নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে কথন

অপ বাক

তবু ও মানুষ কাঁদে অধিকার চায় একটি শিশুর তবুও মানুষ বাঁচে কার হাতে অধিকার মানুষ না যীশুর............ অধিকার সবার চাই, মতপ্রকাশের অধিকার নামান্তরে মতদ্বৈততার আধিকার। ইতিহাস সাক্ষী সর্বদা বিজয়ীর ভাষ্য লেখা হয়, রক্তলোলুপ মানুষেরা তরবারি দিয়ে কেটে ইতিহাস লিখে, আমজনতার কথা লিখে রাখে দীক্ষ দ্রাবিড়, সেসব দ্রাবিড়দের মুখপত্র ইতিহাসে ছিলো না, দ্রাবিড়রা কখনই ক্ষমতার বলয়ে যেতে পারে নি, ফিনিশিয়, সুমেরিয় মিশরিয় ,পারসিয় সভ্যতার কিছু কিছু নিয়ে সেমিটিক ধর্মের উদ্ভব, কালের প্রবাহে সেমিটিক ধর্মই টিকে গেছে, অস্ত্রের জোড়ে, শিল্পের জোড় ছিলো না তাদের, আর অনার্য সবাই পৈত্তলিক, শয়তানের অনুচর হয়ে টিকে আছে একত্ববাদী ধর্মগ্রন্থে, আমি এসব দ্রাবিড়দের অধিকার চাই, সভ্যতার ইতিহাসে এরা শিল্পে সংস্কৃতিতে সব সময় গুরুত্বপুর্ন অবদান রেখেছে, তাদের দাবীর সপক্ষে আমি কণ্ঠ মেলালাম।

অপ বাক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন- ইচ্ছে ঘুড়ি

০৭ ই মে, ২০০৬ দুপুর ১:২৫

শিরোনামহীন নিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়েছিলো, প্রথম সংকলনের বেশ কিছু গানের সুর পছন্দ হয়েছিলো যদিও আমার অন্য এক বন্ধুর আপত্তি ছিলো জিয়ার অশোধিত গলা ব্যাবহারের বিষয়টা, এর পরও আমার কাছে বিষয়টা আপত্তিকর মনে হয় নি, তবে প্রত্যাশার যেই বুদবুদ তৈরি হয়েছিলো সেটা এক ফূৎকারে বিলীন হয়ে গেলো

অন্তত 4টা থেকে 5টা গান ইংরেজি গানের সুর মেরে তৈরি করা, মেগাডেথ, মেটালিকা, স্করপিওন, আয়রন মেইডেন, এই কয়েকটা ব্যান্ডের কিছু রিফ ব্যাবহার করেছে, হয়তো জিয়ার অতীত ভালোবাসা এবং চর্চার প্রভাব, আমি ভালো একটা গান খুঁজছি , ইচ্ছেঘুড়ি গানটাও পছন্দ হলো না তবে দ্্ব ীতিয় জীবন গানটাই এখন পর্যন্ত শোনা এই সংকলনের সেরা গান, আদা বনে শিয়াল বাঘ ,খুব বেশি ভালো সংকলন নয়, তবুও এই সংকলনের নকল এবং প্রভাবিত গানের বাইরে এই একটা গানই কিছুটা ভালো।

যদি 100 তে মানাঙ্কিত করা যায় এই সংকলনের মোট পাওয়া নাম্বার হবে 45

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০০৬ রাত ৯:০৫

57 বলেছেন: ভাইয়া,কোন কোন গানের সুর নকল করছে যদি বলেন তাহলে মিলিয়ে দেখতাম।আমার কাছে তো 5-6 টা গান ভালো লেগেছে।ইচ্ছে ঘুড়ি,ভবঘুরে,বরষা,একা পাখি সব গুলোই বস বস বস 100 বার বস।

২| ০৭ ই মে, ২০০৬ রাত ৯:০৫

অতিথি বলেছেন: আমি তো বলি, ব্যাপার খানা কি-
অপ বাকের লিখার দৈর্ঘ্য কমে গেল নাকি !

