| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কবি
অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!
আমি কি পারি, তোমার হৃদয়ে ভালবাসার আগুনটা আর একটু উসকে দিতে
অথবা শেষ বিকেলে একটুকরো সফেদ মেঘের চাদর হতে তোমার চোখে।
মনফড়িংয়ের ইচ্ছে নাচন, অথবা ঝিরিঝিরি বৃষ্টিতে তোমার মন ভালো করা গানে
পাশাপাশি হাটতে ডুলহাজরার পথে, আঁকাবাকা ছন্দে।
তোমার দুষ্টু মিষ্টি চোখের তারায় যে অচিনপুরের ডাক, ঠিক বলছি তোমার সাথে কদিন কাটাবো সেথায়
ছিপ ফেলে মনে তুলে আনব ভালবাসার রুপোলি মাছ আর
সারাটা বিকেল কাটাবো কবিতা গান আর অপার্থিব হাঁসির বাঁধ না মানা হুল্লড়ে
ঠিক জেনো সেদিনটি শীঘ্রই আসবে আজ অথবা আগামীকাল, তোমার চোখের তারায় বিরহের ছায়া পড়ার আগেই।
-কবি
২১/০৬/২০১৬ইং
©somewhere in net ltd.