নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলি আলোর পথে

I always believe in participation not in performance.

কে এম শিহাব উদ্দিন

I am a student of BUET studying in EEE department. My hometown is Ishwardi.

কে এম শিহাব উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কাউকে আবাল বলার আগে জেনে নিন "আবাল" অর্থ কী B-)B-)B-)

১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

আজকে আমার এক বন্ধু ফেসবুকে নক করে বলল, সে একটা বিপদে পড়ছে।

জিজ্ঞেস করলাম ,"ঘটনা কি??"



বলল, সে নাকি তার এক ফ্রেন্ডকে আবাল বলছে আর তার ফ্রেন্ড তাকে পাল্টা জিজ্ঞেস করছে আবাল মানে কি???



:P:P:P:P:P:P

কিন্তু আবাল অর্থ না জানা থাকায় সে নিরুপায় হয়ে আমার শরণাপন্ন হয়।

বলাবাহুল্য আমি মাইক্রোপ্রসেসর কিছুই না বুঝলেও বাংলায় যে কিন্চিত বেশি জ্ঞান রাখি সেটা বন্ধুমহলে সুবিদিত।

B-)B-)B-)B-)

পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম বহুপ্রচলিত এই আবাল শব্দটা নিয়ে আসলে অনেকেরই পরিষ্কার কোন ধারণা নাই। /:)/:)/:)

তাই জনস্বার্থে এই পোষ্টের অবতারনা :):):):):)



যাই হোক সামান্য কিছু গরু খোঁজাখুজির পর প্রাপ্ত ফলাফল পেশ করা হল।





প্রথমত "আবাল" কোন মৌলিক শব্দ নয়। এটি একটি সাধিত শব্দ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাধিত শব্দ গঠিত হয় ৫ উপায়ে

১।সন্ধির মাধ্যমে

২।অনুসর্গ যোগে

৩।উপসর্গ যোগে

৪।প্রত্যয় যোগে

৫।সমাসের মাধ্যমে



কোন উপায়ে "আবাল" শব্দটি গঠিত হয়েছে এইটা নিয়ে ব্যকরণবিদদের মধ্যে ২ টি ভিন্ন মত আছে।;););););)



১।"বাল" মূলশব্দের সাথে বাংলা "আ" উপসর্গ যুক্ত হয়েছে নেতিবাচক অর্থে



২।এটি সমাস সাধিত শব্দ। ব্যাসবাক্য হল :



আবাল-----নাই বাল যার ----নঞ বহুব্রীহি



উৎপত্তি যাই হোক না কেন এটা পরিষ্কার যে শাব্দিক অর্থে আবাল বলতে অপ্রাপ্তবয়স্ক পোলাপান বুঝায়।

যদিও প্রায়োগিক অর্থে "আবাল" শব্দটি বোধ-বুদ্ধিহীনতা বা বিচার-বিবেচনার ক্ষমতার অভাব বুঝাতেই বেশি ব্যবহৃত হয়।



[ আমার বন্ধুটির মত বিপদে যাতে আর কেউ না পড়ে সেটা নিশ্চিত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা :):):):) ]



মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৪

ইমাম হাসান রনি বলেছেন: =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪০

কে এম শিহাব উদ্দিন বলেছেন: :D :D :D :D ;) ;) ;) ;)

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

টুনা বলেছেন: প্রথমঃ - আমাদের এলাকায় যেই ষাঁড় কে বলদ(বিষেষ প্রকৃয়ায় প্রজনন ক্ষমতা নাশ করা হয়)বানানো হয় তাকে আবাল বলা হয়।

দ্বিতীয়ঃ - আরবীতে আবুল, আবু বা আবাল(চলতি ভাষায়) বাপকে বলা হয়।যেমন আবুল,আবু বা আবাল খায়ের অর্থ খায়েরের বাপ।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬

কে এম শিহাব উদ্দিন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে আবাল মানে যে কী তা আমিও জানি না।
আপনার কমেন্ট পড়ে জানলাম :| :| :|

ব্যাপারটা ট্যাগ/কী-ওয়ার্ড দেখলেই বুঝতেন

B-) B-) B-) B-) B-)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

অরিত্রবচন বলেছেন: শিহাব জটিল জটিল জটিল

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৮

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই।
আপানাদের অনুপ্রেরণাই তো আমাদের পাথেয় :) :) :)

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অসাম সালা......