আসলেই ভয় পেয়ে অনেক দেরী করে খুলেছিলাম লিখাটা। আপনার লিখা পড়তে যাওয়া মানে হাতে খানিক সময় আর মাথাটা ক্লিয়ার রাখা।

ভয়ের ওপরে সাড়ে দুই হাত উঠে পোস্ট টা খুলে দেখি ওমা, এটা আমাদের অপ বাক না? সুমন ভাই আপনার পোস্টের লম্বাত্ব নিয়া বদনাম (!) করছে তার তেহারী পোস্টে। এখন কই হে বদ্দা....?

৩| ০৭ ই মে, ২০০৬ রাত ৯:০৫

অতিথি বলেছেন: বদনাম করলাম নাকি মিয়া..আমার কান্ধে বন্দুক রাইখা গুলি...

৪| ১২ ই মে, ২০০৬ ভোর ৬:০৫

অতিথি বলেছেন: অপবাক আপনি খোঁচা দিয়ে কথা খুব ভালো বলতে পারেন । আমি লগ ইন করে প্রথমেই এটা পোষ্ট করে ফেলেছিলাম আর কারেন্ট, নেট ছিল না বলে হোম পেজ গতকাল বিকালের পর থেকে আর খোলা হয় নাই । আজকে পোষ্ট করার পরই বৃষ্টির কারনে নেট চলে গিয়েছিল । যদি আমি সাদিকের পোষ্টটা দেখে পোষ্ট করতাম তাহলে আমাকে এভাবে বলার একটা অর্থ ছিল । আর এতদিন পরে লেখা পোষ্ট করারও কোন দরকার ছিল না যেখানে ইচ্ছাকৃতভাবে সম্মান হানিকর কিছূ করা হয়ে যায় । দুঃখিত অনিচ্ছাকৃত ভুল করার জন্য । আমি পোষ্টটি মুছে ফেলছি । সবার বিবেচনাবোধ সমান হয় না । আসলেই হয়তো আমার বিবেচনাবোধ বলে কিছু নেই । ধন্যবাদ ।।

৫| ১২ ই মে, ২০০৬ ভোর ৬:০৫

অপ বাক বলেছেন: রাগ করার মতো কিছু নেই শর্মি, যদিও মানুষের স্বাধীনতা আছে যেকোনো কিছু করার আমরা সবাই সেটা মেনে নিয়েছি, সেজন্যই বিবেচনাবোধের কথা বলা। যদি মনক্ষুন্ন হয়ে থাকো তবে দুঃখিত।

৬| ১২ ই মে, ২০০৬ ভোর ৬:০৫

অতিথি বলেছেন: না রাগ করিনি কিন্তু নিজেকে অপরাধী মনে হচ্ছে । ধন্যবাদ ।

৭| ১৪ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫

57 বলেছেন: বাওরে ,কি নিয়ে শুরু হইছিলো আর কি নিয়ে শেষ হইলো !!!

৮| ১৬ ই মে, ২০০৬ রাত ১০:০৫

অতিথি বলেছেন: 3 ধরনের মানুষ কোন বিষয়ে সমালোচনা করতে পছন্দ করে।
1। শিক্ষিত
2। অশিক্ষিত
3। অর্ধশিক্ষিত
আপনি কোন শ্রেণীর অনতভর্ূক্ত বুঝতে পারিনি। আপনার মন্তব্য প্রসঙ্গে বলতে চাই
1। মেগাডেথ, মেটালিকা, স্করপিওন, আয়রন মেইডেন এর কোন রিফ এর সাথে শিরোনামহীনের কোন গানের কোন সম্পর্ক নেই, হয়তো আপনার গান শ্রবণ সীমাবদ্ধতা আপনাকে ভূল পথে ভাবাচ্ছে।
2। জিয়া ভাই শিরোনামহীনের ভোকাল নাকি তুহীন ভাই ভোকাল তা আপনার মন্তব্য পড়লে ভ্যাবাচ্যাকা খেতে হয়।
3। যেকোন সাধারন শ্রোতা, যার বিশ্ব সঙ্গীত সম্পর্কে নূন্যতম ধারনা আছে, সেই বুঝতে পারবে "দ্্বিতীয় জীবন" গানটি "পিঙ্ক ফ্লয়েড" এর প্রভাবিত । আপনার মন্তব্য কি সম্পূর্ণউলেটা হয়ে গেল না বিশিষ্ট সমালোচক ভাই?
আমি যদিও আপনার মতো শিক্ষিত শ্রোতা নই তবুও এটা বুঝি যে এটা ছাড়া বাকী সব গান মৌলিক, নকল বা প্রভাবন বর্জিত এতে কোন সন্দেহ নেই ।
আমার মনে হয়, আপনার একবার শিরোনামহীনের ফোরামে ঢোকা উচিত। শিরোনামহীন ডট কম, সহজ ঠিকানা। আমি দেখেছি ওখানে জিয়া ভাই অ্যাডমিন হিসেবে কথা বলে। যেকোনো প্রশ্নের উত্তর দেয়, এবং অবশ্যই সেটাতে কোন ভূল বা অর্ধশিক্ষিত তথ্য থাকেনা ।

