীতি থামাতে তাহলে
এখনই সচেষ্ট হোন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.