![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালি-জলে মেশানো কাদামাটি ছিলে তুমি
তাই খুব সহজেই কেটেছিল আঁচর,
কুমোরের সুনিপুন হাতের আদলে গড়া
সুনির্দিষ্ট রুপ এবং বর্ণের ছিলাম আমি,
সে এক অতি পুরোনো পোড়ামাটির ফলক।
সেই থেকে প্রেম আমাদের।
আজ প্রায় কয়েক হাজার বছর পর
আমি ঠিক তেমনি আছি,
শত চেষ্টায়ও বদলাতে পারিনি নিজেকে,
ঠাঁই পেয়েছি মিউজিয়ামের স্বফেদ কাঁচের ভিতর।
তোমার হাতে আজ আসীম সুযোগ,
ইচ্ছেমত বদলাও রুপ-বর্ণ,
তবেকি আজ ঠাঁই তোমার
রাস্তার ধারে ছোট্টো দোকান ঘড় ?
বিক্রির অপেক্ষায় তুমি !
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
নিলু বলেছেন: লিখে যান
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
অন্তু নীল বলেছেন: ধন্যব.।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
এমএম মিন্টু বলেছেন: সুন্দর হয়েছে কবিতা