৯| ১৬ ই মে, ২০০৬ রাত ১১:০৫

57 বলেছেন: রাস্তা আপনি এত দেরি করলেন কেন ? কোথায় ছিলেন ?

১০| ১৬ ই মে, ২০০৬ রাত ১১:০৫

অতিথি বলেছেন: রাস্তা ট্রাফিক জ্যাম কন্ট্রোলে ব্যাস্ত ছিলেন...
ভাই মহাখালীর জ্যাম কমছে? আমি বাসায় ফেরার সময় দেখলাম অনেক জ্যাম
btw.. গানগুলি আমি শুনিনি... শুনলে একটা জ্ঞানী জ্ঞানী কমেন্ট করতাম (পাকনাহাসি)

57 এত রাতে নেটে খিতা করেন? কোন একটা পোষ্টে দেখছিলাম পরিক্ষা সামনে... ব্লগিং বাদ দিয়া মন দিয়া পড়েন.. (জ্ঞানীহাসি)

১১| ১৬ ই মে, ২০০৬ রাত ১১:০৫

অপ বাক বলেছেন: আমার মনে হয় রাস্তা জিপসি কিং, মেগাডেথ, আয়রন মেইডেন এদের গান শুনে পড়ে জিয়াদের গান শুনলে ভালো হবে, সরোদ, দোতারা ব্যাবহার করলেই ওটা নকল গান হবে না এমন না, যাই হোক এটা আমার অভিমত এবং আমি ইচ্ছে ঘুড়িকে 45 এর বেশি দিতে পারতেছি না, স্বয়ং জিয়া এসে অনুরোধ করলেও ওটা 45 থাকবে,

১২| ১৭ ই মে, ২০০৬ রাত ১১:০৫

অতিথি বলেছেন: ভাই অপবাক, আপনার অর্ধশিক্ষিত সমালোচনা দয়া করে বন্ধ করে দিন। নিজেকে স্মার্ট সাজানোর সবচে বাজে পদ্ধতি আপনি অবলম্বন করছেন। জিপসি কিং আপনার নতুন সংযোজন । আপনার উলেখিত প্রতিটি ব্যন্ডের প্রতিটি গান আমি শুনেছি। এবং আমার মনে হয় আমি একা নই, অনেকেই এদের সবার সব গান শুনেছে।
আপনি ধরি মাছ না ছুই পানি স্টাইলে মন্তব্য বন্ধ করে এদের কোন এলবামের কোন গানের কোন রিফ বা টিউন শিরোনামহীনের কোন গানের কোন অংশের সাথে মেলে সেটা সংগীতের যথার্থ ভাষায় যথার্থযুক্তি সহকারে ব্যাখ্যা করুন।
ভালো ক থা, অপবাক ভাই , আপনি পিঙ্ক ফ্লয়েড শুনেছেন তো? আপনার প্রিয় দ্্বিতীয় জীবনের সাথে মিল পেয়েছেন? না পেলে বলুন, আমি এলবাম ও গানের নাম সহকারে যথার্থ যুক্তি দিয়ে সেটা বুঝিয়ে দেব। আমি আপনার মত ধরি মাছ না ছুই পানি স্টাইলে মন্তব্য করছিনা।
আমার মনে হয়, আপনার ইহুদি ধর্ম বা কেয়ামতের কালপজ্জি এ জাতীয় লেখাগুলো যথেষ্ট তথ্যবহুল ওমোটামুটি ভালো সাহিত্যমানসম্পন। বিশ্বসংগীত বিষয়ে হয় আপনার শ্রবণ সীমিত অথবা ভুল ধারনাযুক্ত। যেমন শিরোনামহীনের ইচ্ছে ঘুড়ি পুরো এলবামে শুধুমাত্র 2 টি গানের 2 টি ছোট অংশ ছাড়া কোথাও রিফ নেই, এটা কি আপনি আদৌ বঝতে পেরেছেন? তাই বলছিলাম, আপনি বরং আপনার ইহুদি ধর্ম বা কেয়ামতের কালপজ্জি এ জাতীয় লেখা নিয়ে ব্যস্ত থাকুন। সংগীতকে দয়া করে অব্যহতি দিন ।।

