![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরা সবাই মুক্তিযোদ্ধা । ১৯৭১ সালে দেশের জন্য এরা মরণপণ লড়েছেন , কেউ অস্র হাতে আর কেউ কলম হাতে , সবার লক্ষ্য ছিল একটাই স্বাধীন বাংলাদেশ । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস , আজ এরাই শুধু আওয়ামী লীগ না করার কারনে স্বাধীনতা বিরোধী রাজাকারে রূপান্তরিত ! যারা আওয়ামী লীগ করে না তারা আর যাই হোক আওয়ামী লীগের ভাষায় মুক্তিযোদ্ধা হতে পারে না । ঠিক উল্টো নির্মম পরিহাস আছে যা শুনতেও নির্মম , মানতেও নির্মম ! শুধু আওয়ামী লীগ করার কারনেই ১৯৭১ এর প্রত্যক্ষ্য স্বাধীনতা বিরোধী /রাজাকার / তৎকালীন প্রশাসনিক কর্মকর্তারাও আজ মুক্তিযোদ্ধা !!!?
স্বাধীন বাংলাদেশ আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ! যাকে ইচ্ছে মুক্তিযোদ্ধা এবং যাকে ইচ্ছে রাজাকার বানানো হচ্ছে ।
দেশ স্বাধীনে যাদের সামান্য অবদান নেই সেই তারাই আজ আওয়ামী লীগ করার কারনে মুক্তিযোদ্ধা ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ নিয়ে ডিজিটাল বিজনেস শুরু করছে । মখার মতো তৃতীয় শ্রেণীর মাস্তান যদি মুক্তিযুদ্ধের লেভাসধারি দলের হোম মিনিস্টার হতে পারে সেই দলের মুক্তিজুদ্ধারা কেমন হতে পারে তা অনুমেয়
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: আম্লীগে যোগ না দিলে রাজাকার, সোজা হিসাব ফাসি।|
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
দূর আকাশের নীল তারা বলেছেন: আপনি কি মুক্তিযোদ্ধা-রাজাকার বির্তক কেবল আওয়ামী লীগের মধ্যে সীমিত করতে চাচ্ছেন? সাকাচৌ চিন্থিত রাজাকার, মির্জা ফখরুল মুক্তিযুদ্ধ না করে সার্টিফিকেট নিয়েছে? বিএনপির কারণে জামাতের চিন্থিত রাজাকাররা দেশের মন্ত্রী হয়ে পতাকাবাহী গাড়িতে চড়েছে, বিএনপি ক্ষমতায় থাকাকালে জামাতীদের হাতে মুক্তিযোদ্ধারা শারিরীকভাবে নি:গৃহীত হয়েছে, বিএনপি কি তখন সেই মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছে? কাকে ভাল বলবেন? জাতির পিতা আর স্বাধীনতার ঘোষক বির্তক তৈরী ছাড়া এই দুইদল আমাদের কি দিয়েছে? মুজিব-জিয়া দু'জনকেই যথাযথ মর্যাদা দিলে ইতিহাসের কি ক্ষতি হয়? কেন ১৯৯০এর পর থেকে প্রতি ৫বছর পর পর আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বদলাচ্ছে? দুটিদলই যা করছে, কেবল ক্ষমতার জন্য করছে। অতএব একচোখা দৃষ্টি বন্ধ করুন। খালেদা-হাসিনা ছাড়া দেশে কি প্রধানমন্ত্রী হবার মত যোগ্য কেউ নেই? আসুন সবাই বলি, আমরা গনতন্ত্র চাই, পরিবার তন্ত্র চাই না।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
কলাবাগান১ বলেছেন: ১৯৭১ সনে ৭ কোটির মধ্যে বড়জোড়, ৫% লোক রাজাকার ও পাকিস্তানের সাপোর্টার ছিল... তার মধ্যে এখন যারা বেচে আছেন, তার ৫০% ও আওয়ামী লীগকে সাপোর্ট করে না কিন্তু তাদেরকে কি কেউ রাজাকার বলছে????
আপনি যুদ্ধ করবেন দেশের স্বাধীনতার জন্য আর এখন রাজাকারদের কাছে নিজেকে বিকিয়ে দিবেন (রাজাকারের পত্রিকায় কলাম লিখবেন, রাজাকারকে মন্ত্রী বানাবেন, স্বাধীনতার স্হপতিকে তৃতীয় শ্রেনীর নেতা বলবেন)... তাহলে আর মুক্তিযুদ্ধ করেছিলেন কেন।
আপনি আওয়ামী লীগকে ঘৃনা করুন.. কোন দোষ নাই, কিন্তু স্বাধীনতার বিরুধী শক্তির পক্ষে যায়, এমন কাজ না করলেই কি নয়? স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে এমন কথা না বললেই কি নয়।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
ঠোঁটকাটা বলেছেন: আম্লীগ এ যোগ না দিলে কিছুদিন পর রোহিঙ্গাদের মত পরিচয়হীন হয়ে ঘুরে বেড়াতে হবে। সাধু সাবধান।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
ছোটাইয়া বলেছেন: যারা মুক্তি যুদ্ধ করেছেন তাদের অন্ত্র থেকে শ্রদ্ধা করি, আমি রাজাকারদের চিনি আর কারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তাদেরও চিনি। একদিন এর জবাব ঠিকই দিবো ইনশা আল্লাহ!
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
ধৈঞ্চা বলেছেন: আওয়ামীলীগ হলো এমন এক মেশিন যেখানে চুর, বাটপার, সন্ত্রসী, ধ্বর্ষক, দুর্ণীতিবাজ যারাই ঢুকে সবাই চেতনাধারী প্রগতিশীল দেশপ্রমিক হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
টয় বয় বলেছেন: আম্লীগে যোগ দিলে মুক্তিযোদ্বা, সোজা হিসাব|