| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কবি
অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!
থমকে যাওয়া সময়কে ইশারায় বলি চলো
বেকুব বধির সময় ফ্যালফ্যলিয়ে হাঁসে
যেন বোঝেনি কি চাইছে হৃদয়।।
হৃদয়ের নগরায়নে হারিয়েছি মেঠো পথ, রাখালিয়া সুর
চেনা বাড়ীর দরজা আর চিরচেনা তোমায়।
অথচ বাড়াবাড়ি ভালবাসার বসত ছিল তোমাতে আমাতে
একই বিছানার মানুষ হয়েও কেন বাড়ছে পাশ বালিসের টান।
দুটি শরীর পাশাপাশি উত্তাপ বিলোয় তবু জড়তা কাটেনা
আগের মত থরথরিয়ে কাঁপে না হৃদয়, কেটে গেছে ঘোর
চেনা গলির উত্তাপহীনতায় আপন হয়েছে পর।
©somewhere in net ltd.