১৩| ১৮ ই মে, ২০০৬ রাত ১০:০৫

অপ বাক বলেছেন: জিপসি কিং বলে একটা স্প্যানিশ ব্যান্ড আছে ওটার গান শুনে পরে রূপসি নগর গানটা শুনবে।

১৪| ১৯ শে মে, ২০০৬ রাত ১:০৫

অতিথি বলেছেন: প্রথম থেকেই জিয়া ভাই তাহলে সব নকল গান তৈরী করে যাচ্ছে যার সব আপনি জানেন। তাও আবার কোন গানের কোন অংশ (রিফ, হা হা হা) তা পরিষ্কার দেখাতে পারলেন না। ভাইজান, এতগুলো ব্যান্ডের নাম মুখস্ত করতে কষ্ট হয়েছে নিশ্চয়ই। জিপসি কিং এর 2/1 টা এলবামের নাম বলতে পারবেন তো?

১৫| ১৯ শে মে, ২০০৬ রাত ৩:০৫

অপ বাক বলেছেন: জনাব রাস্তা
স্বদেশ
পাখি
অন্য কেউ
এসব গান শুনে এবং সুর শুনে নিজেকে বাছাই করতে হবে কোন কোন গানের অংশ এগুলো
আর জিয়া নকল সুর করলেও আমার কিছু না ও নিজে সুর করলেও আমার কিছু না,
আমার বিবেচনা নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে তবে সেটা আপনার নিজস্ব সমস্যা, সংগীত বিষয়ে সবার নিজস্ব এলার্জি আছে, আপনার যদি শিরোনামহীনের বিষয়ে বিশেষ কোন দূর্বলতা থাকে বা জিয়া ভাই তুহিন ভাইদের প্রতি অশেষ ভালোবাসা এবং বিশ্বাস তা আপনার নিজস্ব, আমার বিবেচনা যেমন আমার নিজস্ব তাই আপনার এত প্রতিবাদ প্রতিরোধের পরও ওটাকে 45 এর বেশি দিতে পারলাম না আর অন্য একটা বিষয় হলো এটাতে জয় পরাজয় বলে কিছু নেই, থাকলে আমি আপনার প্রতিক্রিয়ার প্রেক্ষিতে গানের অংশ দিয়ে বলতাম কোথায় ঠিক একই সূর ব্যাবহৃত হয়েছে সেটা আবার শিরোনামহীনের সংকলনে অবিকৃত ঢুকে গেছে।
মাত্র 7টা প্রধান স্বর, এই সব নিয়েই সবাই সুর তৈরি করে,মিলে যাওয়া দোষের কিছু না, একটা 2টা মিলতে পারে, কিন্তু যখন অনেকাংশে মিলে যায় তখন সুরটাকে নকল বলা হয়।
আপনি বিশ্ব সংগীতের কূশলী শ্রোতা আপনাকে সংগীত শুনতে শিখতে বলার ধৃষ্টতা তবুও করতে হচ্ছে- গান শুনতে শিখুন,