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯

কে এম শিহাব উদ্দিন বলেছেন: :| :| :| :| :|

এর মধ্যে আবার শালা-দুলাভাই কেন?? :P :P :P

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

বাতিল প্রতিভা বলেছেন: আবাল পোস্টের জন্য আবালীয় শুভেচ্ছা জানিয়ে আবালীয় মন্তব্য করে গেলাম :P :P

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০

কে এম শিহাব উদ্দিন বলেছেন: আবালীয় মন্তব্য করার জন্য আমার মত একজন আবালের পক্ষ থেকে আপনার মত একজন আবালকে আবালীয় ধন্যবাদ।

B-) B-) B-)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬

বাকপটু বলেছেন: he he

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫১

কে এম শিহাব উদ্দিন বলেছেন: :P :P :P :P :P

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮

মুকতাদির রহমান বলেছেন: সুন্দর প্রয়াসের জন্য ধন্যবাদ...

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: খাইছে মন্তব্যের ভাষা তো যথেষ্ঠ সিরিয়াস মনে হচ্ছে
টেনশানের বিষয়
/:) /:) /:) /:)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: আবাল-----নাই বাল যার ! :-/ :-/ :-/ :-/

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই তাৎক্ষণিকভাবে এর থেকে ভালো কিছু মাথায় আসে নাই :( :( :( :(

ভালো কোন আইডিয়া থাকলে শেয়ার করেন :) :) :) :) :)

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫

কে এম শিহাব উদ্দিন বলেছেন: সবার প্রতি একটা অনুরোধ

অনেকেই আমার পরিচিত বড় ভাই, জুনিয়র বা বন্ধু।
কিন্তু কাউকেই চিন্তে পারতেছি না।
সবাই নিজের ছবিটা প্রোপিক দেন নতুবা একটু বলে যান আপনি কে??

প্লিজ :( :( :( :(

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

যৈবন দা বলেছেন: ভাই,সিরাম বাল(প্রাপ্ত বয়স্ক) পোস্ট,রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা ভাষার শব্দ সম্ভার যখন অনাদর অবহেলায় অকাতেরে গুম্রে কাদছিল,তখন ধুকেতুর মত বাংলা সাহিত্যের গগনে আপনার আগমন। এই লেখনী শুধু যে তথ্য সমৃদ্ধ,তাই নয় বং অন্তরাত্মা কেও নাড়া দিয়ে যায়,সমস্যার মুলে করে কুঠ্রাঘাত আর পাঠক হৃদয়ে তোলে ঝড়। B-) B-)


আপনার যুগোপযোগী এই পোস্ট বহু আবালের, বাল হবার পাথেয় হয়ে থাকবে :P :P :P :P

১১ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০১

কে এম শিহাব উদ্দিন বলেছেন: অই মিয়া
তোমাদের মত আবালদের স্বার্থেই এই পোস্ট। বুঝছ????

ক্যাপ দিয়ে মুখ ঢাকলেই আবালত্ব ঘুচানো যাইত তাইলে তো হইতই।
:P :P :P :P :P

যাই হোক, তুমি কি শনিবার থেকে ক্লাসের পক্ষে?? ভিসি না সরায়েই??? :| :| :|

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৯

আমি তুমি আমরা বলেছেন: হে হে

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৩

কে এম শিহাব উদ্দিন বলেছেন: B-) B-) B-) B-) B-) :P :P :P :P

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২০

নোমান নমি বলেছেন: আবাল মানে আ(ছে)বাল। B-)

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৬

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই এইডা কোন ব্যা....করণ?? :( :( :(

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৪

চানাচুর বলেছেন: ভাইয়া "শালা", "হালা" এই শব্দগুলো সম্পর্কে আপনার কাছে একটা বিস্তারিত পোস্ট চাই। কয়েকদিন আগে আমি আমার এফবি স্ট্যাটাসে এই শব্দ ব্যবহার করার জন্য কাজিনের কাছে ঝাড়ি খেয়েছি। ঝাড়ি দিয়েও সে আমাকে মাফ করেনি। এখন সে এই গালি দেওয়ার জন্য আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। এমনিতেই মন খারাপ। তার উপর আবার নতুন নতুন কারণে মন খারাপ ভালো লাগে না :(:(

"শালা" শব্দটা নিয়ে লিখতে অনুরোধ করছি। যদি পজেটিভ কোনো মিনিং আসে তাহলে কাজিনকে লিংকটা দিয়ে একটু শান্তি পাবো। আমার অনুরোধটা একটু রাখার চেষ্টা করবেন :(

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫১

কে এম শিহাব উদ্দিন বলেছেন: খাইছে!!!!!!!!!!!

