| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই চোখ দুটোতে কি আছে?
জীবনানন্দ তার প্রেয়সীর চোখকে পাখির নীড়ের সাথে তুলনা করেছিলেন। সেই চোখ তাকে দু'দন্ড শান্তি দিয়েছিল, নীড়ের সুখ দিয়েছিল। কিন্তু আমার জন্য তোমার চোখে কি আছে? শান্তি? সুখ? নাহ, মোটেই না।
আমি তোমার চোখে দেখি যাদু! গহীন রহস্যময়ী তোমার চোখ! আমি তার গভীরতায় নিজেকে হারিয়ে ফেলি। আমি পাগল হয়ে থাকি সারাক্ষণ। হে মোহময়ী, একবার পাখীর নীড়ের মতো চাও!
©somewhere in net ltd.