১৬| ১৯ শে মে, ২০০৬ রাত ৯:০৫

অতিথি বলেছেন: জনাব অপবাক,
সংগীতের সমালোচনা করা সম্পূর্নব্যক্তিগত অভিক্ষা ও রুচির ব্যাপার। আপনার 45 নিয়ে আপনি ছাড়া আর কেউ চিন্তিত নয়। এটা আপনার নিজস্বঅভিরুচি। কিন্তু কোন গানকে ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছে থেকে নকল বলা যায় না। অনেক আগে এল আর বি মেগাডেথের সোয়েটিং বুলেট গানটির হূবহূ আদলে মাঝরাতে নামে একটা গান করেছিলো। এরপর, কখনো মেগাডেথের কোনো নকল বাংলা গান শুনিনি। তাই, আপনি যদি দেখিয়ে দিতেন শিরোনামহীন কোথায় নকল করল, তাহলে হয়তো বুঝতে পারতাম। এই রিমিক্স এবং সমসাময়িকিকরনের নামে লালন/রবীন্দ্র(এটাও হবে শুনছি ) সংগীত দিয়ে এলবাম বের করে ফেলার যুগে কোনো মৌলিক গানকে নকল বলতে গান শুনতে শেখা এবং যোগ্যতা প্রয়োজন হয়।

১৭| ২০ শে মে, ২০০৬ রাত ৯:০৫

অতিথি বলেছেন: 57 কি আছেন?

১৮| ২০ শে মে, ২০০৬ রাত ১০:০৫

57 বলেছেন: রাস্তা ভাই,পরীক্ষা তো থাকবেই।বুয়েটে এসে 1000 এর উপর পরীক্ষা প্রায় দিয়ে ফেলেছি।ইদানিং পোস্ট করি না,যে হারে পোস্ট হয় সব তো আগে পড়বো,তারপর তো পোস্ট করবো।তবে কমেন্ট করে খুব মজা।।অপবাক কে ছেড়ে দেন।বেচারা !শিরোনামহিন এর গান নকল এটা বলা মনে হয় ঠিক না।তারা তাদের ওয়েবসাইটে যে লিরিখ দিছে তাতে দুই -একটা গানে তারা লিখে দিছে যে কোন গান কোন গান থেকে অনুপ্রাণিত হয়ে বানানো,কার উদ্দেশ্যে লেখা বা কার গান থেকে ,,,

আশা করি এই ছোট্ট বিষয় নিয়ে আর পেচাপেচি না করায় ভালো।

মিয়াও !!!

১৯| ২১ শে মে, ২০০৬ সকাল ৯:০৫

চারুবাক বলেছেন: জনাব রাস্তা
স্বদেশ
পাখি
অন্য কেউ
এসব গান শুনে এবং সুর শুনে নিজেকে বাছাই করতে হবে কোন কোন গানের অংশ এগুলো
আর জিয়া নকল সুর করলেও আমার কিছুনা ও নিজে সুর করলেও আমার কিছুনা
আমার বিবেচনা নিয়ে আপনার যদি কোন সমস্যা থাকে তবে সেটা আপনার নিজস্ব সমস্যা, সংগীত বিষয়ে সবার নিজস্ব এলার্জি আছে, আপনার যদি শিরোনামহীনের বিষয়ে কোন দুর্বলতা থাকে বা জিয়া ভাই .. .. .. . . .
এতক্ষন যা বললাম তা শিরোনামহীনের গানের মতই নকল যদিও 100% একাত্বতা অপবাকের সাথে। আমি শিরোনামহীনকে 40 এর বেশী দেবোনা ।

ভাই অপবাক , আপনার লেখা এমনকি নাম নকল করে নকলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি

২০| ২৩ শে মে, ২০০৬ রাত ৯:০৫

অতিথি বলেছেন: নামটাও নকল করে নকল নিয়ে সমালোচনা হচ্ছে । কি আছে দুনিয়ায় ।
আপনাদের সমালোচনায় মনে হয়, স্মার্টহবার সর্টকাট একটা রাস্তা পেয়ে আপনারা সুখি জীবন যাপন করছেন, যে রাস্তায় তালগাছ আপনাদের । গান নিয়ে আপনাদের সাথে আলোচনা করা অবান্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.