মানে আমার পোস্টের উদ্দেশ্য হবে "কেন শালা বলে গালি দিলেও কোন
সমস্যা নাই" নাকি "কেন শালা শব্দটি গালি নয়" নাকি "কেন স্ট্যাটাসে শালা শব্দটির ব্যবহার দূষণীয় নয় "?????

আসলে থিমটা কি হবে?? এইটা ক্লিয়ার হতে পারলাম না।
তবুও আমি শব্দটা নিয়ে একটু ৩ দিন চিন্তা করে দেখি।:(:(:(

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৪

মিজভী বাপ্পা বলেছেন: +++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: এই বাল পোস্টেও [কয়েকজনের মতে :( :( ] প্লাস দিলেন

ধন্যবাদ
:) :) :) :) :)

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৩

অচিন.... বলেছেন: অসাম পুস্ট। এই পুষ্ট স্টিকি না হলে আজ ভাত ই খামুনা। X(

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৭

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই আসলে ব্লগে সব ধরণের লেখাই আসা উচিত এইটা কি আপনি মনে করেন না???
আপনি আমার আগের ২ টা পোস্ট দেখতে পারেন।

এই পোস্ট আমি ব্লগের ফানপ্রিয় ব্লগারদের জন্য দিছি।

এত রিঅ্যাক্ট করার কি আছে???
:| :| :| :( :( :(

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৮

সায়েদ তানজিদ বলেছেন: আবালীয় পোষ্ট, বিনুদন বিনুদন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২১

কে এম শিহাব উদ্দিন বলেছেন: আমার ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য বিনোদন ব্যতীত আর কিছু ছিল না।

:) :) :) :) :) :)

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৭

অ তে আজগর বলেছেন: ;) ;) ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৮

কে এম শিহাব উদ্দিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৮

চানাচুর বলেছেন: আমি তো ঐ শব্দটার অর্থ সম্পর্কে একদমই জানিনা :( না বুঝেই ইউজ করতাম। শব্দের অর্থ যা আসে মানে ধরেন, যতটুকু পজেটিভ বা যতোটুকু নেগেটিভ সেই অনুযায়ী একটা পোস্ট দিলেই হবে। যদি অর্থ খারাপ হয় তাহলে সোজা অর্থ খারাপ বলে দিবেন তাহলে আর কোনোদিন ভুলেও ঐ শব্দ উচ্চারণ করার দুঃসাহস দেখাবো না। আর ভালো হলে তো হলোই :)
আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। আমি শুধু একটু জানতে চাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৭

কে এম শিহাব উদ্দিন বলেছেন: দেখি চেষ্টা করে। পোস্ট না দিলেও আপনাকে জানাব ইনশাআল্লাহ
:) :) :) :) :)

যদি মনে থাকে /:) /:) /:) /:) /:)

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩২

অচিন.... বলেছেন: আমি ও তো ফান করেই বললাম, ইমো দেওয়াটা ভুল হয়ে গেছে :|

১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

কে এম শিহাব উদ্দিন বলেছেন: :| :| :| :| :| :| :| :| :|

ইমোর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক একটা পোস্ট দিব নাকি???
:P :P :P :P

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০২

কার্ড খেলি বলেছেন: আমি গতকাল আবাল ছিলাম না, আজকে আবাল হলাম :D

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৩

কে এম শিহাব উদ্দিন বলেছেন: খাইছে......আপনি তো অন্য দিকে মোড় নিচ্ছেন :P :P :P :P

এখানে পারমানেন্টলি থাকা না থাকার কথা বলা হইছে। টেম্পোরারির কোন সীন নাই :D :D :D :D

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৬

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৬

কে এম শিহাব উদ্দিন বলেছেন: B-) B-) B-) B-) :P :P :P

২২| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:০৯

হামিদ আহসান বলেছেন: ভাল ...

২৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: যুগান্তকারী পোস্ট ভাই। জনস্বার্থে এমন পোস্ট আরো চাই। :P;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.