| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও প্রভূ, তোমাকে এই মেয়েটার কথাই বলেছিলাম,
যার বা-ভ্রুর উপরে রয়েছে ছোট্ট একটা তিল।
এই তিলের জন্য পৃথিবীর সেরা প্রেমিক মজনুকে
তুমি পাগল করে দিয়েছিলে।
ও দুনিয়া, তোমাকে আমি এই মেয়েটার কথাই বলেছিলাম,
যার একগোছা চুল সবসময় ঝুলে থাকে তার বা কপালের উপর।
এই চুলের গোছার জন্য সিংহাসন ছেড়েছিল কোন এক ছন্নছাড়া রাজা
ও সূর্য, তোমাকে আমি এই মেয়েটির কথাই বলেছিলাম,
যার চোখ হার মানাবে তোমার প্রখরতাকে।
আর তুমি নতজানু হবে ব্রহ্মাণ্ডের সকল দায়িত্ব ঝেড়ে ফেলে।
ও সাগর, তোমাকে আমি এই মেয়েটির কথাই বলেছিলাম,
যার অধরের দুর্নিবার আকর্ষণে পথ হারিয়েছে পৃথিবীর নাবিকেরা।
ও নদী, তোমাকে হার মানিয়েছে এই মেয়ে তার তনুর বাকে বাকে।
ও প্রভূ, তুমি তাকে প্রাণ দাও, প্রাণের উচ্ছ্বাস দাও
ও দুনিয়া, তুমি তাকে জীবন ছড়িয়ে দেয়ার বীজ দাও
ও সূর্য, তুমি তাকে আলো ছড়াতে শেখাও পৃথিবীর প্রেমিকদের হৃদয়ে
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ও প্রভু,তোমাকে এই মেয়েটির কথাই বলেছিলাম, যার বর্ণনা দিয়েছে ব্লগার ক্লান্তপ্রাণ।

তুমি তাকে আমার করে দাও,,,